নিক জোনাসের দাঁতে আটকে রয়েছে খাবারের টুকরো, ব্যাপক ট্রোলড হলেন প্রিয়াঙ্কার স্বামী

Last Updated:
1/10
• দাঁতে খাবার আটকে থাকার ছবি সামনে আসতেই ট্রোলড হলেন নিক জোনাস ৷
• দাঁতে খাবার আটকে থাকার ছবি সামনে আসতেই ট্রোলড হলেন নিক জোনাস ৷
advertisement
2/10
• একে সোশ্যাল মিডিয়ায় সুনামি নিয়ে আছড়ে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাঁর ডিপ নেকলাইন সাদা গাউনে ঝড় তুলেছেন পিগি চপস ৷
• একে সোশ্যাল মিডিয়ায় সুনামি নিয়ে আছড়ে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাঁর ডিপ নেকলাইন সাদা গাউনে ঝড় তুলেছেন পিগি চপস ৷
advertisement
3/10
• একদিকে তাঁর ফ্যাশনের প্রশংসা চলছে, আর একপক্ষ মোটেও মেনে নিতে পারছেন না দেশি গার্লের এমন বোল্ড পোশাক ৷ এ নিয়ে বিতর্কও কম চলছে না ৷
• একদিকে তাঁর ফ্যাশনের প্রশংসা চলছে, আর একপক্ষ মোটেও মেনে নিতে পারছেন না দেশি গার্লের এমন বোল্ড পোশাক ৷ এ নিয়ে বিতর্কও কম চলছে না ৷
advertisement
4/10
• এর মধ্যেই বিতর্ক শুরু হল নিক জোনাসের দাঁত নিয়ে ৷
• এর মধ্যেই বিতর্ক শুরু হল নিক জোনাসের দাঁত নিয়ে ৷
advertisement
5/10
• গ্র্যামির মঞ্চে পারফর্ম করেছেন জোনাস ভাইরা ৷ কেলভিন জোনাস, জো জোনাস এবং নিক জোনাসদের ব্যান্ড গান করেছে গ্র্যামিতে ৷
• গ্র্যামির মঞ্চে পারফর্ম করেছেন জোনাস ভাইরা ৷ কেলভিন জোনাস, জো জোনাস এবং নিক জোনাসদের ব্যান্ড গান করেছে গ্র্যামিতে ৷
advertisement
6/10
• কিন্তু গান করার সময় নিকের দাঁতের ফাঁকে দেখা যায় খাবারের টুকরো আটকে আছে ৷
• কিন্তু গান করার সময় নিকের দাঁতের ফাঁকে দেখা যায় খাবারের টুকরো আটকে আছে ৷
advertisement
7/10
• ব্যাস, শুরু হয়ে যায় জোর আলোচনা-পর্যালোচনা ৷
• ব্যাস, শুরু হয়ে যায় জোর আলোচনা-পর্যালোচনা ৷
advertisement
8/10
• কেন দাঁত পরিষ্কার করে নিক মঞ্চে ওঠেননি, কেন তাঁর ভাইরা তাঁকে পারফর্ম করার আগে সে কথা বলে দেননি তাই নিয়েই হাসির রোল ওঠে ট্যুইটারে ৷
• কেন দাঁত পরিষ্কার করে নিক মঞ্চে ওঠেননি, কেন তাঁর ভাইরা তাঁকে পারফর্ম করার আগে সে কথা বলে দেননি তাই নিয়েই হাসির রোল ওঠে ট্যুইটারে ৷
advertisement
9/10
• নিকের দাঁতের ফাঁকে পালং শাক বা Spinach ও খুঁজে পেয়েছেন নেটিজেনরা!
• নিকের দাঁতের ফাঁকে পালং শাক বা Spinach ও খুঁজে পেয়েছেন নেটিজেনরা!
advertisement
10/10
• ট্রোলিংয়ে অবশ্য নিক বিশেষ পাত্তা দেননি ৷ বরং কুল নিক ট্রোলারদের যোগ্য জবাবও দিয়েছেন ৷
• ট্রোলিংয়ে অবশ্য নিক বিশেষ পাত্তা দেননি ৷ বরং কুল নিক ট্রোলারদের যোগ্য জবাবও দিয়েছেন ৷
advertisement
advertisement
advertisement