একে অপরেতে মশগুল, বুঁদ নিজেদের নিয়ে...হৃতিক-সাবার মিষ্টি প্রেমের ছবি ভাইরাল

Last Updated:
চলতি বছরের শুরুর দিক থেকে হৃতিক ও সাবাকে একসঙ্গে দেখা যাচ্ছে।
1/7
হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেমকাহিনি নিয়ে বলিউডে চর্চা তুঙ্গে! ইদানীং তাঁরা প্রায় সব জাআয়গাতেই জুটিতে যান। নতুন প্রেমিকাকে কখনই লোকচক্ষুর আড়ালে রাখতে চাননি ডুগ্গু, বরং সাবাকে বরাবরই প্রকাশ্যে এনেছেন।
হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেমকাহিনি নিয়ে বলিউডে চর্চা তুঙ্গে! ইদানীং তাঁরা প্রায় সব জাআয়গাতেই জুটিতে যান। নতুন প্রেমিকাকে কখনই লোকচক্ষুর আড়ালে রাখতে চাননি ডুগ্গু, বরং সাবাকে বরাবরই প্রকাশ্যে এনেছেন।
advertisement
2/7
সম্প্রতি মুম্বইয়ে নিজের রূপটান শিল্পীর এনগেজমেন্ট-এর অনুষ্ঠানে সাবাকে নিয়ে গিয়েছিলেন হৃতিক। সেখানে সকলের সঙ্গে প্রেমিকার আলাপ-ও করিয়ে দিলেন তিনি
সম্প্রতি মুম্বইয়ে নিজের রূপটান শিল্পীর এনগেজমেন্ট-এর অনুষ্ঠানে সাবাকে নিয়ে গিয়েছিলেন হৃতিক। সেখানে সকলের সঙ্গে প্রেমিকার আলাপ-ও করিয়ে দিলেন তিনি
advertisement
3/7
 রিচা চড্ডা ও অভিনেতা আলি ফজলের বিয়ের অনুষ্ঠানেও এক সঙ্গে দেখা গিয়েছিল হৃতিক ও সাবাকে।
রিচা চড্ডা ও অভিনেতা আলি ফজলের বিয়ের অনুষ্ঠানেও এক সঙ্গে দেখা গিয়েছিল হৃতিক ও সাবাকে।
advertisement
4/7
এই বছর দীপাবলি সুজান নন, বান্ধবী সাবার সঙ্গেই কাটিয়েছেন হৃতিক
এই বছর দীপাবলি সুজান নন, বান্ধবী সাবার সঙ্গেই কাটিয়েছেন হৃতিক
advertisement
5/7
চলতি বছরের শুরুর দিক থেকে হৃতিক ও সাবাকে একসঙ্গে দেখা যাচ্ছে।
চলতি বছরের শুরুর দিক থেকে হৃতিক ও সাবাকে একসঙ্গে দেখা যাচ্ছে।
advertisement
6/7
২০০০ সালে সুজানের সঙ্গে বিয়ে হয়েছিল হৃতিকের। ১৩ বছর সংসার করার পর ২০১৩ সালে তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে।
২০০০ সালে সুজানের সঙ্গে বিয়ে হয়েছিল হৃতিকের। ১৩ বছর সংসার করার পর ২০১৩ সালে তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে।
advertisement
7/7
সদ্য মুক্তি পেয়েছে হৃতিকের ‘বিক্রম বেদা’। ছবিটি নিয়ে সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া। আগামীতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘ফাইটার’ ছবিতে
সদ্য মুক্তি পেয়েছে হৃতিকের ‘বিক্রম বেদা’। ছবিটি নিয়ে সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া। আগামীতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘ফাইটার’ ছবিতে
advertisement
advertisement
advertisement