ইমনের গলায় পুজোর নতুন গান, জন্মদিনেই বিশেষ চমক

Last Updated:
এ বছর পুজোর গান প্রকাশ করলনে গায়িকা ইমন চক্রবর্তী, নতুন গান 'আইগিরি নন্দিনী'।
1/6
দেবীর আগমনী উপলক্ষে ইমন চক্রবর্তীর নতুন গান 'আইগিরি নন্দিনী' দিয়ে। পুজো মানেই নতুন গান। বাঙালির এই অভ্যেস বহুদিনের। আর সেই কথা মাথায় রেখে গায়ক গায়িকারা প্রতিবছর পূজোর আগে নিয়ে আসেন নতুন নতুন গানের অ্যালবাম। এ বছর পুজোর গান প্রকাশ করলনে গায়িকা ইমন চক্রবর্তী, নতুন গান 'আইগিরি নন্দিনী'।
দেবীর আগমনী উপলক্ষে ইমন চক্রবর্তীর নতুন গান 'আইগিরি নন্দিনী' দিয়ে। পুজো মানেই নতুন গান। বাঙালির এই অভ্যেস বহুদিনের। আর সেই কথা মাথায় রেখে গায়ক গায়িকারা প্রতিবছর পূজোর আগে নিয়ে আসেন নতুন নতুন গানের অ্যালবাম। এ বছর পুজোর গান প্রকাশ করলনে গায়িকা ইমন চক্রবর্তী, নতুন গান 'আইগিরি নন্দিনী'।
advertisement
2/6
লিরিক্স করেন সৈকত চট্টোপাধ্যায়ের। জাতীয় পুরষ্কার বিজয়ী ইমন চক্রবর্তী এই গানে অভিনয় করেছেন। আজকের নারী এবং নারীশক্তি ও সব রকম কাজের ক্ষেত্রে তাঁরা অনেক বেশি সক্ষম এটাই তুলে ধরা হয়েছে এই গানে।
লিরিক্স করেন সৈকত চট্টোপাধ্যায়ের। জাতীয় পুরষ্কার বিজয়ী ইমন চক্রবর্তী এই গানে অভিনয় করেছেন। আজকের নারী এবং নারীশক্তি ও সব রকম কাজের ক্ষেত্রে তাঁরা অনেক বেশি সক্ষম এটাই তুলে ধরা হয়েছে এই গানে।
advertisement
3/6
বাংলার অন্যতম প্রশংসিত গায়িকা ইমন চক্রবর্তী তাঁর প্রথম গানের বিশাল সাফল্যের পর সারেগামা-র সঙ্গে তাঁর দ্বিতীয় গান প্রকাশ করলেন। 'আইগিরি নন্দিনী' গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুর করেছেন তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ।
বাংলার অন্যতম প্রশংসিত গায়িকা ইমন চক্রবর্তী তাঁর প্রথম গানের বিশাল সাফল্যের পর সারেগামা-র সঙ্গে তাঁর দ্বিতীয় গান প্রকাশ করলেন। 'আইগিরি নন্দিনী' গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুর করেছেন তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ।
advertisement
4/6
গায়িকার জন্মদিনের বিশেষ উপলক্ষে গানটি প্রকাশ করা হল কলকাতায়। সেখানে ইমন চক্রবর্তী কেক কাটেন এবং এই বিশেষ দিনে সবাই তার সঙ্গে ছিলেন।
গায়িকার জন্মদিনের বিশেষ উপলক্ষে গানটি প্রকাশ করা হল কলকাতায়। সেখানে ইমন চক্রবর্তী কেক কাটেন এবং এই বিশেষ দিনে সবাই তার সঙ্গে ছিলেন।
advertisement
5/6
ইমন চক্রবর্তী তাঁর নতুন গান সম্পর্কে বলেন, 'আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আইগিরি নন্দিনী আমার জন্মদিনে সারেগামা বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। নীলাঞ্জন (ঘোষ) এবং আমি অনেক যত্ন নিয়ে এই গানটি তৈরি করেছি এবং সৈকত গানটি লিখেছেন। এটি একটি আগোমনি গান যা নারীর ক্ষমতায়নের ধারণাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।'
ইমন চক্রবর্তী তাঁর নতুন গান সম্পর্কে বলেন, 'আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আইগিরি নন্দিনী আমার জন্মদিনে সারেগামা বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। নীলাঞ্জন (ঘোষ) এবং আমি অনেক যত্ন নিয়ে এই গানটি তৈরি করেছি এবং সৈকত গানটি লিখেছেন। এটি একটি আগোমনি গান যা নারীর ক্ষমতায়নের ধারণাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।'
advertisement
6/6
লঞ্চের কয়েক ঘন্টার মধ্যে আইগিরি নন্দিনী ১.৫ লক্ষেরও বেশি ভিউজ পেয়ছে।
লঞ্চের কয়েক ঘন্টার মধ্যে আইগিরি নন্দিনী ১.৫ লক্ষেরও বেশি ভিউজ পেয়ছে।
advertisement
advertisement
advertisement