Inspector Daya Of CID: শুটিংয়ে গনগনে পরকীয়া, বিয়ের আগেই সন্তানের জন্ম দেন প্রেমিকা, তার পর? CID-র 'ইন্সপেক্টর দয়া'র রঙিন জীবন চমকে দেবে

Last Updated:
বিয়ের আগেই কন্যাসন্তানের জন্ম দেন ‘প্রেমিকা’, সহ-অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ ওঠে ‘সিআইডি’র দয়ার বিরুদ্ধে
1/9
দয়ানন্দ চন্দ্রশেখর শেট্টি ওরফে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'সিআইডি'র চরিত্র ' ইন্সপেক্টর দয়া'। ১৯৯৮ সাল থেকে ছোট পর্দায় সম্প্রচার শুরু হয় ‘সিআইডি’। ২০ বছর ধরে প্রচারিত এই সিরিজটি ভারতের অন্যতম দীর্ঘতম চলা টেলিভিশন সিরিজ। ২০০৮ সালের ১৮ জানুয়ারি ৫০০ তম এপিসোড প্রচার হয় 'সিআইডি'র। এই সিরিজের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন অভিনেতা দয়ানন্দ চন্দ্রশেখর শেট্টি ওরফে ‘ইন্সপেক্টর দয়া’! পর্দায় কড়া ইন্সপেক্টর দয়ার বাস্তব জীবন কিন্তু ব্যাপক রঙিন!

দয়ানন্দ চন্দ্রশেখর শেট্টি ওরফে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'সিআইডি'র চরিত্র ' ইন্সপেক্টর দয়া'। ১৯৯৮ সাল থেকে ছোট পর্দায় সম্প্রচার শুরু হয় ‘সিআইডি’। ২০ বছর ধরে প্রচারিত এই সিরিজটি ভারতের অন্যতম দীর্ঘতম চলা টেলিভিশন সিরিজ।
২০০৮ সালের ১৮ জানুয়ারি ৫০০ তম এপিসোড প্রচার হয় 'সিআইডি'র। এই সিরিজের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন অভিনেতা দয়ানন্দ চন্দ্রশেখর শেট্টি ওরফে ‘ইন্সপেক্টর দয়া’! পর্দায় কড়া ইন্সপেক্টর দয়ার বাস্তব জীবন কিন্তু ব্যাপক রঙিন!
advertisement
2/9
বিয়ের আগেই কন্যাসন্তানের জন্ম দেন ‘প্রেমিকা’, সহ-অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ ওঠে ‘সিআইডি’র দয়ার বিরুদ্ধে! ১৯৯৮ সালে ‘সিআইডি’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান দয়ানন্দ। ‘ইন্সপেক্টর দয়া’ রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে চলে যায়।

বিয়ের আগেই কন্যাসন্তানের জন্ম দেন ‘প্রেমিকা’, সহ-অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ ওঠে ‘সিআইডি’র দয়ার বিরুদ্ধে! ১৯৯৮ সালে ‘সিআইডি’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান দয়ানন্দ। ‘ইন্সপেক্টর দয়া’ রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে চলে যায়।
advertisement
3/9
বিয়ের আগেই কন্যাসন্তানের জন্ম দেন ‘প্রেমিকা’, সহ-অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ ওঠে ‘সিআইডি’র দয়ার বিরুদ্ধে! ১৯৯৮ সালে ‘সিআইডি’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান দয়ানন্দ। ‘ইন্সপেক্টর দয়া’ রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে চলে যায়।

বিয়ের আগেই কন্যাসন্তানের জন্ম দেন ‘প্রেমিকা’, সহ-অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ ওঠে ‘সিআইডি’র দয়ার বিরুদ্ধে! ১৯৯৮ সালে ‘সিআইডি’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান দয়ানন্দ। ‘ইন্সপেক্টর দয়া’ রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে চলে যায়।
advertisement
4/9
জল্পনা বলে, এই সিরিয়ালে অভিনয় করাকালীনই মোনা আম্বেগাওকরের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন দয়ানন্দ। এমনকি, সেই সম্পর্ক থেকে এক কন্যাসন্তানেরও জন্ম দিয়েছিলেন মোনা। অথচ সেই সময় দয়ানন্দ ছিলেন বিবাহিত।
জল্পনা বলে, এই সিরিয়ালে অভিনয় করাকালীনই মোনা আম্বেগাওকরের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন দয়ানন্দ। এমনকি, সেই সম্পর্ক থেকে এক কন্যাসন্তানেরও জন্ম দিয়েছিলেন মোনা।
অথচ সেই সময় দয়ানন্দ ছিলেন বিবাহিত।
advertisement
5/9
‘সিআইডি’ ধারাবাহিকে ফরেন্সিক বিশেষজ্ঞ অঞ্জলিকা দেশমুখের চরিত্রে অভিনয় করতেন মোনা। কানাঘুষো বলে, ধারাবাহিকের দরুণ কাছে আসেন মোনা আর দয়ানন্দ। ধারাবাহিক চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন মোনা। ২০০৫ সালে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। কিন্তু তিনি ছিলেন অবিবাহিতা।

‘সিআইডি’ ধারাবাহিকে ফরেন্সিক বিশেষজ্ঞ অঞ্জলিকা দেশমুখের চরিত্রে অভিনয় করতেন মোনা। কানাঘুষো বলে, ধারাবাহিকের দরুণ কাছে আসেন মোনা আর দয়ানন্দ।
ধারাবাহিক চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন মোনা। ২০০৫ সালে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। কিন্তু তিনি ছিলেন অবিবাহিতা।
advertisement
6/9
অবিবাহিত অবস্থাতেই সন্তানের জন্ম দেন মোনা। সেই সময় সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। কিন্তু সন্তানের পিতার নাম কোনও ভাবেই প্রকাশ্যে আনতে চাননি মোনা। এক পুরনো সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘‘ আমি ওর পিতৃপরিচয় নিয়ে কোনও রকম আলোচনা করতে চাই না। ওর পিতা চাইলে নিজে থেকেই সেই পরিচয় স্বীকার করবে।’’
অবিবাহিত অবস্থাতেই সন্তানের জন্ম দেন মোনা। সেই সময় সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।
কিন্তু
সন্তানের পিতার নাম কোনও ভাবেই প্রকাশ্যে আনতে চাননি মোনা। এক পুরনো সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘‘ আমি ওর পিতৃপরিচয় নিয়ে কোনও রকম আলোচনা করতে চাই না। ওর পিতা চাইলে নিজে থেকেই সেই পরিচয় স্বীকার করবে।’’
advertisement
7/9
ঘনিষ্ঠ সূত্রের দাবি, মোনা নাকি তাঁর ঘনিষ্ঠমহলে স্বীকার করেছিলেন যে, দয়ানন্দ-ই তাঁর সন্তানের পিতা। কিন্তু নিজে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, মোনা নাকি তাঁর ঘনিষ্ঠমহলে স্বীকার করেছিলেন যে, দয়ানন্দ-ই তাঁর সন্তানের পিতা। কিন্তু নিজে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি।
advertisement
8/9
অন্য দিকে বিবাহিত দয়ানন্দ কিন্তু বিবাহ-বহির্ভূত সম্পর্কে থাকার অভিযোগ অস্বীকার করেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, '' মোনার সঙ্গে কাজ ছাড়া আর কোনও সম্পর্ক ছিল না আমার। তা ছাড়া আমি বিবাহিত।’’
অন্য দিকে বিবাহিত দয়ানন্দ কিন্তু বিবাহ-বহির্ভূত সম্পর্কে থাকার অভিযোগ অস্বীকার করেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, '' মোনার সঙ্গে কাজ ছাড়া আর কোনও সম্পর্ক ছিল না আমার। তা ছাড়া আমি বিবাহিত।’’
advertisement
9/9
দয়ানন্দের স্ত্রীর নাম স্মিতা শেট্টি। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে। অন্যদিকে ;সিঙ্গল মাদার'-ই রয়ে গেলেন মোনা। তাঁর কন্যার পিতা আসলে কে, তা আজ রহস্য।

দয়ানন্দের স্ত্রীর নাম স্মিতা শেট্টি। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে। অন্যদিকে ;সিঙ্গল মাদার'-ই রয়ে গেলেন মোনা। তাঁর কন্যার পিতা আসলে কে, তা আজ রহস্য।
advertisement
advertisement
advertisement