Zahan Kapoor: NETFLIX সিরিজ 'ব্ল্যাক ওয়ারেন্ট'-এ তাক লাগিয়েছেন জাহান কাপুর, অভিনেতার দাদুর নাম জানলে চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Jahan Kapoor:লাইমলাইট নেটফ্লিক্সের নতুন সিরিজ, পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির 'ব্ল্যাক ওয়ারেন্ট'! এই সিরিজের হাত ধরেই তাক লাগালেন জাহান কাপুর। তিহাড় জেলের এএসপি সুনীল কুমার গুপ্তের ভূমিকায় জাহান কাপুরের অভিনয় ইতিমধ্যেই সাড়া ফেলেছে! জানেন, কে এই জাহান কাপুর? পড়ুন
advertisement
advertisement
যদিও জাহানের আক্ষেপ, তিনি কাপুর পরিবারের সদস্য হয়েও রণবীর কাপুর বা করিনা কাপুরের মতো স্টারডম পাননি। তাঁর কথায়, '' আমার বাবা একজন অ্যাড-ফিল্মমেকার। যখন তিনি কাজ শুরু করেন, আর্থিক দিক থেকে আমরা খুব একটা সচ্ছল ছিলাম না। বাবা শশী কাপুরের ছেলে বলে আলাদা কোনও সুবিধা পাননি এবং নেননি। স্বাধীন ভাবে একার লড়াই লড়েছেন। আমিও আশা করি, নিজের লড়াই নিজেই লড়তে পারব।''
advertisement
advertisement
advertisement