Jeetu Kamal Wedding: তোলপাড় করা খবর! নবনীতাকে ভুলে ফের বিয়ের পিঁড়িতে জিতু? নিজেই জানালেন 'তারিখ'... 'পাত্রী' কে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Jeetu Kamal Wedding: জিতু লিখেছেন, '...গত উইকেন্ডে আমরা আমাদের কাছের বন্ধুদের নেমন্তন্ন করেছি এবং আগামী ২৫ মার্চ আমাদের এনগেজমেন্ট। হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে ঘটনাটা ঘটে গেল। তবে...'
ব্যক্তিগত জীবনের কারণে প্রায় এখন শিরোনামে উঠে আসছেন জিতু কমল। তাঁর সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া যেন থামতে চাইছে না।
advertisement
তবে বিচ্ছেদ আঁকড়ে বসে নেই কেউই। দুজনেই নিজের নিজের জীবনে এগিয়ে গিয়েছেন। একে অপরের প্রতি তিক্ততাও নেই। সম্প্রতি মুক্তি পেয়েছে 'মানুষ'। জিতের সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিতু। পেশাগত ক্ষেত্রে প্রাক্তনের অগ্রগতিতে খুশি নবনীতা।দুজনের হাতেই রয়েছে একাধিক কাজ।
advertisement
তবে এবার তিনি শিরোনামে আলাদা এক কারণে। বিয়ে করতে চলেছেন জিতু কমল। ২৫ মার্চ বাগদান পর্ব সারবেন। নিমন্ত্রণপত্রও পৌঁছে গিয়েছে পরিজনদের কাছে।
advertisement
এতদিন গুঞ্জন ছিল জিতুর সঙ্গে সংসার ভাঙার পরেই নতুন প্রেমে জড়িয়েছেন নবনীতা। স্নেহাল অধিকারী নামে এক যুবকই নাকি তাঁর বর্তমান প্রেমিক। তবে এই বিষয়ে কোনও কথা বলেননি নবনীতা। এবার জিতুর বিয়ের খবর শুনে রীতিমতো তোলপাড় নেটপাড়া।
advertisement
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন জিতু কমল। যা দেখা মাত্রই রীতিমতো হৈচৈ। জিতু লেখেন, 'যেহেতু বেশ কিছুদিন ধরেই অনেকে আমায় প্রশ্ন করছেন, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। সবার আগে বলি, আমি আমার সম্পর্ক গোপন করছি না। আমি মনে করি না, এই ব্যাপারে কারও মাথা ব্যথা থাকা উচিত এবং আমার সঙ্গীর সুরক্ষা নিয়েও আমায় ভাবতে হবে, তাই কিছুটা গোপনীয়তা রাখতে চাই। '
advertisement
গত সপ্তাহান্তে আমরা কাছের বন্ধুদের নিমন্ত্রণ করেছি এবং ২৫ মার্চ আমাদের বাগদান। হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেল।' তারপরেই সবটা পরিষ্কার করেছেন তিনি। লিখেছেন, 'এই পোস্টটি আমি একজনের থেকে চুরি করেছি কারণ আমি খুব বোর হচ্ছিলাম।'
advertisement
তবে সম্প্রতি নবনীতার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ যেখানে তাঁকে শাঁখা, সিঁদুর, লাল শাড়িতে দেখা যাচ্ছে৷
advertisement
গত জুন মাসে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন নবনীতা দাস। ১০ বছরের বড় স্বামী জিতু কমলের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন। টলিউডের তারকা দম্পতির বিচ্ছেদে মন খারাপ ছিল ভক্তদের।
advertisement
