'হ্যাঁ, আমি প্রেগন্যান্ট হয়ে পড়েছি,' হঠাত্‍ ঘোষণা করলেন পর্নস্টার, সমাজকেও নিলেন একহাত

Last Updated:
বেশ কিছু এরকম কমেন্টের পরেই মুখ খোলেন লেনা৷ লিখলেন, 'আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে সেক্স করেছি৷ এটা ঠিক নয় বোধ হয়৷ এটাকে শ্যুট করে বিক্রি করলে ভালো হত৷ আসলে পৃথিবীটা এখনও ওতটা এগোতে পারেনি৷ একজন এমআইএলএফ পর্নস্টার মা হলে মেনে নিতে পারে না লোকে৷ কিন্তু আমি দেখেছি, প্রচুর যৌনকর্মী খুব ভালো মা৷'
1/5
বিশ্ব যখন করোনা ভাইরাসে কাবু, মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক মৃত্যু, তখনই খুশির খবরটি পান তিনি৷ মা হতে চলেছেন৷ পেশায় পর্ন সিনেমার বিখ্যাত স্টার৷ কেরিয়ারের তুঙ্গে৷ এরই মধ্যে মা হওয়ার খবরে উচ্ছ্বসিত লেনা নার্সেসিয়ান৷ চলতি মাসেই অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি৷
বিশ্ব যখন করোনা ভাইরাসে কাবু, মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক মৃত্যু, তখনই খুশির খবরটি পান তিনি৷ মা হতে চলেছেন৷ পেশায় পর্ন সিনেমার বিখ্যাত স্টার৷ কেরিয়ারের তুঙ্গে৷ এরই মধ্যে মা হওয়ার খবরে উচ্ছ্বসিত লেনা নার্সেসিয়ান৷ চলতি মাসেই অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি৷
advertisement
2/5
লেনার কাছে খবরটি পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত তাঁর পার্টনার অ্যাডামও৷ ইনস্টাগ্রামে খবরটি ছড়াতেই ৩ লক্ষ ৬ হাজারের বেশি লাইক৷ লেনার বন্ধু পর্নস্টার রিলে রেইড লিখেছেন, 'আমি খুবই আনন্দিত তোমার মা হওয়ার খবরে৷' লেনা পোস্টে ক্যাপশনে লিখেছেন, এমআইএলএফ ইন দ্য মেকিং৷
লেনার কাছে খবরটি পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত তাঁর পার্টনার অ্যাডামও৷ ইনস্টাগ্রামে খবরটি ছড়াতেই ৩ লক্ষ ৬ হাজারের বেশি লাইক৷ লেনার বন্ধু পর্নস্টার রিলে রেইড লিখেছেন, 'আমি খুবই আনন্দিত তোমার মা হওয়ার খবরে৷' লেনা পোস্টে ক্যাপশনে লিখেছেন, এমআইএলএফ ইন দ্য মেকিং৷
advertisement
3/5
কিন্তু লেনা ইনস্টাগ্রামেই অকপট সত্যিটা উগরে দিলেন৷ লিখলেন, 'আমি তো ভালো মা হতে পারব না৷ পর্ন ফিল্মে তো আমি ইরোটিক মায়ের রোলে থাকি৷' এরপরেই একজন কমেন্ট করেছেন, 'ওই বাচ্চাটাকে নিয়ে ভাবছি৷ বড় হলে ওর যে হার করবে তুমি!'
কিন্তু লেনা ইনস্টাগ্রামেই অকপট সত্যিটা উগরে দিলেন৷ লিখলেন, 'আমি তো ভালো মা হতে পারব না৷ পর্ন ফিল্মে তো আমি ইরোটিক মায়ের রোলে থাকি৷' এরপরেই একজন কমেন্ট করেছেন, 'ওই বাচ্চাটাকে নিয়ে ভাবছি৷ বড় হলে ওর যে হার করবে তুমি!'
advertisement
4/5
বেশ কিছু এরকম কমেন্টের পরেই মুখ খোলেন লেনা৷ লিখলেন, 'আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে সেক্স করেছি৷ এটা ঠিক নয় বোধ হয়৷ এটাকে শ্যুট করে বিক্রি করলে ভালো হত৷ আসলে পৃথিবীটা এখনও ওতটা এগোতে পারেনি৷ একজন এমআইএলএফ পর্নস্টার মা হলে মেনে নিতে পারে না লোকে৷ কিন্তু আমি দেখেছি, প্রচুর যৌনকর্মী খুব ভালো মা৷'
বেশ কিছু এরকম কমেন্টের পরেই মুখ খোলেন লেনা৷ লিখলেন, 'আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে সেক্স করেছি৷ এটা ঠিক নয় বোধ হয়৷ এটাকে শ্যুট করে বিক্রি করলে ভালো হত৷ আসলে পৃথিবীটা এখনও ওতটা এগোতে পারেনি৷ একজন এমআইএলএফ পর্নস্টার মা হলে মেনে নিতে পারে না লোকে৷ কিন্তু আমি দেখেছি, প্রচুর যৌনকর্মী খুব ভালো মা৷'
advertisement
5/5
এর বেশি কিছু লেখেননি তিনি৷ কারণ, যতই লিখুন, সমাজের মন বদলাতে পারবেন না৷ তাই লিখেছেন, 'জানি বাজে বকছি৷ কারণ এদের মনোভাব কখনওই বদলাতে পারব না৷ কারণ আমি জানি, আমি একজন ভালো মা হতে চলেছি৷'
এর বেশি কিছু লেখেননি তিনি৷ কারণ, যতই লিখুন, সমাজের মন বদলাতে পারবেন না৷ তাই লিখেছেন, 'জানি বাজে বকছি৷ কারণ এদের মনোভাব কখনওই বদলাতে পারব না৷ কারণ আমি জানি, আমি একজন ভালো মা হতে চলেছি৷'
advertisement
advertisement
advertisement