শ্যুটিঙের মাঝে খণ্ড অবসর ৷ মেকআপ রুমে বসে লাইভে এলেন ইশা সাহা ৷ সামাজিক মাধ্যমের বন্ধুদের সঙ্গে ভাগ করে নিলেন পছন্দ ৷ ইশা এখন কলকাতার বাইরে ৷ শ্যুটিং সেরে ফিরবেন কলকাতায় ৷ নেটিজেনের প্রশ্নের উত্তরে জানালেন গোটা উত্তর কলকাতাই তাঁর খুব প্রিয় ৷ শ্যুটিং করছেন ৷ কিন্তু তিনি তো একদম মেকআপ হীন ৷ নায়িকা জানালেন, এটাকে বলে ‘নো মেক আপ লুক’৷ শ্যুটিং-এর প্রয়োজনেই মাথায় লাগানো কার্লার ৷ জানাতে ভুললেন না সে কথাও ৷ কড়া কোভিডবিধি মেনে কাজ চললেও প্রিয় খাবারের প্রসঙ্গে একটু না ভেবে বললেন, ‘বিরিয়ানি’৷ অরিন্দম শীলের পরিচালনায় মহাশ্বেতা দেবীর জীবনের উপর ছবি ‘মহানন্দা’-র কাজ চলছে ৷ এর পর কী প্রজেক্ট? সে রহস্য অবশ্য ভাঙলেন না ইশা ৷ শ্যুটিঙের জন্যই দেখতে পারছেন না ইউরো টুর্নামেন্ট ৷ তবে প্রতি ম্যাচের স্কোরের খবর রাখছেন নিয়মিত ৷ বাংলাদেশের নেটিজেনদেরও ধন্যবাদ ও শুভেচ্ছা জানান ইশা ৷ জয়া আহসান-সহ ওপার বাংলার অনেকেই তাঁর প্রিয় কুশীলব, জানালেন তিনি ৷ অভিনয় জগতে প্রিয় নায়ক কে? সেই প্রশ্নে কারও একজনের নাম নিলেন না তিনি ৷ জানালেন, অনেকেই আছেন সেই তালিকায় ৷ লাইভ-এর মধ্যেই হাজির খাবার ৷ তার পর আসবে শটের সময়ও ৷ তাই ইচ্ছে না থাকলেও শেষ করতে হল ক্ষণিকের আড্ডা ৷ কথা দিলেন, আবার আসবেন আড্ডায় ৷ বিনা নোটিসেই ৷ বিদায় নেওয়ার আগে নেটিজনদের বার বার অনুরোধ করলেন নিয়মিত মাস্ক পরার জন্য ৷