অর্থাৎ, অভিনয় দক্ষতাও ছিল ভরপুর, শুধুই যৌন আবেনে বলিউডের বাজার মাতাননি জ্যাসমিন। বিনোদ খান্নার বিপরীতে ১৯৭৯ সালে তাঁর প্রথম ছবি 'সরকারি মেহমান' যদিও দর্শকদের মুগ্ধ করতে পারেনি। তবে 'বিরানা' মুক্তির পরে খেলা ঘুরে গেলেও বোর্ড উল্টে দিলেন নায়িকা নিজেই, তাঁকে আর কোনও দিন কোনও ছবিতেই দেখা গেল না।