Exclusive: বিয়ের সাজে ইমন-নীলাঞ্জন ! মেনুকার্ড থেকে মণ্ডপ, রইল বিয়ের সব মুহূর্ত

Last Updated:
ইমনের মেক-আপ করেছেন অভিজিৎ চন্দ। আর স্টাইলিং করেছেন অভিষেক রায়।
1/11
রবিবার সকালেই হয়েছে ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষের রেজিস্ট্রি। লেক গার্ডেন্সের বাড়িতেই হয়েছে অনুষ্ঠান। আজ শাস্ত্র মতে বিয়ে হবে তাঁদের। তবে সব নিয়ম মেনে নয়। হবে শুধু মাত্র সিঁদুর দান।
রবিবার সকালেই হয়েছে ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষের রেজিস্ট্রি। লেক গার্ডেন্সের বাড়িতেই হয়েছে অনুষ্ঠান। আজ শাস্ত্র মতে বিয়ে হবে তাঁদের। তবে সব নিয়ম মেনে নয়। হবে শুধু মাত্র সিঁদুর দান।
advertisement
2/11
বালির জেঠিয়া বাড়িতেই হচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠান।
বালির জেঠিয়া বাড়িতেই হচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠান।
advertisement
3/11
লাল বেনারসি ও গা ভর্তি গয়না পরে তৈরি গায়িকা ইমন। বরবেশে দারুণ মানিয়েছে নীলাঞ্জন ঘোষকে।
লাল বেনারসি ও গা ভর্তি গয়না পরে তৈরি গায়িকা ইমন। বরবেশে দারুণ মানিয়েছে নীলাঞ্জন ঘোষকে।
advertisement
4/11
ইমনের মেক-আপ করেছেন অভিজিৎ চন্দ। আর স্টাইলিং করেছেন অভিষেক রায়।
ইমনের মেক-আপ করেছেন অভিজিৎ চন্দ। আর স্টাইলিং করেছেন অভিষেক রায়।
advertisement
5/11
 আজ একই দিনে হবে বিয়ের আসর ও রিশেপশন। কনে পক্ষ ও বর পক্ষের যৌথ উদ্যোগেই আয়োজন হয়েছে এই অনুষ্ঠানের।
আজ একই দিনে হবে বিয়ের আসর ও রিশেপশন। কনে পক্ষ ও বর পক্ষের যৌথ উদ্যোগেই আয়োজন হয়েছে এই অনুষ্ঠানের।
advertisement
6/11
সারা বিয়ে সেজেছে আলোয় আলোয়।
সারা বিয়ে সেজেছে আলোয় আলোয়।
advertisement
7/11
নতুনত্ব দেখা গেল মণ্ডপ সাজানোতেও। বিয়ে বাড়ির প্যান্ডাল জুড়ে টানানো হয়েছে ইমন ও নীলঞ্জনের প্রেমের ভালো মুহূর্তের ছবি।
নতুনত্ব দেখা গেল মণ্ডপ সাজানোতেও। বিয়ে বাড়ির প্যান্ডাল জুড়ে টানানো হয়েছে ইমন ও নীলঞ্জনের প্রেমের ভালো মুহূর্তের ছবি।
advertisement
8/11
খাবারেও রয়েছে সাজানো নানা কিছু।
খাবারেও রয়েছে সাজানো নানা কিছু।
advertisement
9/11
মেনুকার্ডে বাদ নেই কোনও খাবারই।
মেনুকার্ডে বাদ নেই কোনও খাবারই।
advertisement
10/11
তারকাদের ভিড় জমতে শুরু করেছে। মানালি দে ও অভিমুন্যকেও দেখা গেল বিয়ের আসরে।
তারকাদের ভিড় জমতে শুরু করেছে। মানালি দে ও অভিমুন্যকেও দেখা গেল বিয়ের আসরে।
advertisement
11/11
বিয়েতে এসেছেন সঙ্গীত শিল্পী শ্রাবণী সেনও। পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ইমন-নীলাঞ্জন।
বিয়েতে এসেছেন সঙ্গীত শিল্পী শ্রাবণী সেনও। পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ইমন-নীলাঞ্জন।
advertisement
advertisement
advertisement