শুধু প্রিয়াঙ্কা নয়, বয়সে ছোটকে বিয়ে করে ট্রোলড হয়েছেন বহু নায়িকাই

Last Updated:
1/12
বয়সে ১০ বছরের ছোট নিক জোনাসের সঙ্গে বাগদান সারতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া । অথচ বলিউডে এমন উদাহরণ নেহাত কম নেই । বিভিন্ন সময়ই বলিউড দেশ, বয়স, ধর্মের সীমা পেরিয়েই বেছে নিয়েছে জীবনসঙ্গী । দেখে নিন এমনই কিছু উদাহরণ ।
বয়সে ১০ বছরের ছোট নিক জোনাসের সঙ্গে বাগদান সারতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া । অথচ বলিউডে এমন উদাহরণ নেহাত কম নেই । বিভিন্ন সময়ই বলিউড দেশ, বয়স, ধর্মের সীমা পেরিয়েই বেছে নিয়েছে জীবনসঙ্গী । দেখে নিন এমনই কিছু উদাহরণ ।
advertisement
2/12
প্রিয়াঙ্কার কিছুদিন আগেই এই ট্রোলিং সামলেছেন নেহা ধুপিয়া । অঙ্গদ বেদি বয়সে ২ বছরের ছোট হওয়ায় নেহাকে শুনতে হয়েছিল তিনি নাকি নেহার ভাই ।
প্রিয়াঙ্কার কিছুদিন আগেই এই ট্রোলিং সামলেছেন নেহা ধুপিয়া । অঙ্গদ বেদি বয়সে ২ বছরের ছোট হওয়ায় নেহাকে শুনতে হয়েছিল তিনি নাকি নেহার ভাই ।
advertisement
3/12
বয়সে ১০ বছরের ছোট শ্রীষ কুন্দরকে বিয়ে করার সময়ে ফারহা খানকে শুনতে হয়েছিল ছেলে দত্তক নিচ্ছেন ফারহা । তিন সন্তানের অভিভাবক এই বলি কাপল বলিউডে সত্যিই এক অনন্য নজির গড়েছেন ।
বয়সে ১০ বছরের ছোট শ্রীষ কুন্দরকে বিয়ে করার সময়ে ফারহা খানকে শুনতে হয়েছিল ছেলে দত্তক নিচ্ছেন ফারহা । তিন সন্তানের অভিভাবক এই বলি কাপল বলিউডে সত্যিই এক অনন্য নজির গড়েছেন ।
advertisement
4/12
বয়সে তিন বছরের ছোট অভিষেককে বিয়ে করার জন্য বহু সমালোচনার মুখে পড়তে হয়েছিল ঐশ্বর্যকেও । যদিও বলিউডের অন্যতম হটেস্ট কাপলদের তারা অন্যতম ।
বয়সে তিন বছরের ছোট অভিষেককে বিয়ে করার জন্য বহু সমালোচনার মুখে পড়তে হয়েছিল ঐশ্বর্যকেও । যদিও বলিউডের অন্যতম হটেস্ট কাপলদের তারা অন্যতম ।
advertisement
5/12
একে বয়সে তিন বছরের ছোট, তায় দুবার ডিভোর্সি, তেমন সেলেব তকমাও নেই । করণ সিং গ্রোভারকে বিয়ে করে কটাক্ষ সহ্য করতে হয়েছিল বিপাশা বসুকেও । যদিও সেসবের ধার ধারেননি এই ফিটনেস ফ্রিক বলি কাপল ।
একে বয়সে তিন বছরের ছোট, তায় দুবার ডিভোর্সি, তেমন সেলেব তকমাও নেই । করণ সিং গ্রোভারকে বিয়ে করে কটাক্ষ সহ্য করতে হয়েছিল বিপাশা বসুকেও । যদিও সেসবের ধার ধারেননি এই ফিটনেস ফ্রিক বলি কাপল ।
advertisement
6/12
প্রিয়াঙ্কার মতোই বয়সে ১১ বছরের ছোট মহসিন আখতার মীরকে বিয়ে করেছিলেন উর্মিলা । চল্লিশোর্ধ উর্মিলার হঠাত্ চুপিসাড়ে বিয়েতে কানাঘুষো কম হয়নি ।
প্রিয়াঙ্কার মতোই বয়সে ১১ বছরের ছোট মহসিন আখতার মীরকে বিয়ে করেছিলেন উর্মিলা । চল্লিশোর্ধ উর্মিলার হঠাত্ চুপিসাড়ে বিয়েতে কানাঘুষো কম হয়নি ।
advertisement
7/12
বয়সে চার বছরের ছোট কুণাল খেমুর সঙ্গে ৫ বছরের লিভ ইন সম্পর্কে থাকার পর বিয়ে করেছিলেন সোহা আলি খান । এক মেয়ে নিয়ে সুখের সংসার তাঁদের ।
বয়সে চার বছরের ছোট কুণাল খেমুর সঙ্গে ৫ বছরের লিভ ইন সম্পর্কে থাকার পর বিয়ে করেছিলেন সোহা আলি খান । এক মেয়ে নিয়ে সুখের সংসার তাঁদের ।
advertisement
8/12
খুব বেশি না হলেও স্বামী রাজ কুন্দ্রার থেকে বয়সে তিন মাসের বড় শিল্পা শেঠি ।
খুব বেশি না হলেও স্বামী রাজ কুন্দ্রার থেকে বয়সে তিন মাসের বড় শিল্পা শেঠি ।
advertisement
9/12
নয়ের দশকের শুরুর দিকে বয়সে ১০ বছরের ছোট সইফ আলি খানকে বিয়ে করেন অমৃতা সিং । বিয়ে নিয়ে শোরগোল যেমন পড়ে গিয়েছিল, তেমনই সমালোচনার মুখেও পড়েছিলেন অমৃতা । বিচ্ছেদ হলেও ১০ বছরের বেশি সংসার করেছিলেন সইফ-অমৃতা ।
নয়ের দশকের শুরুর দিকে বয়সে ১০ বছরের ছোট সইফ আলি খানকে বিয়ে করেন অমৃতা সিং । বিয়ে নিয়ে শোরগোল যেমন পড়ে গিয়েছিল, তেমনই সমালোচনার মুখেও পড়েছিলেন অমৃতা । বিচ্ছেদ হলেও ১০ বছরের বেশি সংসার করেছিলেন সইফ-অমৃতা ।
advertisement
10/12
স্ত্রী অধুনার থেকে সাত বছরের ছোট হওয়ায় অনেকবারই ট্রোলড হতে হয়েছে ফারহান আখতারকেও । যদিও বিচ্ছেদ হ
স্ত্রী অধুনার থেকে সাত বছরের ছোট হওয়ায় অনেকবারই ট্রোলড হতে হয়েছে ফারহান আখতারকেও । যদিও বিচ্ছেদ হ
advertisement
11/12
ফারহান আখতারের মতোই বিভিন্ন সময়ে ট্রোলিং, সমালোচনার মুখে পড়তে হয়েছে অর্জুন রামপালকেও । ,সদ্য বিচ্ছেদ হওয়া স্ত্রী মেহর জেসিয়া ছিলেন তাঁর থেকে ৬ বছরের বড় ।
ফারহান আখতারের মতোই বিভিন্ন সময়ে ট্রোলিং, সমালোচনার মুখে পড়তে হয়েছে অর্জুন রামপালকেও । ,সদ্য বিচ্ছেদ হওয়া স্ত্রী মেহর জেসিয়া ছিলেন তাঁর থেকে ৬ বছরের বড় ।
advertisement
12/12
বলিউডের এমনই আরেক কাপল আদিত্য পাঞ্চোলি-জারিনা ওয়াহাব । ৬ বছরের ছোট আদিত্যকে বিয়ে করার সময় জারিনা শুনেছিলেন ভাইকে বিয়ে করছেন তিনি ।
বলিউডের এমনই আরেক কাপল আদিত্য পাঞ্চোলি-জারিনা ওয়াহাব । ৬ বছরের ছোট আদিত্যকে বিয়ে করার সময় জারিনা শুনেছিলেন ভাইকে বিয়ে করছেন তিনি ।
advertisement
advertisement
advertisement