Entertainment Gossip: বিয়ের গুঞ্জন তুঙ্গে, ২৯শে জানুয়ারি 'নতুন শুরু'? বড় খবর শোনালেন কাঞ্চন-বান্ধবী

Last Updated:
Entertainment Gossip: তাঁদের সম্পর্ক নিয়ে এমনিতেই জল্পনার শেষ নেই। এখন আবার আর এক নতুন খবর...
1/5
কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ীর সম্পর্ক নিয়ে এক সময়ে কম জলঘোলা হয়নি। কিছু আগেই তাঁর সঙ্গে একটি ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ীর সম্পর্ক নিয়ে এক সময়ে কম জলঘোলা হয়নি। কিছু আগেই তাঁর সঙ্গে একটি ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
advertisement
2/5
শ্রীময়ী চট্টরাজ। নিশ্চয় চিনতে পারছেন টলিউডের এই নায়িকাকে! টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল 'কৃষ্ণকলি' অনেকেই দেখেছেন। এই ধারাবাহিকের টিআরপি-ও বেশ ভালো ছিল। এই ধারাবাহিকে শ্যামার চরিত্রে অভিনয় করেছিলেন তিয়াশা। শ্যামাকে নানা ভাবে বিপদে ফেলার জন্য সব সময় তৈরি থাকত রাধা-রানি। এই রাধা-রানির চরিত্রেই অভিনয় করেছিলেন শ্রীময়ী। এই ধারাবহিক থেকেই জনপ্রিয়তা পান শ্রীময়ী।
শ্রীময়ী চট্টরাজ। নিশ্চয় চিনতে পারছেন টলিউডের এই নায়িকাকে! টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল 'কৃষ্ণকলি' অনেকেই দেখেছেন। এই ধারাবাহিকের টিআরপি-ও বেশ ভালো ছিল। এই ধারাবাহিকে শ্যামার চরিত্রে অভিনয় করেছিলেন তিয়াশা। শ্যামাকে নানা ভাবে বিপদে ফেলার জন্য সব সময় তৈরি থাকত রাধা-রানি। এই রাধা-রানির চরিত্রেই অভিনয় করেছিলেন শ্রীময়ী। এই ধারাবহিক থেকেই জনপ্রিয়তা পান শ্রীময়ী।
advertisement
3/5
যদিও সে সময় শ্রীময়ী বলেছিলেন, কাঞ্চন তাঁর দাদার মতো। ২৭ বছরের বড়। কাঞ্চনের সঙ্গে প্রেমের প্রশ্ন ওঠেই না। তবে পরে বহুবার বহু রোমান্টিক মুহূর্তে দেখা গিয়েছে যুগলকে।
যদিও সে সময় শ্রীময়ী বলেছিলেন, কাঞ্চন তাঁর দাদার মতো। ২৭ বছরের বড়। কাঞ্চনের সঙ্গে প্রেমের প্রশ্ন ওঠেই না। তবে পরে বহুবার বহু রোমান্টিক মুহূর্তে দেখা গিয়েছে যুগলকে।
advertisement
4/5
আবার ছোটপর্দায় ফিরছেন শ্রীময়ী। সান বাংলায়  ‘আকাশ-কুসুম'-এ দেখা যাবে শ্রীময়ীকে। এই মেগায় লিড রোলে থাকছেন কথা চক্রবর্তী এবং ম্রাট মুখোপাধ্যায়। সেই নতুন শুরুর কথাই ঘোষণা করলেন শ্রীময়ী। যা দেখে অনেকেই ভেবেছেন তিনি হয়তো কাঞ্চনকে বিয়ে করছেন। তবে এমনটা কিন্তু একেবারেই না।
আবার ছোটপর্দায় ফিরছেন শ্রীময়ী। সান বাংলায় ‘আকাশ-কুসুম'-এ দেখা যাবে শ্রীময়ীকে। এই মেগায় লিড রোলে থাকছেন কথা চক্রবর্তী এবং ম্রাট মুখোপাধ্যায়। সেই নতুন শুরুর কথাই ঘোষণা করলেন শ্রীময়ী। যা দেখে অনেকেই ভেবেছেন তিনি হয়তো কাঞ্চনকে বিয়ে করছেন। তবে এমনটা কিন্তু একেবারেই না।
advertisement
5/5
প্রথম থেকেই কাঞ্চনের স্ত্রী পিঙ্কিকে এ বিষয়ে সরব হতে দেখা গিয়েছে। এখন এসব কথায় খুব একটা কান দেন না তিনি। তবে এও ঠিক কাঞ্চন-পিঙ্কির আইনি বিচ্ছেদ হয়নি। ফলে শ্রীময়ীর সঙ্গে বিয়েও এই মুহূর্তে সম্ভব না।
প্রথম থেকেই কাঞ্চনের স্ত্রী পিঙ্কিকে এ বিষয়ে সরব হতে দেখা গিয়েছে। এখন এসব কথায় খুব একটা কান দেন না তিনি। তবে এও ঠিক কাঞ্চন-পিঙ্কির আইনি বিচ্ছেদ হয়নি। ফলে শ্রীময়ীর সঙ্গে বিয়েও এই মুহূর্তে সম্ভব না।
advertisement
advertisement
advertisement