Jawan Shah Rukh Khan: রাজার মতোই ফেরা! বলিউডের সিংহাসন তাঁরই, আবরামকে দেখাতেই পরিশ্রম 'জওয়ান' শাহরুখের

Last Updated:
Jawan Shah Rukh Khan: চার বছরের অপেক্ষা। জরা কাটিয়ে তিনি ফিরলেন। রাজার মতো করেই। বুঝিয়ে দিলেন বলিউডের সিংহাসনে এখনও তাঁরই একাধিপত্য।
1/5
একের পর এক ফ্লপ। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে সব ছবি। তবে কি রাজার সময় ফুরিয়ে এল? অন্য কেউ দখল করবে সিংহাসন? 'ফ্যান', 'হ্যারি মেট সেজল', 'জিরো' হাজার ছবির ভিড়ে যাচ্ছে, তখন শাহরুখ খানকে নিয়ে উঠেছিল এমনই সব প্রশ্ন। কিন্তু বাদশা ছিলেন নিরুত্তর। সন্তর্পণে আগলেছিলেন অন্তরালকে। মাঝে চার বছরের অপেক্ষা। জরা কাটিয়ে তিনি ফিরলেন। রাজার মতো করেই। বুঝিয়ে দিলেন বলিউডের সিংহাসনে এখনও তাঁরই একাধিপত্য। 'পাঠান'-এর হাত ধরে যে লড়াই শুরু হয়েছিল, তারই জয়গাথা গাইল 'জওয়ান'।
একের পর এক ফ্লপ। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে সব ছবি। তবে কি রাজার সময় ফুরিয়ে এল? অন্য কেউ দখল করবে সিংহাসন? 'ফ্যান', 'হ্যারি মেট সেজল', 'জিরো' হাজার ছবির ভিড়ে যাচ্ছে, তখন শাহরুখ খানকে নিয়ে উঠেছিল এমনই সব প্রশ্ন। কিন্তু বাদশা ছিলেন নিরুত্তর। সন্তর্পণে আগলেছিলেন অন্তরালকে। মাঝে চার বছরের অপেক্ষা। জরা কাটিয়ে তিনি ফিরলেন। রাজার মতো করেই। বুঝিয়ে দিলেন বলিউডের সিংহাসনে এখনও তাঁরই একাধিপত্য। 'পাঠান'-এর হাত ধরে যে লড়াই শুরু হয়েছিল, তারই জয়গাথা গাইল 'জওয়ান'।
advertisement
2/5
ফিরতে চাইলেই কি ফেরা যায়? ব্যর্থতার তিরে যখন মুহুর্মুহু বিদ্ধ হয়েছেন শাহরুখ, তাঁকে নিয়ে ভিড় করেছে অগুনতি প্রশ্ন। বছরের পর বছর ধরে তিলে তিলে সাফল্য যেন নিমেষেই তছনছ হয়েছে তাসের ঘরের মতো। তবু তিনি ফিরেছেন। এই প্রত্যাবর্তন শুধু শাহরুখের নয়, তাঁর দুই সন্তান আরিয়ান এবং সুহানারও। 'জওয়ান'-এর সাফল্য সেই কথাই খোলসা করলেন তিনি।
ফিরতে চাইলেই কি ফেরা যায়? ব্যর্থতার তিরে যখন মুহুর্মুহু বিদ্ধ হয়েছেন শাহরুখ, তাঁকে নিয়ে ভিড় করেছে অগুনতি প্রশ্ন। বছরের পর বছর ধরে তিলে তিলে সাফল্য যেন নিমেষেই তছনছ হয়েছে তাসের ঘরের মতো। তবু তিনি ফিরেছেন। এই প্রত্যাবর্তন শুধু শাহরুখের নয়, তাঁর দুই সন্তান আরিয়ান এবং সুহানারও। 'জওয়ান'-এর সাফল্য সেই কথাই খোলসা করলেন তিনি।
advertisement
3/5
তিন বছর পর ফের ক্যামেরার সামনে। নিজের সঙ্গে এক প্রকার লড়াই চলেছিল শাহরুখের। আত্মবিশ্বাসে ভাটা পড়তেই পাশে পেয়েছিলেন দুই সন্তানকে। আরিয়ান এবং সুহানা শাহরুখকে জানান, একজন সুপারস্টারের সন্তান অতীতে শাহরুখের সাফল্য চাক্ষুষ করেছেন তাঁরা। কারণ তখন একের পর এক হিট দিয়েছিলেন অভিনেতা। তাই অনায়াসেই অনুভব করা যেত তাঁর স্টারডম।
তিন বছর পর ফের ক্যামেরার সামনে। নিজের সঙ্গে এক প্রকার লড়াই চলেছিল শাহরুখের। আত্মবিশ্বাসে ভাটা পড়তেই পাশে পেয়েছিলেন দুই সন্তানকে। আরিয়ান এবং সুহানা শাহরুখকে জানান, একজন সুপারস্টারের সন্তান অতীতে শাহরুখের সাফল্য চাক্ষুষ করেছেন তাঁরা। কারণ তখন একের পর এক হিট দিয়েছিলেন অভিনেতা। তাই অনায়াসেই অনুভব করা যেত তাঁর স্টারডম।
advertisement
4/5
শাহরুখের দুই সন্তান তাঁকে এও জানান যে, আবরামের ক্ষেত্রে বিষয়টি সে রকম নয়। সে জানে, তার বাবা তারকা। কিন্তু সেই সাফল্য কখনও চাক্ষুষ করেনি সে। তাঁদের বিশ্বাস, শাহরুখের সেই আকাশছোঁয়া সাফল্য দেখলে আবরাম তাঁকে আরও বেশি ভালবাসবে, শ্রদ্ধা করবে। তাই আগামী পাঁচটি ছবিতে শাহরুখকে পরিশ্রম করতেই হবে, বাবাকে এমনই অনুরোধ করেন আরিয়ান এবং সুহানা।
শাহরুখের দুই সন্তান তাঁকে এও জানান যে, আবরামের ক্ষেত্রে বিষয়টি সে রকম নয়। সে জানে, তার বাবা তারকা। কিন্তু সেই সাফল্য কখনও চাক্ষুষ করেনি সে। তাঁদের বিশ্বাস, শাহরুখের সেই আকাশছোঁয়া সাফল্য দেখলে আবরাম তাঁকে আরও বেশি ভালবাসবে, শ্রদ্ধা করবে। তাই আগামী পাঁচটি ছবিতে শাহরুখকে পরিশ্রম করতেই হবে, বাবাকে এমনই অনুরোধ করেন আরিয়ান এবং সুহানা।
advertisement
5/5
ছেলেমেয়ের সেই কথাই যেন শাহরুখের অনুপ্রেরণার উৎস। বলিউডের সিংহাসন যে এখনও তাঁর, ছোট্ট আবরামে তা বুঝিয়ে দেওয়ার জন্য হয়ত এই জোরালো প্রত্যাবর্তন তাঁর।
ছেলেমেয়ের সেই কথাই যেন শাহরুখের অনুপ্রেরণার উৎস। বলিউডের সিংহাসন যে এখনও তাঁর, ছোট্ট আবরামে তা বুঝিয়ে দেওয়ার জন্য হয়ত এই জোরালো প্রত্যাবর্তন তাঁর।
advertisement
advertisement
advertisement