নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়।' ভালবাসার সংসারে ঘর নয় ঘরের প্রতিটা কোণে ফুঁটে ওঠে আবেগের ছোঁয়া। ঠিক যেমন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও অপরাজিতা ঘোষ চক্রবর্তীর গাঙ্গুলিবাগানের এই ছোট্ট নীড়। ১/৭ হাজার স্কোয়ারফুটের বাড়ির প্রায় সবটাই ভালবাসা দিয়ে সাজানো। photo source Facebook