Irrfan Khan Death Anniversary: ২ বছর হল ইরফান নেই! মৃত্যুবার্ষিকীতে ছবিতে ফিরে দেখা ইরফান খানের হলিউড সফর

Last Updated:
Irrfan Khan Hollywood Movie List: ওয়ারিয়র সিনেমার মধ্যে দিয়েই হলিউডে ইরফানের অভিষেক। লাফকাদিয়া নামে একজনের চরিত্রে অভিনয় করেন ইরফান।
1/11
অভিনেতা ইরফান খান যে প্রয়াত, এমনটাই এখনও বিশ্বাসই হয় না সিনেপ্রেমীদের। নিজের অভিনয়ের দক্ষতা এবং সহজাত ক্ষমতায় দর্শকদের উপর চিরকেলে প্রভাব ফেলেছেন ইরফান। সমস্ত কঠিন চরিত্রকে অবলীলায় নিজের মতো সাজিয়ে নিতেন ইরফান। শুধু বলিউড নয়, ইরফান হলিউডের দর্শকদেরও তাক লাগিয়েছেন। কিংবদন্তী অভিনেতা ইরফান খানের মৃত্যুবার্ষিকীতে রইল তাঁর অভিনীত হলিউড সিনেমার ঝলক।
অভিনেতা ইরফান খান যে প্রয়াত, এমনটাই এখনও বিশ্বাসই হয় না সিনেপ্রেমীদের। নিজের অভিনয়ের দক্ষতা এবং সহজাত ক্ষমতায় দর্শকদের উপর চিরকেলে প্রভাব ফেলেছেন ইরফান। সমস্ত কঠিন চরিত্রকে অবলীলায় নিজের মতো সাজিয়ে নিতেন ইরফান। শুধু বলিউড নয়, ইরফান হলিউডের দর্শকদেরও তাক লাগিয়েছেন। কিংবদন্তী অভিনেতা ইরফান খানের মৃত্যুবার্ষিকীতে রইল তাঁর অভিনীত হলিউড সিনেমার ঝলক।
advertisement
2/11
দ্য নেমসেক মীরা নায়ার পরিচালিত এই সিনেমাটি ঝুম্পা লাহিড়ীর লেখা একই নামের উপন্যাসের একটি রূপান্তর। সিনেমাটিতে বাবা-ছেলের সম্পর্ক এবং তাদের মধ্যকার জটিলতাকেই তুলে ধরা হয়েছে। মৃত্যুর পরে বাবার জীবনকে উপলব্ধি করে পুত্র।
দ্য নেমসেক মীরা নায়ার পরিচালিত এই সিনেমাটি ঝুম্পা লাহিড়ীর লেখা একই নামের উপন্যাসের একটি রূপান্তর। সিনেমাটিতে বাবা-ছেলের সম্পর্ক এবং তাদের মধ্যকার জটিলতাকেই তুলে ধরা হয়েছে। মৃত্যুর পরে বাবার জীবনকে উপলব্ধি করে পুত্র।
advertisement
3/11
লাইফ অফ পাই ইরফান খান এই সিনেমাতে নায়ক পাই প্যাটেলের বড় বয়সের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি একজন ঔপন্যাসিককে তাঁর গল্প বলেন, কীভাবে তিনি বাঘের সঙ্গে বেশ কয়েকদিন ধরে সমুদ্রের মাঝখানে আটকা পড়েছিলেন এবং বাঘের সঙ্গে তাঁর সম্পর্ক। বাঘটি বাস্তব নাকি কল্পনা সেই দোলাচলেই শেষ হয় সিনেমা।
লাইফ অফ পাই ইরফান খান এই সিনেমাতে নায়ক পাই প্যাটেলের বড় বয়সের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি একজন ঔপন্যাসিককে তাঁর গল্প বলেন, কীভাবে তিনি বাঘের সঙ্গে বেশ কয়েকদিন ধরে সমুদ্রের মাঝখানে আটকা পড়েছিলেন এবং বাঘের সঙ্গে তাঁর সম্পর্ক। বাঘটি বাস্তব নাকি কল্পনা সেই দোলাচলেই শেষ হয় সিনেমা।
advertisement
4/11
স্লামডগ মিলেনেয়ার ড্যানি বয়েল পরিচালিত এই সিনেমায় নায়ক একটি গেম শোতে অনেকগুলি সঠিক উত্তর স্রেফ অনুমান করে দিয়ে বিশাল টাকা জেতেন, তাঁকেই জিজ্ঞাসাবাদ করেন ইরফান। নায়কের সঠিক উত্তরের পিছনের গল্পগুলিকে খুঁড়ে আনেন ইরফান।
স্লামডগ মিলেনেয়ার ড্যানি বয়েল পরিচালিত এই সিনেমায় নায়ক একটি গেম শোতে অনেকগুলি সঠিক উত্তর স্রেফ অনুমান করে দিয়ে বিশাল টাকা জেতেন, তাঁকেই জিজ্ঞাসাবাদ করেন ইরফান। নায়কের সঠিক উত্তরের পিছনের গল্পগুলিকে খুঁড়ে আনেন ইরফান।
advertisement
5/11
নিউ ইয়র্ক, আই লাভ ইউ একাধিক পরিচালকের এই সিনেমার একাধিক গল্প। ইরফান খান মীরা নায়ার পরিচালিত একটি গল্পে একজন হিরে ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর কর্মচারী নাতালি পোর্টম্যানের সঙ্গে তাঁর প্রেমের গল্প এটি।
নিউ ইয়র্ক, আই লাভ ইউ একাধিক পরিচালকের এই সিনেমার একাধিক গল্প। ইরফান খান মীরা নায়ার পরিচালিত একটি গল্পে একজন হিরে ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর কর্মচারী নাতালি পোর্টম্যানের সঙ্গে তাঁর প্রেমের গল্প এটি।
advertisement
6/11
ওয়ারিয়র এই সিনেমার মধ্যে দিয়েই হলিউডে ইরফানের অভিষেক। লাফকাদিয়া নামে একজনের চরিত্রে অভিনয় করেন ইরফান। যিনি স্থানীয় ওয়ারলর্ডের হয়ে কাজ করেন এবং পরে সিদ্ধান্ত নেন সব ছেড়ে হিমালয়ে নিজের গ্রামে ফিরে যাবেন। ওয়ারলর্ড ইরফানকে মরতে চান। হিমালয়ে যাত্রা করার সময় লাফকাডিয়াকে হত্যা করার জন্য একজন তরুণ খুনিকে নিয়োগ করা হয়।
ওয়ারিয়র এই সিনেমার মধ্যে দিয়েই হলিউডে ইরফানের অভিষেক। লাফকাদিয়া নামে একজনের চরিত্রে অভিনয় করেন ইরফান। যিনি স্থানীয় ওয়ারলর্ডের হয়ে কাজ করেন এবং পরে সিদ্ধান্ত নেন সব ছেড়ে হিমালয়ে নিজের গ্রামে ফিরে যাবেন। ওয়ারলর্ড ইরফানকে মরতে চান। হিমালয়ে যাত্রা করার সময় লাফকাডিয়াকে হত্যা করার জন্য একজন তরুণ খুনিকে নিয়োগ করা হয়।
advertisement
7/11
দ্য আমেজিং স্পাইডারম্যান মার্ক ওয়েব পরিচালিত এই স্পাইডারম্যান সিরিজের সিনেমায় ইরফান রজিত রাথার ভূমিকায় অভিনয় করেন যিনি ডাঃ কার্ট কনরসের তত্ত্বাবধায়ক ছিলেন।
দ্য আমেজিং স্পাইডারম্যান মার্ক ওয়েব পরিচালিত এই স্পাইডারম্যান সিরিজের সিনেমায় ইরফান রজিত রাথার ভূমিকায় অভিনয় করেন যিনি ডাঃ কার্ট কনরসের তত্ত্বাবধায়ক ছিলেন।
advertisement
8/11
দ্য দার্জিলিং লিমিটেড ওয়েস অ্যান্ডারসন পরিচালিত এই সিনেমাটি তিন বিচ্ছিন্ন ভাইয়ের সম্পর্ককে ঘিরে নির্মিত। ইরফান তাঁদের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন।
দ্য দার্জিলিং লিমিটেড ওয়েস অ্যান্ডারসন পরিচালিত এই সিনেমাটি তিন বিচ্ছিন্ন ভাইয়ের সম্পর্ককে ঘিরে নির্মিত। ইরফান তাঁদের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন।
advertisement
9/11
জুরাসিক ওয়ার্ল্ড জুরাসিক পার্কের ধারাবাহিকতা বজায় রেখে ডাইনোসর ফ্র্যাঞ্চাইজির ২২ বছর পরের ঘটনার প্রেক্ষিতে সিনেমাটি তৈরি। ইরফান খান এখানে এক দায়িত্বজ্ঞানহীন বিলিয়নিয়ারের চরিত্রে অভিনয় করেছেন যিনি হাইব্রিড ডাইনোসর ইন্ডোমিনাস রেক্সের উন্নয়নে টাকা ঢালেন।
জুরাসিক ওয়ার্ল্ড জুরাসিক পার্কের ধারাবাহিকতা বজায় রেখে ডাইনোসর ফ্র্যাঞ্চাইজির ২২ বছর পরের ঘটনার প্রেক্ষিতে সিনেমাটি তৈরি। ইরফান খান এখানে এক দায়িত্বজ্ঞানহীন বিলিয়নিয়ারের চরিত্রে অভিনয় করেছেন যিনি হাইব্রিড ডাইনোসর ইন্ডোমিনাস রেক্সের উন্নয়নে টাকা ঢালেন।
advertisement
10/11
ইনফার্নো ইরফান এখানে খলনায়কের ভূমিকায় যিনি পরে রবার্ট ল্যাংডনের ভাইরাস বোমা তৈরির প্রচেষ্টাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এই সেই বোমা যা অর্ধেক মানবজাতিকে ধ্বংস করতে পারে। নিজের ভুল বুঝতে পেরে তিনি বৃহত্তর অংশের কল্যাণের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেন।
ইনফার্নো ইরফান এখানে খলনায়কের ভূমিকায় যিনি পরে রবার্ট ল্যাংডনের ভাইরাস বোমা তৈরির প্রচেষ্টাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এই সেই বোমা যা অর্ধেক মানবজাতিকে ধ্বংস করতে পারে। নিজের ভুল বুঝতে পেরে তিনি বৃহত্তর অংশের কল্যাণের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেন।
advertisement
11/11
পাজল মার্ক টার্টলটাব পরিচালিত এই সিনেমাটি আর্জেন্টিনার সিনেমা রোমপেকাবেজাসের রিমেক। গতানুগতিক জীবনে বিরক্ত হয়ে যাওয়া এক স্ত্রী অ্যাগনেসের গল্প এটি, যিনি রোজের বিরক্তিকর জীবনধারা থেকে মুক্তি পেতে ধাঁধা সমাধানের প্রেমে পড়েন। ইরফান খান এই চলচ্চিত্রে একজন ধনী উদ্ভাবক রবার্টের চরিত্রে অভিনয় করেন যিনি অ্যাগনেসকে ধাঁধা সমাধানের জন্য তাঁর সঙ্গী করেন।
পাজল মার্ক টার্টলটাব পরিচালিত এই সিনেমাটি আর্জেন্টিনার সিনেমা রোমপেকাবেজাসের রিমেক। গতানুগতিক জীবনে বিরক্ত হয়ে যাওয়া এক স্ত্রী অ্যাগনেসের গল্প এটি, যিনি রোজের বিরক্তিকর জীবনধারা থেকে মুক্তি পেতে ধাঁধা সমাধানের প্রেমে পড়েন। ইরফান খান এই চলচ্চিত্রে একজন ধনী উদ্ভাবক রবার্টের চরিত্রে অভিনয় করেন যিনি অ্যাগনেসকে ধাঁধা সমাধানের জন্য তাঁর সঙ্গী করেন।
advertisement
advertisement
advertisement