সত্যিই কি সংসার ভাঙছে শ্রাবন্তীর? স্বামী রোশন যা বললেন...

Last Updated:
শ্রাবন্তীর জীবনে ফের ঝড় ৷ ফের ভাঙনের ইঙ্গিত শ্রাবন্তীর সংসারে ৷ স্বামী রোশন সিং, তাঁর মন্তব্যে যা বলেছেন, তা থেকে গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়েছে টলিপাড়ায় ৷
1/4
শ্রাবন্তীর জীবনে ফের ঝড় ৷ ফের ভাঙনের ইঙ্গিত শ্রাবন্তীর সংসারে ৷ স্বামী রোশন সিং, তাঁর মন্তব্যে যা বলেছেন, তা থেকে গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়েছে টলিপাড়ায় ৷ নেটিজেনরা ফের শ্রাবন্তীকে একহাত নিতে শুরু করেছেন ৷ ঘটনাটি ঠিক কী? সত্যিই কী সংসার ভাঙছে তাঁর? নাকি সাময়িক কোনও অভিমান?
শ্রাবন্তীর জীবনে ফের ঝড় ৷ ফের ভাঙনের ইঙ্গিত শ্রাবন্তীর সংসারে ৷ স্বামী রোশন সিং, তাঁর মন্তব্যে যা বলেছেন, তা থেকে গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়েছে টলিপাড়ায় ৷ নেটিজেনরা ফের শ্রাবন্তীকে একহাত নিতে শুরু করেছেন ৷ ঘটনাটি ঠিক কী? সত্যিই কী সংসার ভাঙছে তাঁর? নাকি সাময়িক কোনও অভিমান?
advertisement
2/4
 শ্রাবন্তীর স্বামী রোশন জানিয়েছেন, ‘দশমীর প্রায় ১০ দিন আগে থেকেই আমি আর শ্রাবন্তী আলাদা থাকছি ৷’ তবে এই আলাদা থাকার কারণ স্পষ্টভাবে জানাননি রোশন ৷ শুধু জানিয়েছেন, গোটা পুজোটাই তাঁর থেকে আলাদা ছিলেন শ্রাবন্তী ৷ সদ্য এক বছরে পা দিয়েছে শ্রাবন্তী ও রোশনের বিয়ে৷ বড় করে বিবাহবার্ষিকী করার প্ল্যানও ছিল তাঁদের ৷ তবে করোনার কারণে, তা স্থগিত হয়ে যায় ৷ তবে শ্রাবন্তী ও রোশনের জন্মদিনে একই দিনে হওয়ায় জন্মদিনটা বড় করেই সেলিব্রেট করেন তাঁরা ৷ এমনকী, কিছুদিন আগে রোশনের নতুন জিমের উদ্বোধনেও শ্রাবন্তী হাজির ছিলেন ৷ তাহলে হঠাৎ এমন কী হলো, যার জন্য এরকম আলাদা থাকার সিদ্ধান্ত?
শ্রাবন্তীর স্বামী রোশন জানিয়েছেন, ‘দশমীর প্রায় ১০ দিন আগে থেকেই আমি আর শ্রাবন্তী আলাদা থাকছি ৷’ তবে এই আলাদা থাকার কারণ স্পষ্টভাবে জানাননি রোশন ৷ শুধু জানিয়েছেন, গোটা পুজোটাই তাঁর থেকে আলাদা ছিলেন শ্রাবন্তী ৷ সদ্য এক বছরে পা দিয়েছে শ্রাবন্তী ও রোশনের বিয়ে৷ বড় করে বিবাহবার্ষিকী করার প্ল্যানও ছিল তাঁদের ৷ তবে করোনার কারণে, তা স্থগিত হয়ে যায় ৷ তবে শ্রাবন্তী ও রোশনের জন্মদিনে একই দিনে হওয়ায় জন্মদিনটা বড় করেই সেলিব্রেট করেন তাঁরা ৷ এমনকী, কিছুদিন আগে রোশনের নতুন জিমের উদ্বোধনেও শ্রাবন্তী হাজির ছিলেন ৷ তাহলে হঠাৎ এমন কী হলো, যার জন্য এরকম আলাদা থাকার সিদ্ধান্ত?
advertisement
3/4
এমনকী, দশমীতে শ্রাবন্তী তাঁদের আবাসনের জমজমাট সিঁদুরখেলাতেও অংশ নেননি ৷ আর তা নিয়ে প্রশ্ন করতেই রোশন, আলাদা থাকার কথাটি বলেন ৷ তবে ঠিক কী কারণে শ্রাবন্তীর আলাদা থাকার সিদ্ধান্ত তা স্পষ্ট নয় ৷ শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করা হলে, শ্রাবন্তীর তরফ থেকে সেভাবে কোনও উত্তর পাওয়া যায়নি ৷ এই খবর রটতেই শ্রাবন্তীর ইনস্টাগ্রামে উঁকি দেওয়া ৷ সেখানেও রোশনের সঙ্গে তাঁর সব ছবি গায়েব !
এমনকী, দশমীতে শ্রাবন্তী তাঁদের আবাসনের জমজমাট সিঁদুরখেলাতেও অংশ নেননি ৷ আর তা নিয়ে প্রশ্ন করতেই রোশন, আলাদা থাকার কথাটি বলেন ৷ তবে ঠিক কী কারণে শ্রাবন্তীর আলাদা থাকার সিদ্ধান্ত তা স্পষ্ট নয় ৷ শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করা হলে, শ্রাবন্তীর তরফ থেকে সেভাবে কোনও উত্তর পাওয়া যায়নি ৷ এই খবর রটতেই শ্রাবন্তীর ইনস্টাগ্রামে উঁকি দেওয়া ৷ সেখানেও রোশনের সঙ্গে তাঁর সব ছবি গায়েব !
advertisement
4/4
এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী ৷ রাজীব ও শ্রাবন্তীর এক ছেলেও রয়েছে ৷ সেই সম্পর্কও বেশিদিন টেকেনি৷ তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী ৷ বিয়েও করেন ৷ সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায়৷ কৃষ্ণবিরাজকে ডিভোর্স দেন ৷ আর তারপর রোশন সিংয়ের সঙ্গে আলাপ, প্রেম ও জমজমাট বিয়ের অনুষ্ঠান ৷ ভালোই চলছিল সব ৷ তবে হঠাৎ এমন কী ঘটল, যাতে সংসারের দেওয়ালে চিড় ? জল্পনা জমছে টলিপাড়ায় ৷
এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী ৷ রাজীব ও শ্রাবন্তীর এক ছেলেও রয়েছে ৷ সেই সম্পর্কও বেশিদিন টেকেনি৷ তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী ৷ বিয়েও করেন ৷ সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায়৷ কৃষ্ণবিরাজকে ডিভোর্স দেন ৷ আর তারপর রোশন সিংয়ের সঙ্গে আলাপ, প্রেম ও জমজমাট বিয়ের অনুষ্ঠান ৷ ভালোই চলছিল সব ৷ তবে হঠাৎ এমন কী ঘটল, যাতে সংসারের দেওয়ালে চিড় ? জল্পনা জমছে টলিপাড়ায় ৷
advertisement
advertisement
advertisement