Rahul Vaidya-Disha Parmar: বাবা হবেন ইন্ডিয়ান আইডল তারকা! আল্ট্রাসোনোগ্রাফির সঙ্গে বেবি বাম্পের ছবি ভাইরাল

Last Updated:
Rahul Vaidya-Disha Parmar: দিশার বেবি বাম্প স্পষ্ট সেই ছবিতে। পরের ছবিতে আল্ট্রাসোনোগ্রাফির ঝলক। আর তাই দিশা লিখলেন, ‘হবু মা, বাবা ও বেবির তরফে সকলকে নমস্কার।’
1/6
২০০৫ সালে ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনে জয়ীর ট্রফি হাতে তুলতে পারেননি ঠিকই, কিন্তু সকলের থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনিই। তৃতীয় স্থান দখল করেও আজ তিনিই সঙ্গীত জগতে নাম করেছেন।
২০০৫ সালে ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনে জয়ীর ট্রফি হাতে তুলতে পারেননি ঠিকই, কিন্তু সকলের থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনিই। তৃতীয় স্থান দখল করেও আজ তিনিই সঙ্গীত জগতে নাম করেছেন।
advertisement
2/6
সেই রাহুল বৈদ্য আজ সুখবর দিলেন তাঁর ভক্তদের। বাবা হতে চলেছেন তিনি। স্ত্রী, নায়িকা দিশা পারমারের সঙ্গে ছবি পোস্ট করে তিনি দিলেন সন্তান আগমনের আগাম বার্তা।
সেই রাহুল বৈদ্য আজ সুখবর দিলেন তাঁর ভক্তদের। বাবা হতে চলেছেন তিনি। স্ত্রী, নায়িকা দিশা পারমারের সঙ্গে ছবি পোস্ট করে তিনি দিলেন সন্তান আগমনের আগাম বার্তা।
advertisement
3/6
ছবিতে দেখা যাচ্ছে, দিশা ও রাহুল কালো রঙের জামা পরে দাঁড়িয়ে আছেন। দু’জনেরই এক গাল ভর্তি হাসি। রাহুলের হাতে একটি স্লেট। যাতে লেখা, ‘হবু মা ও বাবা।’
ছবিতে দেখা যাচ্ছে, দিশা ও রাহুল কালো রঙের জামা পরে দাঁড়িয়ে আছেন। দু’জনেরই এক গাল ভর্তি হাসি। রাহুলের হাতে একটি স্লেট। যাতে লেখা, ‘হবু মা ও বাবা।’
advertisement
4/6
দিশার বেবি বাম্প স্পষ্ট সেই ছবিতে। পরের ছবিতে আল্ট্রাসোনোগ্রাফির ঝলক। আর তাই দিশা লিখলেন, ‘হবু মা, বাবা ও বেবির তরফে সকলকে নমস্কার।’
দিশার বেবি বাম্প স্পষ্ট সেই ছবিতে। পরের ছবিতে আল্ট্রাসোনোগ্রাফির ঝলক। আর তাই দিশা লিখলেন, ‘হবু মা, বাবা ও বেবির তরফে সকলকে নমস্কার।’
advertisement
5/6
২০২১ সালে ‘বাড়ে আচ্ছে লাগতে হ্যায়’ নায়িকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন গায়ক। মুম্বইতে তারকা সমাবেশে বিয়ে করেন দুই শিল্পী। তার পর প্রায় দু’বছর পর সংসারে তিন নম্বর অতিথির আগমনের খবর শোনা গেল।
২০২১ সালে ‘বাড়ে আচ্ছে লাগতে হ্যায়’ নায়িকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন গায়ক। মুম্বইতে তারকা সমাবেশে বিয়ে করেন দুই শিল্পী। তার পর প্রায় দু’বছর পর সংসারে তিন নম্বর অতিথির আগমনের খবর শোনা গেল।
advertisement
6/6
ইতিমধ্যে ‘বাড়ে আচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকের তৃতীয় সিজনের শ্যুট শুরু করবেন দিশা। বিপরীতে নকুল মেহতা। অন্তঃসত্ত্বা হওয়ার আগেই প্রোমো ভিডিও শ্যুট করে নিয়েছেন তিনি।
ইতিমধ্যে ‘বাড়ে আচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকের তৃতীয় সিজনের শ্যুট শুরু করবেন দিশা। বিপরীতে নকুল মেহতা। অন্তঃসত্ত্বা হওয়ার আগেই প্রোমো ভিডিও শ্যুট করে নিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement