'সারা কোথায় ? নেশা করছে নাকি ?', ইব্রাহিমের ছবিতে দিদি সারা আলি খানকে নিয়ে কটুক্তি !

Last Updated:
ইব্রাহিম পুলে স্নান করার ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে।
1/5
ইব্রাহিম। সইফ আলি খানের পুত্র। সইফ ও অমৃতার ছেলে। হুবহু সইফের মতোই দেখতে তাঁকে।
ইব্রাহিম। সইফ আলি খানের পুত্র। সইফ ও অমৃতার ছেলে। হুবহু সইফের মতোই দেখতে তাঁকে।
advertisement
2/5
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে ট্রোলড হতে হল ইব্রাহিমকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে ট্রোলড হতে হল ইব্রাহিমকে।
advertisement
3/5
ইব্রাহিম পুলে স্নান করার ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে। খালি গায়ে ছবি শেয়ার করে সে।
ইব্রাহিম পুলে স্নান করার ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে। খালি গায়ে ছবি শেয়ার করে সে।
advertisement
4/5
এর পরই সমালোচনা শুরু হয়। দিদি সারা আলিকে টেনে। অনেকেই লেখেন সারা কোথায়? মাদক নিচ্ছে নাকি? আবার কেউ লেখেন তোমার সঙ্গে না সারার সঙ্গে নেশা করবো। এই ধরণের কটুক্তিতে ভরে যায়।
এর পরই সমালোচনা শুরু হয়। দিদি সারা আলিকে টেনে। অনেকেই লেখেন সারা কোথায়? মাদক নিচ্ছে নাকি? আবার কেউ লেখেন তোমার সঙ্গে না সারার সঙ্গে নেশা করবো। এই ধরণের কটুক্তিতে ভরে যায়।
advertisement
5/5
সম্প্রতি মাদক যোগের জন্য এনসিবি ডেকে পাঠিয়েছিল সারা আলি খানকে। যদিও তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে এই সূত্র ধরেই ট্রোল করা হয় ইব্রাহিমকে।
সম্প্রতি মাদক যোগের জন্য এনসিবি ডেকে পাঠিয়েছিল সারা আলি খানকে। যদিও তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে এই সূত্র ধরেই ট্রোল করা হয় ইব্রাহিমকে।
advertisement
advertisement
advertisement