ইমন চক্রবর্তী তাঁর নতুন গান সম্পর্কে বলেন, 'আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আইগিরি নন্দিনী আমার জন্মদিনে সারেগামা বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। নীলাঞ্জন (ঘোষ) এবং আমি অনেক যত্ন নিয়ে এই গানটি তৈরি করেছি এবং সৈকত গানটি লিখেছেন। এটি একটি আগোমনি গান যা নারীর ক্ষমতায়নের ধারণাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।'