Aishwarya Rai Bachchan-Jaya Bachchan: 'ঐশ্বর্য আমার মেয়ে নয়...'! পুত্রবধূকে নিয়ে বিস্ফোরক জয়া! 'অশান্তি'র জন্য দায়ী কে

Last Updated:
Aishwarya Rai Bachchan-Jaya Bachchan: অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে উত্তাল টলিউড। তবে সেই গুঞ্জন ইতিমধ্যেই নস্যাৎ করেছেন অভিনেতা। তবে প্রথম থেকেই তারকা-দম্পতির বিচ্ছেদের জন্য কাঠগড়ায় তোলা হয়েছিল জয়া বচ্চনকে।
1/5
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে উত্তাল টলিউড। তবে সেই গুঞ্জন ইতিমধ্যেই নস্যাৎ করেছেন অভিনেতা। তবে প্রথম থেকেই তারকা-দম্পতির বিচ্ছেদের জন্য কাঠগড়ায় তোলা হয়েছিল জয়া বচ্চনকে।
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে উত্তাল টলিউড। তবে সেই গুঞ্জন ইতিমধ্যেই নস্যাৎ করেছেন অভিনেতা। তবে প্রথম থেকেই তারকা-দম্পতির বিচ্ছেদের জন্য কাঠগড়ায় তোলা হয়েছিল জয়া বচ্চনকে।
advertisement
2/5
সেই বিতর্কের মাঝেই ঐশ্বর্যকে নিয়ে জয়া পুরনো মন্তব্য চর্চায় উঠে এসেছে। তিনি বলেছিলেন, পুত্রবধূকে শাসন করার প্রয়োজন নেই তাঁর। সেটি করার জন্য ঐশ্বর্যের মা রয়েছেন।
সেই বিতর্কের মাঝেই ঐশ্বর্যকে নিয়ে জয়া পুরনো মন্তব্য চর্চায় উঠে এসেছে। তিনি বলেছিলেন, পুত্রবধূকে শাসন করার প্রয়োজন নেই তাঁর। সেটি করার জন্য ঐশ্বর্যের মা রয়েছেন।
advertisement
3/5
জয়া বলেছিলেন, "মেয়ে আর পুত্রবধূর মধ্যে পার্থক্য আছে। মেয়েরা ভাবে মা-বাবাকে সম্মান করার দরকার নেই। তাঁরা অতটা গুরুত্ব পান না। কিন্তু শ্বশুর-শাশুড়ির ক্ষেত্রে মেয়েরা সেটা করেন না।"
জয়া বলেছিলেন, "মেয়ে আর পুত্রবধূর মধ্যে পার্থক্য আছে। মেয়েরা ভাবে মা-বাবাকে সম্মান করার দরকার নেই। তাঁরা অতটা গুরুত্ব পান না। কিন্তু শ্বশুর-শাশুড়ির ক্ষেত্রে মেয়েরা সেটা করেন না।"
advertisement
4/5
অমিতাভ-পত্নী এও বলেছিলেন যে, পরবর্তীতে সেই সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে। তাঁর কথায়, "পরে অনেক কিছুরই পরিবর্তন হয়। আজ আমি নিজেকে ভাদুড়ী কম, বচ্চন বেশি মনে করি।"
অমিতাভ-পত্নী এও বলেছিলেন যে, পরবর্তীতে সেই সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে। তাঁর কথায়, "পরে অনেক কিছুরই পরিবর্তন হয়। আজ আমি নিজেকে ভাদুড়ী কম, বচ্চন বেশি মনে করি।"
advertisement
5/5
পুত্র অভিষেক এবং কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে কড়া শাসনে রাখতেন জয়া। সে কথা অকপটে নিজেই স্বীকার করেছিলেন তিনি। ঐশ্বর্যের ক্ষেত্রেও কি তা-ই? প্রশ্নের উত্তরে জয়া বলেছিলেন, "আমি কেন ওকে শাসন করব? ও আমার পুত্রবধূ। মেয়ে নয়। আমি নিশ্চিত ওর মা ওঁকে শাসন করেছেন।"
পুত্র অভিষেক এবং কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে কড়া শাসনে রাখতেন জয়া। সে কথা অকপটে নিজেই স্বীকার করেছিলেন তিনি। ঐশ্বর্যের ক্ষেত্রেও কি তা-ই? প্রশ্নের উত্তরে জয়া বলেছিলেন, "আমি কেন ওকে শাসন করব? ও আমার পুত্রবধূ। মেয়ে নয়। আমি নিশ্চিত ওর মা ওঁকে শাসন করেছেন।"
advertisement
advertisement
advertisement