1/ 5


ডিপ্রশন বা অবসাদ দিনে দিনে বেড়েই চলেছে। মানুষ যত উন্নত হচ্ছে, কাজের চাপ বাড়ছে ততই বেড়ে চলেছে ডিপ্রেশন। বলিউডের জনপ্রিয় গায়ক র্যাপার হানি সিংও অবসাদের শিকার হয়েছিলেন। photo source collected
2/ 5


অতিরিক্ত নেশা করার জন্য তিনি ডিপ্রেশনের শিকার হয়েছিলেন। এমনকি বেশ অনেকটা সময় গান ও মিডিয়া থেকে দূরে ছিলেন তিনি। তাঁরও ছিল বাইপোলার ডিসঅর্ডার। photo source collected
3/ 5


তবে এই সব কিছু থেকে তিনি বাইরে আসতে পেরেছেন বলিউডের দু'জন নাম করা সেলেবের সাহায্যে। নিজের চেষ্টা তো ছিলই সেই সঙ্গে তাঁরাও সাহায্য করেছিলেন।photo source collected
4/ 5


হানি সিং জানিয়েছেন, শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন পাশে দাঁড়িয়েছিলেন তাঁর। তাঁরাই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এমনকি কিভাবে লড়াই করতে হবে অবসাদের বিরুদ্ধে তা শিখিয়েছিলেন হানিকে। photo source collected