পরিচালকরা চাননি, তবুও স্ক্রিপ্টের বাইরে গিয়ে চুমু খয়েছিলেন অভিনেতারা! এমন কিছু চুমু কাহিনি!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ইংরেজি ছবির এমন সব চুমুর দৃশ্য যা দেখে বুঝতে পারবেন না স্ক্রিপ্টে এই দৃশ্যগুলো ছিলই না৷ অভিনেতারা নিজে থেকেই খেয়েছেন চুমু৷ জেনে নিন কোন ছবিতে কে কখনও চুমু খয়েছেন একে অপরকে৷
▪️লস্ট ইন ট্রান্সলেশন- বব হ্যারিস ও স্কার্লেট জনসনের এই ছবিতে শেষ দৃশ্যে একে অপরকে বিদায় জানানোর কথা ছিল৷ অভিনেতা ভেবেছিলেন যে এতে চুমু যোগ করলে ভাল হবে এবং সেই মতো তিনি চুমুও খেয়ে ফেলেন৷ পরিচালকের এটা পছন্দ হয়৷ যদিও অভিনেত্রী একেবারেই এই দৃশ্যের জন্য তৈরি ছিলেন না৷ কিন্তু তা স্ক্রিনে কোনও ভাবেই বোঝা যায়নি৷