হুমা কুরেশি। বলিউডের একটু অন্য ছন্দের নায়িকা তিনি। দক্ষ অভিনয়েই বলিউডে নিজের জায়গা করেছেন নায়িকা। এবার ট্যুইটারে নায়িকা শোনালেন খুশির খবর। photo source collected
2/ 5
হুমা কুরেশি অভিনয় করতে চলেছেন শেফ তরলা দালালের বায়োপিকে। সেই ছবির প্রথম লুক সামনে আনলেন নায়িকা। photo source collected
3/ 5
মোটা চেহারা, গোল পুরনো চশমা! দাঁতেও সামান্য বদল আনা হয়েছে। ছবি দেখে একটু তো সময় লাগবেই নায়িকাকে চিনতে। photo source collected
4/ 5
হুমা কুরেশি ট্যুইটারে ছবি পোস্ট করে লেখেন, " তরলাকে তরকে সে মন মে আতি হ্যায়, এক হিসাবাল, কাব মিলেগা মকা টু এক্সপেরিয়েন্স উনকে স্বাদ কা কামাল।" তারপরে লেখেন, দেখা করুন তরলা দালালের সঙ্গে। আর জানুন তাঁর জীবনের মশালাদার কাহিনী। photo source collected
5/ 5
এই ছবি পরিচালনা করছেন পীয়ুষ গুপ্তা। এই ছবিই বলিউডের প্রথম ছবি, যেখানে একজন শেফের জীবনী নিয়ে ছবি তৈরি হচ্ছে। photo source collected