পরিচালকরা চাননি, তবুও স্ক্রিপ্টের বাইরে গিয়ে চুমু খয়েছিলেন অভিনেতারা! এমন কিছু চুমু কাহিনি!
ইংরেজি ছবির এমন সব চুমুর দৃশ্য যা দেখে বুঝতে পারবেন না স্ক্রিপ্টে এই দৃশ্যগুলো ছিলই না৷ অভিনেতারা নিজে থেকেই খেয়েছেন চুমু৷ জেনে নিন কোন ছবিতে কে কখনও চুমু খয়েছেন একে অপরকে৷


▪️টপ গান-জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ ও কেলি অভিনীত বিখ্যাত টপ গান ছবিতে একটি অন্তরঙ্গ চুমুর দৃশ্য ছিল৷ সেখানে আসলে দু’জনের কথপোকথন ছিল৷ কিন্তু অভিনেতা নিজের ডায়লগ ভুলে চুমু খেয়েছিলেন৷ পরে পরিচালক সেই দৃশ্যটি রেখেও দেন৷


▪️স্ট্রেঞ্জার থিঙ্গস- স্ট্রেঞ্জার থিঙ্গসের দ্বিতীয় পর্বে টিনএজ রোম্যান্সের গল্প ছিল৷ সেখানেও আসল স্ক্রিপ্টে চুমুর দৃশ্য ছিল না৷ কিন্তু সেখানে নায়িকার চরিত্রে যিনি ছিলেন, তিনিই অভিনয়ের করতে করতে চুমু খেয়ে বসেন!


▪️লস্ট ইন ট্রান্সলেশন- বব হ্যারিস ও স্কারলেট জোহানসানের এই ছবিতে শেষ দৃশ্যে একে অপরকে বিদায় জানানোর কথা ছিল৷ অভিনেতা ভেবেছিলেন যে এতে চুমু যোগ করলে ভাল হবে এবং সেই মতো তিনি চুমুও খেয়ে ফেলেন৷ পরিচালকের এটা পছন্দ হয়৷ যদিও অভিনেত্রী একেবারেই এই দৃশ্যের জন্য তৈরি ছিলেন না৷ কিন্তু তা স্ক্রিনে কোনও ভাবেই বোঝা যায়নি৷


▪️এজ অব টুমরো-আবার টম ক্রুজের ছবি যেখানে হঠাৎ করেই চলেছে এসেছে চুমু! পরিচালক এক্ষেত্রে চেয়েছিলেন এমন একটা দৃশ্য৷ তবে কোথায় কীভাবে তা বুঝতে পারছিলেন না৷ তবে অভিনেত্রী এমিলি ব্লান্ট নিজের মতো করে সকলকে অবাক করেই চুমু খেয়েছিলেন টমকে৷ সকলে অবাক হলেও খুশি হয়েছিলেন এই দৃশ্যে৷


▪️গেম অব থ্রোনস-দু’জন মহিলার মধ্যে হাল্কা প্রেমালাপের দৃশ্য ছিল৷ তবে সেটাকেই আরও বাড়িয়ে তোলেন তাঁরা৷ ভাল লাগা বোঝাতে চুমু খান৷


▪️রুম উইথ আ ভিউ- অভিনেত্রীর বয়স ছিল মাত্র ১৮৷ তিনি খুব একটা চুমুর দৃশ্যে অভ্যস্থ ছিলেন না৷ তবে চুমুর কথা স্ক্রিপ্টে না থাকলেও প্রোডাকশনের কাছে তিনি শুনে ফেলেন যে এমন কিছু ঘটছে৷ ছবিটি দেখলেও বোঝা যাবে যে, তিনি বেশ অপ্রস্তুত ছিলেন৷


▪️জুরাসিক পার্ক- পরিচালক অভিনেতাকে বলেছিলেন চুমু খেতে৷ তবে অভিনেত্রী তা জানতেন না৷ তাই যখন এই দৃশ্যটি ঘটে তখন তিনি খুবই অবাক হন৷ এবং এটি ২০০জনের সামনে ঘটে!