ছ'মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে দিয়েছিলেন কুমার শানু ! ক্ষোভ উগরে দিলেন ছেলে জান কুমার !

Last Updated:
বাবার ভালোবাসা কোনও দিনই পাননি জান কুমার। তাঁর মা ছোট থেকে কষ্ট করে বড় করেছেন তাঁকে।
1/5
বিগবস ১৪-য় অংশ নিয়েছেন কুমার শানুর ছেলে জান কুমার শানু। বিগবসে ধীরে ধীরে বাকিদের সঙ্গে ভাব জমাচ্ছেন তিনি। photo source collected
বিগবস ১৪-য় অংশ নিয়েছেন কুমার শানুর ছেলে জান কুমার শানু। বিগবসে ধীরে ধীরে বাকিদের সঙ্গে ভাব জমাচ্ছেন তিনি। photo source collected
advertisement
2/5
গায়ক কুমার শানুর ছেলে এবারের বিগবসের বিশেষ আকর্ষণ। তবে এই শোতে গিয়ে কুমার শানুকে নিয়ে অভিযোগ করলেন জান কুমার শানু। photo source collected
গায়ক কুমার শানুর ছেলে এবারের বিগবসের বিশেষ আকর্ষণ। তবে এই শোতে গিয়ে কুমার শানুকে নিয়ে অভিযোগ করলেন জান কুমার শানু। photo source collected
advertisement
3/5
তিনি জানিয়েছেন, বাবার ভালোবাসা কোনও দিনই পাননি জান কুমার। তাঁর মা ছোট থেকে কষ্ট করে বড় করেছেন তাঁকে। photo source collected
তিনি জানিয়েছেন, বাবার ভালোবাসা কোনও দিনই পাননি জান কুমার। তাঁর মা ছোট থেকে কষ্ট করে বড় করেছেন তাঁকে। photo source collected
advertisement
4/5
জান কুমার জানিয়েছেন, তাঁর জন্মের আগেই কুমার শানু তাঁর মাকে ছেড়ে দিয়েছিলেন। সে সময় ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাঁর মা। সে সময় প্রথম স্ত্রী রীতা অর্থাৎ জান কুমারের মাকে ডিভোর্স দেন কুমার শানু।  photo source collected
জান কুমার জানিয়েছেন, তাঁর জন্মের আগেই কুমার শানু তাঁর মাকে ছেড়ে দিয়েছিলেন। সে সময় ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাঁর মা। সে সময় প্রথম স্ত্রী রীতা অর্থাৎ জান কুমারের মাকে ডিভোর্স দেন কুমার শানু। photo source collected
advertisement
5/5
এর পর কুমার শানু দ্বিতীয় বিয়ে করেন সালোনি ভট্টাচার্যকে। এবং তাঁদের দুটি কন্যা সন্তানও আছে। জান ছাড়াও শানু ও রীতার আরও দুটি ছেলে আছে। তারা জানের থেকে বড়। তবে জানের জন্মের পরও কোনও দিন বাবার ভালোবাসা পাননি তিনি। তাঁর কাছে বাবা এবং মা দুটোই ছিলেন তাঁর মা। বিগবসের ঘরে এতদিন থাকতে হবে জান কুমারকে। এই সময় মা একা থাকবেন। তাই খুব চিন্তায় আছেন তিনি। photo source collected
এর পর কুমার শানু দ্বিতীয় বিয়ে করেন সালোনি ভট্টাচার্যকে। এবং তাঁদের দুটি কন্যা সন্তানও আছে। জান ছাড়াও শানু ও রীতার আরও দুটি ছেলে আছে। তারা জানের থেকে বড়। তবে জানের জন্মের পরও কোনও দিন বাবার ভালোবাসা পাননি তিনি। তাঁর কাছে বাবা এবং মা দুটোই ছিলেন তাঁর মা। বিগবসের ঘরে এতদিন থাকতে হবে জান কুমারকে। এই সময় মা একা থাকবেন। তাই খুব চিন্তায় আছেন তিনি। photo source collected
advertisement
advertisement
advertisement