এর পর কুমার শানু দ্বিতীয় বিয়ে করেন সালোনি ভট্টাচার্যকে। এবং তাঁদের দুটি কন্যা সন্তানও আছে। জান ছাড়াও শানু ও রীতার আরও দুটি ছেলে আছে। তারা জানের থেকে বড়। তবে জানের জন্মের পরও কোনও দিন বাবার ভালোবাসা পাননি তিনি। তাঁর কাছে বাবা এবং মা দুটোই ছিলেন তাঁর মা। বিগবসের ঘরে এতদিন থাকতে হবে জান কুমারকে। এই সময় মা একা থাকবেন। তাই খুব চিন্তায় আছেন তিনি। photo source collected