

♦ জামাইবাবুর সূত্র ধরে আলাপ ৷ ধীরে ধীরে বন্ধুত্ব ৷ এরপর সেই বন্ধুত্ব থেকে তৈরি হয় ভাল লাগা ৷ একটা সময় ঠিক করেন যে তাঁরা একে অন্যের জন্য এক্কেবারে পারফেক্ট ৷ পরিবারের সদস্যদের সঙ্গে করেন আলোচনা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ এরপরেই চারহাত এক করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিং ৷ এরপর অমৃতসরের গুরুদ্বারে চার হাত এক হয় শ্রাবন্তী-রোশনের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ নায়িকার আগের দুই বিয়ের অভিজ্ঞতা ভাল নয় ৷ তবে ইন্ডাস্ট্রির অন্দরে খবর রোশন তাঁর নায়িকা স্ত্রীকে চোখে হারান ৷ এখন তাঁদের সুখের সংসার ৷ আর স্বামী রোশনকেও ভীষণ ভালোবাসেন শ্রাবন্তী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ ইনস্টাগ্রামে রোশন তাঁর অভিনেত্রী স্ত্রী শ্রাবন্তীর সঙ্গে একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ সেই সঙ্গে লিখেছেন, ‘তোমার প্রতি আমার ভালোবাসা প্রতিদিন বাড়ছে ৷ আমি আগামী সাতজন্ম তোমাকেই স্ত্রী হিসেবে চাই ৷’’ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ আজ ১৩ অগাস্ট শ্রাবন্তী এবং রোশনের জন্মদিন ৷ স্বামী-স্ত্রী একই বছরের একই দিনে জন্মেছিলেন ৷ তাঁদের বয়স এক্কেবারে একই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ গত কয়েকদিন ধরে চলছে সেলিব্রেশন পর্ব ৷ গতকালই শ্রাবন্তীর ফ্যান ক্লাবের সদস্যরা শ্রাবন্তী ও তাঁর স্বামী রোশনের জন্মদিন সেলিব্রেট করেছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ আজ তাঁদের জন্মদিন ৷ আজ পরিবারের সদস্যদের সঙ্গেই নিজেদের মতো করে কাটানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তাঁরা ৷ বাড়িতেই খাওয়া-দাওয়া করে কাটাবেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ জন্মদিন বলে কথা উপহার না পেলে কী চলে? টলিউডের এই দম্পতি একে অপরকে কী উপহার দিলেন ? ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ শ্রাবন্তী তাঁর স্বামীকে উপহার হিসেবে দিয়েছেন একটি নামী ব্র্যান্ডের বহুমূল্য দামের ঘড়ি আর একটি দামি ব্র্যান্ডের সানগ্লাস ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷