Aishwarya-Amitabh Relation: ঐশ্বর্যকে কখনও বৌমা হিসেবে দেখেন না অমিতজি, ওকে দেখলেই...! ছেলের বিচ্ছেদ গুঞ্জনের আগে কী বলেছিলেন জয়া

Last Updated:
Aishwarya-Amitabh Relation: সম্প্রতি অভিষেক বিবাহবিচ্ছেদ সম্পর্কিত ইনস্টাগ্রামে একটি পোস্টে লাইক করার পর গুঞ্জনের আগুনে ঘি পড়ে। শোনা যায়, মেয়েকে নিয়ে নাকি ঐশ্বর্য আলাদা থাকেন।
1/6
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। বলিউডের অতি প্রিয় তারকা দম্পতিদের মধ্যে একটি। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের সময় থেকেই তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে ফিসফাস শুরু হয়েছে।
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। বলিউডের অতি প্রিয় তারকা দম্পতিদের মধ্যে একটি। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের সময় থেকেই তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে ফিসফাস শুরু হয়েছে।
advertisement
2/6
তাঁরা অনুষ্ঠানে একসঙ্গে আসেননি। বচ্চন পরিবার এসেছিল আলাদা ভাবে। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা পৌঁছছিলেন ঐশ্বর্য। তারপর থেকেই বারবার শিরোনাম দখল করেছেন তাঁরা।
তাঁরা অনুষ্ঠানে একসঙ্গে আসেননি। বচ্চন পরিবার এসেছিল আলাদা ভাবে। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা পৌঁছছিলেন ঐশ্বর্য। তারপর থেকেই বারবার শিরোনাম দখল করেছেন তাঁরা।
advertisement
3/6
‘কফি উইথ করণ’-এর পুরনো এক সিজনের এপিসোডে জয়া বচ্চন যেভাবে তাঁর পুত্রবধূর কথা বলেছিলেন, তারপর যেন বিশ্বাসই হয় না সেই পরিবার থেকে ঐশ্বর্য আলাদা হয়ে যেতে পারেন। কী জানা গিয়েছিল সেখানে?
‘কফি উইথ করণ’-এর পুরনো এক সিজনের এপিসোডে জয়া বচ্চন যেভাবে তাঁর পুত্রবধূর কথা বলেছিলেন, তারপর যেন বিশ্বাসই হয় না সেই পরিবার থেকে ঐশ্বর্য আলাদা হয়ে যেতে পারেন। কী জানা গিয়েছিল সেখানে?
advertisement
4/6
জয়া জানিয়েছিলেন, স্বামী অমিতাভ বচ্চন কখনই ‘গুজারিশ’ অভিনেত্রীকে তাঁর পুত্রবধূ হিসাবে দেখেন না। এর অর্থ নেতিবাচক নয়। বরং ইতিবাচক।
জয়া জানিয়েছিলেন, স্বামী অমিতাভ বচ্চন কখনই ‘গুজারিশ’ অভিনেত্রীকে তাঁর পুত্রবধূ হিসাবে দেখেন না। এর অর্থ নেতিবাচক নয়। বরং ইতিবাচক।
advertisement
5/6
জয়া বচ্চন বলেন, “যখনই তিনি (অমিতাভ বচ্চন) তাকে দেখে, খুশি হয়ে যায়। ঐশ্বরর্যকে তিনি কখনওই পুত্রবধূ হিসেবে দেখেননি। সবসময় নিজের মেয়ের মতো দেখেন। অমিতজি যে মুহূর্তে সে তাঁকে দেখবেন, তাঁর মনে হবে, যেন শ্বেতা বাড়ি ফিরেছে। শ্বেতার শূন্যতা পূরণ করেছে ঐশ্বর্য।’’
জয়া বচ্চন বলেন, “যখনই তিনি (অমিতাভ বচ্চন) তাকে দেখে, খুশি হয়ে যায়। ঐশ্বরর্যকে তিনি কখনওই পুত্রবধূ হিসেবে দেখেননি। সবসময় নিজের মেয়ের মতো দেখেন। অমিতজি যে মুহূর্তে সে তাঁকে দেখবেন, তাঁর মনে হবে, যেন শ্বেতা বাড়ি ফিরেছে। শ্বেতার শূন্যতা পূরণ করেছে ঐশ্বর্য।’’
advertisement
6/6
সম্প্রতি অভিষেক বিবাহবিচ্ছেদ সম্পর্কিত ইনস্টাগ্রামে একটি পোস্টে লাইক করার পর গুঞ্জনের আগুনে ঘি পড়ে। শোনা যায়, মেয়েকে নিয়ে নাকি ঐশ্বর্য আলাদা থাকেন। কিন্তু পরিবারের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি বলে এই বিষয়ে কেউই স্পষ্ট করে কিছু জানে না।
সম্প্রতি অভিষেক বিবাহবিচ্ছেদ সম্পর্কিত ইনস্টাগ্রামে একটি পোস্টে লাইক করার পর গুঞ্জনের আগুনে ঘি পড়ে। শোনা যায়, মেয়েকে নিয়ে নাকি ঐশ্বর্য আলাদা থাকেন। কিন্তু পরিবারের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি বলে এই বিষয়ে কেউই স্পষ্ট করে কিছু জানে না।
advertisement
advertisement
advertisement