Janhvi Kapoor: ছিল বিরাট চাহিদা! চুপিচুপি মেসেজ করতেন পরিচালককে, জাহ্নবীর কীর্তি শুনলে আঁতকে উঠবেন

Last Updated:
Janhvi Kapoor: বলিউডে পা রাখার মাত্র পাঁচ বছরের মধ্যে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। কীভাবে সুযোগ পেলেন জাহ্নবী, তা জানলে চমকে যাবেন৷
1/6
২০১৮ সালে 'ধড়ক' ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। অভিনয় নিয়ে সমালোচনার মুখে হামেশাই পড়েন বলি নায়িকা।গতবছরও  'মিলি' ও 'গুডলাক জেরি ছবিতে অভিনয় করেছিলেন জাহ্নবী কাপুর। ছবিতে অভিনয় প্রশংসিত হলেও নিন্দুকরা তার পিছনে পরেই রয়েছেন।
২০১৮ সালে 'ধড়ক' ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। অভিনয় নিয়ে সমালোচনার মুখে হামেশাই পড়েন বলি নায়িকা।গতবছরও 'মিলি' ও 'গুডলাক জেরি ছবিতে অভিনয় করেছিলেন জাহ্নবী কাপুর। ছবিতে অভিনয় প্রশংসিত হলেও নিন্দুকরা তার পিছনে পরেই রয়েছেন।
advertisement
2/6
বলিউডের গন্ডি পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন  জাহ্নবী৷ বলিউডে পা রাখার মাত্র পাঁচ বছরের মধ্যে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। কীভাবে সুযোগ পেলেন জাহ্নবী তা জানলে চমকে যাবেন৷
বলিউডের গন্ডি পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন জাহ্নবী৷ বলিউডে পা রাখার মাত্র পাঁচ বছরের মধ্যে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। কীভাবে সুযোগ পেলেন জাহ্নবী তা জানলে চমকে যাবেন৷
advertisement
3/6
সম্প্রতি এক অনুষ্ঠানে জাহ্নবী বলেন, আমি কদিন আগে আবারও 'আরআরআর' দেখলাম। এবং এনটিআর জুনিয়র-এর অভিনয় দেখে আমি রীতিমতো মুগ্ধ। আমার স্বপ্ন ছিল ওর সঙ্গে কাজ করার। একই ছবিতে ওর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা অত্যন্ত গর্বের ও আনন্দের।
সম্প্রতি এক অনুষ্ঠানে জাহ্নবী বলেন, আমি কদিন আগে আবারও 'আরআরআর' দেখলাম। এবং এনটিআর জুনিয়র-এর অভিনয় দেখে আমি রীতিমতো মুগ্ধ। আমার স্বপ্ন ছিল ওর সঙ্গে কাজ করার। একই ছবিতে ওর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা অত্যন্ত গর্বের ও আনন্দের।
advertisement
4/6
জাহ্নবী আরও জানান, 'এনটিআর ৩০' ছবিতে কাজ করার জন্য রীতিমতো প্রার্থনা করতাম। এমনকী দিন রাত যখনই সময় পেতাম পরিচালক কোরাতালা শিবাকে মেসেজ করতাম। এখন শুধু দিন গুনছি ।
জাহ্নবী আরও জানান, 'এনটিআর ৩০' ছবিতে কাজ করার জন্য রীতিমতো প্রার্থনা করতাম। এমনকী দিন রাত যখনই সময় পেতাম পরিচালক কোরাতালা শিবাকে মেসেজ করতাম। এখন শুধু দিন গুনছি ।
advertisement
5/6
এই প্রথমবার কোনও সর্বভারতীয় ছবিতে দেখা যেতে চলেছে জাহ্নবীকে। 'এনটিআর ৩০' ছবিতে এনটিআর জুনিয়র-এর সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন জাহ্নবী কাপুর।  দক্ষিণের লিডিং হিরোর সঙ্গে পর্দা শেয়ার করে ভীষণ উচ্ছ্বসিত জাহ্নবী।
এই প্রথমবার কোনও সর্বভারতীয় ছবিতে দেখা যেতে চলেছে জাহ্নবীকে। 'এনটিআর ৩০' ছবিতে এনটিআর জুনিয়র-এর সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন জাহ্নবী কাপুর। দক্ষিণের লিডিং হিরোর সঙ্গে পর্দা শেয়ার করে ভীষণ উচ্ছ্বসিত জাহ্নবী।
advertisement
6/6
 শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি আজ প্রতিষ্ঠিত। নেটদুনিয়ার হট সেনসেশন জাহ্নবীকে প্রথমবার দক্ষিণী ছবিতে দেখা যেতে চলেছে । যার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন ভক্তরা। ছবির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি আজ প্রতিষ্ঠিত। নেটদুনিয়ার হট সেনসেশন জাহ্নবীকে প্রথমবার দক্ষিণী ছবিতে দেখা যেতে চলেছে । যার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন ভক্তরা। ছবির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
advertisement
advertisement
advertisement