এই সব ছবির সেটেই প্রেমে পড়েছিলেন বলিউডের আইকনিক জুটিরা

Last Updated:
1/7
ছবির সেটে প্রেমে পড়া বলিউডের খুবই সাধারণ ঘটনা৷ বহু ছবির সেটেই প্রেমে পড়েছেন নায়ক-নায়িকারা৷ অধিকাংশ প্রেমই ভেঙে গিয়েছে৷ তবে কিছু প্রেম হয়ে গিয়েছে আইকনিক৷ সুখী বিবাহিত জীবনের দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা৷
ছবির সেটে প্রেমে পড়া বলিউডের খুবই সাধারণ ঘটনা৷ বহু ছবির সেটেই প্রেমে পড়েছেন নায়ক-নায়িকারা৷ অধিকাংশ প্রেমই ভেঙে গিয়েছে৷ তবে কিছু প্রেম হয়ে গিয়েছে আইকনিক৷ সুখী বিবাহিত জীবনের দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা৷
advertisement
2/7
ফিল্মফেয়ারের শুটে প্রথম দেখা হলেও ইন্টারন্যাশনাল খিলাড়ি ছবির সেটে প্রেমে পড়েন অক্ষয়-টুইঙ্কল৷ ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ইন্টারন্যাশনাল খিলাড়ি তাই বক্সঅফিসে সাফল্য না পেলেও অক্ষয়-টুইঙ্কলের জন্য বরাবরাই স্পেশাল৷
ফিল্মফেয়ারের শুটে প্রথম দেখা হলেও ইন্টারন্যাশনাল খিলাড়ি ছবির সেটে প্রেমে পড়েন অক্ষয়-টুইঙ্কল৷ ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ইন্টারন্যাশনাল খিলাড়ি তাই বক্সঅফিসে সাফল্য না পেলেও অক্ষয়-টুইঙ্কলের জন্য বরাবরাই স্পেশাল৷
advertisement
3/7
ঢাই অক্ষর প্রেম কি ছবির সেটে আলাপ, ঐশ্বর্য তখন সলমনের প্রেমে হাবুডুবু, অভিষেকের বাগদত্তা করিশ্মা৷ প্রেম শুরু হয় বান্টি অউর বাবলির সেট থেকে৷ কজরা রে গানের শুটের সময়ই টের পাওয়া যায় দুজনের রসায়ন৷ অভি-অ্যাশ জুটিই শুধু আইকনিক নয়, কজরা রে গানটাও বলিউডে আইকনিক হয়ে রয়েছে৷
ঢাই অক্ষর প্রেম কি ছবির সেটে আলাপ, ঐশ্বর্য তখন সলমনের প্রেমে হাবুডুবু, অভিষেকের বাগদত্তা করিশ্মা৷ প্রেম শুরু হয় বান্টি অউর বাবলির সেট থেকে৷ কজরা রে গানের শুটের সময়ই টের পাওয়া যায় দুজনের রসায়ন৷ অভি-অ্যাশ জুটিই শুধু আইকনিক নয়, কজরা রে গানটাও বলিউডে আইকনিক হয়ে রয়েছে৷
advertisement
4/7
২০০৩ সালে তুঝে মেরি কসম ছবির সেটে প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন রীতেশ দেশমুখ-জেনেলিয়া ডিসুজা৷ এর ৯ বছর পর বিয়ে করেন তারা৷ এই ছবির কথা অনেকেই ভুলে গেলেও রীতেশ-জেনেলিয়ার প্রেমকাহিনি বলিউডে চিরন্তন৷
২০০৩ সালে তুঝে মেরি কসম ছবির সেটে প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন রীতেশ দেশমুখ-জেনেলিয়া ডিসুজা৷ এর ৯ বছর পর বিয়ে করেন তারা৷ এই ছবির কথা অনেকেই ভুলে গেলেও রীতেশ-জেনেলিয়ার প্রেমকাহিনি বলিউডে চিরন্তন৷
advertisement
5/7
বলিউডের সবচেয়ে জনপ্রিয় কাপল সইফিনা৷ এই প্রেমও কিন্তু শুরু হয়েছিল ছবির সেট থেকেই৷ ২০০৭ সালে টশন ছবির শুটিং-এর সময়ই ছোটে নবাবের প্রেমে পড়েন বেবো৷
বলিউডের সবচেয়ে জনপ্রিয় কাপল সইফিনা৷ এই প্রেমও কিন্তু শুরু হয়েছিল ছবির সেট থেকেই৷ ২০০৭ সালে টশন ছবির শুটিং-এর সময়ই ছোটে নবাবের প্রেমে পড়েন বেবো৷
advertisement
6/7
২০১৪ সালে অ্যালোন ছবির সেটে প্রেমে পড়েন বিপাশা বসু-করণ সি গ্রোভার৷ একদিকে বিপাশার কেরিয়ার পড়তির পথে, অন্যদিকে করণ সদ্য বলিউডে পা রেখেছেন৷ এই সম্পর্ক নিয়ে আশাবদী ছিলেন না কেউই৷ কিন্তু সে সব কিছুই ভুল প্রমাণিত হয়েছে৷ ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা৷ এখন বি-টাউনের অন্যতম পাওয়ার কাপল তারা৷
২০১৪ সালে অ্যালোন ছবির সেটে প্রেমে পড়েন বিপাশা বসু-করণ সি গ্রোভার৷ একদিকে বিপাশার কেরিয়ার পড়তির পথে, অন্যদিকে করণ সদ্য বলিউডে পা রেখেছেন৷ এই সম্পর্ক নিয়ে আশাবদী ছিলেন না কেউই৷ কিন্তু সে সব কিছুই ভুল প্রমাণিত হয়েছে৷ ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা৷ এখন বি-টাউনের অন্যতম পাওয়ার কাপল তারা৷
advertisement
7/7
এই তালিকায় নবতম সংযোজন দীপিকা-রণবীর৷ গোলিও কে রাসলীলা-রামলীলা ছবির সেটে প্রেমে পড়েন এই জুটি৷ দীর্ঘ ৬ বছর প্রেমের পর হল দীপবীর-এর বিগ ফ্যাট বলিউড ওয়েডিং৷
এই তালিকায় নবতম সংযোজন দীপিকা-রণবীর৷ গোলিও কে রাসলীলা-রামলীলা ছবির সেটে প্রেমে পড়েন এই জুটি৷ দীর্ঘ ৬ বছর প্রেমের পর হল দীপবীর-এর বিগ ফ্যাট বলিউড ওয়েডিং৷
advertisement
advertisement
advertisement