The Big Picture: রণবীর সিংকে নিয়ে টানাটানি শুরু সারা ও জাহ্নবীর ! ব্যাপারটা কি?

Last Updated:
Janhvi Kapoor, Sara Ali Khan Poses With Ranveer Singh: শোতে গিয়ে এসব কি শুরু করলেন সারা আলি খান ও জাহ্নবী কাপুর ! রণবীর সিংই বা কি করছেন সেখানে...
1/7
সারা আলি খান ও জাহ্নবী কাপুর। বলিউডের জনপ্রিয় নায়িকা তো বটেই। সেই সঙ্গে একজন নবাব পরিবারের মেয়ে, আর একজন শ্রীদেবী কন্যা। প্রথম ছবি থেকেই দুই নায়িকা মন জয় করেছেন দর্শকের।
সারা আলি খান ও জাহ্নবী কাপুর। বলিউডের জনপ্রিয় নায়িকা তো বটেই। সেই সঙ্গে একজন নবাব পরিবারের মেয়ে, আর একজন শ্রীদেবী কন্যা। প্রথম ছবি থেকেই দুই নায়িকা মন জয় করেছেন দর্শকের।
advertisement
2/7
তবে শুধু সারা ও জাহ্নবী নয় দেখা গেল রণবীর সিংকেও।
তবে শুধু সারা ও জাহ্নবী নয় দেখা গেল রণবীর সিংকেও।
advertisement
3/7
সম্প্রতি রণবীর টেলিভিশনে ডেবিউ করেছেন। The Big Picture নামের একটি কুইজ শো সঞ্চালনা করছেন তিনি।
সম্প্রতি রণবীর টেলিভিশনে ডেবিউ করেছেন। The Big Picture নামের একটি কুইজ শো সঞ্চালনা করছেন তিনি।
advertisement
4/7
সেই শোতেই দেখা গেল সারা আলি খান ও জাহ্নবী কাপুরকে। সারা ও জাহ্নবী বাস্তব জীবনেও খুব ভালো বন্ধু। এক সঙ্গে জিম থেকে পার্টি সব করেন তাঁরা।
সেই শোতেই দেখা গেল সারা আলি খান ও জাহ্নবী কাপুরকে। সারা ও জাহ্নবী বাস্তব জীবনেও খুব ভালো বন্ধু। এক সঙ্গে জিম থেকে পার্টি সব করেন তাঁরা।
advertisement
5/7
দু'জনেই হট পোশাকে গেলেন শোতে। রণবীরকে পছন্দ দুই বন্ধুরই। তবে কুইজ ছাড়াও অন্য কোনও বিষয় রয়েছে।
দু'জনেই হট পোশাকে গেলেন শোতে। রণবীরকে পছন্দ দুই বন্ধুরই। তবে কুইজ ছাড়াও অন্য কোনও বিষয় রয়েছে।
advertisement
6/7
সারা আলি খান ইতিমধ্যেই রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করে মন জয় করেছেন মানুষের। সারার হাতেও রয়েছে বেশ কিছু ছবির কাজ।
সারা আলি খান ইতিমধ্যেই রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করে মন জয় করেছেন মানুষের। সারার হাতেও রয়েছে বেশ কিছু ছবির কাজ।
advertisement
7/7
তবে জাহ্নবী এখনও রণবীরের সঙ্গে পর্দায় কাজ করেননি। কিন্তু কুইজ শোতে জাহ্নবী ও রণবীরকে দেখে, ফ্যানেরা আর্জি জানিয়েছেন দু'জনকে এক সঙ্গে পর্দায় দেখার। তবে সে তো সময় বলবে। আপাতত জাহ্নবীও বলিউডের ব্যস্ততম নায়িকাদের একজন।
তবে জাহ্নবী এখনও রণবীরের সঙ্গে পর্দায় কাজ করেননি। কিন্তু কুইজ শোতে জাহ্নবী ও রণবীরকে দেখে, ফ্যানেরা আর্জি জানিয়েছেন দু'জনকে এক সঙ্গে পর্দায় দেখার। তবে সে তো সময় বলবে। আপাতত জাহ্নবীও বলিউডের ব্যস্ততম নায়িকাদের একজন।
advertisement
advertisement
advertisement