অভিনেতা ইরফান খান যে প্রয়াত, এমনটাই এখনও বিশ্বাসই হয় না সিনেপ্রেমীদের। নিজের অভিনয়ের দক্ষতা এবং সহজাত ক্ষমতায় দর্শকদের উপর চিরকেলে প্রভাব ফেলেছেন ইরফান। সমস্ত কঠিন চরিত্রকে অবলীলায় নিজের মতো সাজিয়ে নিতেন ইরফান। শুধু বলিউড নয়, ইরফান হলিউডের দর্শকদেরও তাক লাগিয়েছেন। কিংবদন্তী অভিনেতা ইরফান খানের মৃত্যুবার্ষিকীতে রইল তাঁর অভিনীত হলিউড সিনেমার ঝলক।
ওয়ারিয়র
এই সিনেমার মধ্যে দিয়েই হলিউডে ইরফানের অভিষেক। লাফকাদিয়া নামে একজনের চরিত্রে অভিনয় করেন ইরফান। যিনি স্থানীয় ওয়ারলর্ডের হয়ে কাজ করেন এবং পরে সিদ্ধান্ত নেন সব ছেড়ে হিমালয়ে নিজের গ্রামে ফিরে যাবেন। ওয়ারলর্ড ইরফানকে মরতে চান। হিমালয়ে যাত্রা করার সময় লাফকাডিয়াকে হত্যা করার জন্য একজন তরুণ খুনিকে নিয়োগ করা হয়।
পাজল
মার্ক টার্টলটাব পরিচালিত এই সিনেমাটি আর্জেন্টিনার সিনেমা রোমপেকাবেজাসের রিমেক। গতানুগতিক জীবনে বিরক্ত হয়ে যাওয়া এক স্ত্রী অ্যাগনেসের গল্প এটি, যিনি রোজের বিরক্তিকর জীবনধারা থেকে মুক্তি পেতে ধাঁধা সমাধানের প্রেমে পড়েন। ইরফান খান এই চলচ্চিত্রে একজন ধনী উদ্ভাবক রবার্টের চরিত্রে অভিনয় করেন যিনি অ্যাগনেসকে ধাঁধা সমাধানের জন্য তাঁর সঙ্গী করেন।