গোলাপি-লালে মাখামাখি, বরুণ ধাওয়ানের ছাদনাতলার চারিদিকে প্রেমের ছোঁয়া !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
হ্যাঁ, শেষমেশ অপেক্ষার অবসান ৷ নতুন বছর পড়তেই যে গুঞ্জন নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছিল গোটা বলিউডে ৷
হ্যাঁ, শেষমেশ অপেক্ষার অবসান ৷ নতুন বছর পড়তেই যে গুঞ্জন নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছিল গোটা বলিউডে ৷ সেই গুঞ্জনেই ইতি দিয়ে এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের চকোলেট হিরো বরুণ ধাওয়ান ৷ অন্যান্য বলিউডের সেলেবদের মতো বিদেশে গিয়ে নয়, বরং এদেশেই পরিবারকে সঙ্গে নিয়ে আলিবাগে জমজমাট বিয়ে করছেন বরুণ ৷
advertisement
advertisement
সকাল থেকেই জোর কদমে শুরু হয়েছিল বরুণ-নাতাশার বিয়ের নানা অনু্ষ্ঠান ৷ ট্যুইটার, ফেসবুকে ট্রেন্ড করছিল হ্যাশট্যাগ বরুণ কি শাদি ! আর সেই ট্যাগ ধরেই হইহই করে ভাইরাল হয়েছে বরুণের সঙ্গীতের একটি ছবি ৷ যেখানে চোখে সানগ্লাস এবং ডিজাইন করা কুর্তায় দেখা গিয়েছে হ্যান্ডসাম বরুণকে ৷ ইনস্টাগ্রামে এই ছবি আপলোড হতেই লাখের ওপরে লাইক ৷ নাতাশা এবং বরুণকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত নেটিজেনরা ৷
advertisement
advertisement