1/ 11


রবিবার সকালেই হয়েছে ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষের রেজিস্ট্রি। লেক গার্ডেন্সের বাড়িতেই হয়েছে অনুষ্ঠান। আজ শাস্ত্র মতে বিয়ে হবে তাঁদের। তবে সব নিয়ম মেনে নয়। হবে শুধু মাত্র সিঁদুর দান।
5/ 11


আজ একই দিনে হবে বিয়ের আসর ও রিসেপশন। কনে পক্ষ ও বর পক্ষের যৌথ উদ্যোগেই আয়োজন হয়েছে এই অনুষ্ঠানের।
7/ 11


নতুনত্ব দেখা গেল মণ্ডপ সাজানোতেও। বিয়ে বাড়ির প্যান্ডাল জুড়ে টানানো হয়েছে ইমন ও নীলাঞ্জনের প্রেমের ভালো মুহূর্তের ছবি।