তথাকথিত জিরো ফিগার বা স্লিম চেহারা নয়। কার্ভি হিসেবেই পরিচিত অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। এবার ফের বিকিনিতে তাপমাত্রা বাড়িয়ে দিলেন অভিনেত্রী। রোদের আলো ছুঁয়ে যাচ্ছে ইলিয়ানার কার্ভি চেবারা। সেলফিতে ধরা দিলেন ত্বন্বী। চেহারার জন্য বহুবার ট্রোলড হয়েছেন। তবুও নিন্দুকদের গুরুত্ব না দিয়ে বিকিনিতে ছবি পোস্ট ইলিয়ানার। চোখে রোদচশমা। সান বাথ নিতে ব্যস্ত ইলিয়ানা। বিকিনিতে প্রায়ই ধরা দেন অভিনেত্রী। বরফি ছবিতে বঙ্গতনায়ার বেশে বেশ মানিয়েছিল ইলিয়ানাকে। চেহারার আকৃতির তোয়াক্কা না করে বিকিনি পরেন তিনি। কালো রঙের রাফলড বিকিনিতে উত্তাপ চরমে নিয়ে গিয়েছেন ইলিয়ানা। চোখ ফেরাবেন কী ভাবে। কার্ভি হলেও আওয়ারগ্লাস ফিগারের অধিকারিণী ইলিয়ানা। হলুদ বিকিনিতে স্পষ্ট শরীরী বিভঙ্গ। লাল ফ্রিল দেওয়া বিকিনিতে হট অবতারে অভিনেত্রী। নেটিজেনর এই হট অবতারে দেখে অবাক। সুইমিং পুলে নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন ইলিয়ানা। পরনে সাদা বিকিনি। নির্মেদ চেহারা নয় অভিনেত্রীর। তথাকথিত বিকিনি বডিও নয়। কিন্তু নিয়ম ভেঙেই বিকিনিতে লাস্যময়ী অভিনেত্রী।