Hoichoi Webseries 2026: নতুন বছরেই কনটেন্টের মহাযজ্ঞ! থ্রিল, রহস্য, নারীর লড়াই-২০২৬-এ হইচইয়ে কী কী আসছে?

Last Updated:
Hoichoi Webseries 2026: ২০২৬ সালের শুরুতেই জমজমাট কনটেন্টের পসরা সাজিয়ে ফেলল বাংলার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই (Hoichoi)। এই তালিকায় রয়েছে দর্শকপ্রিয় ৬টি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন সিজন এবং ৬টি একেবারে নতুন মৌলিক গল্প।
1/14
২০২৬ সালের শুরুতেই জমজমাট কনটেন্টের পসরা সাজিয়ে ফেলল বাংলার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই (Hoichoi)। এই তালিকায় রয়েছে দর্শকপ্রিয় ৬টি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন সিজন এবং ৬টি একেবারে নতুন মৌলিক গল্প।
২০২৬ সালের শুরুতেই জমজমাট কনটেন্টের পসরা সাজিয়ে ফেলল বাংলার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই (Hoichoi)। এই তালিকায় রয়েছে দর্শকপ্রিয় ৬টি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন সিজন এবং ৬টি একেবারে নতুন মৌলিক গল্প।
advertisement
2/14
থ্রিলার, সামাজিক বাস্তবতাভিত্তিক গল্প, লোককথা থেকে অনুপ্রাণিত কাহিনি থেকে শুরু করে অনুসন্ধানমূলক ড্রামা—সব মিলিয়ে ২০২৬-এর কনটেন্ট স্লেট যে বৈচিত্র্য ও গভীরতায় ভরপুর, তা বলাই বাহুল্য। বাংলা ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের কথা মাথায় রেখেই এই সিরিজগুলির পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়েছে।
থ্রিলার, সামাজিক বাস্তবতাভিত্তিক গল্প, লোককথা থেকে অনুপ্রাণিত কাহিনি থেকে শুরু করে অনুসন্ধানমূলক ড্রামা—সব মিলিয়ে ২০২৬-এর কনটেন্ট স্লেট যে বৈচিত্র্য ও গভীরতায় ভরপুর, তা বলাই বাহুল্য। বাংলা ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের কথা মাথায় রেখেই এই সিরিজগুলির পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
3/14
ফিরছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলি২০২৬ সালে হইচইয়ে ফিরছে একাধিক দর্শকপ্রিয় সিরিজ—

কালরাত্রি ২ (স্ট্রিমিং ৯ জানুয়ারি থেকে)
পরিচালক: অয়ন চক্রবর্তী | অভিনয়ে: সৌমিতৃষা
ফিরছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলি২০২৬ সালে হইচইয়ে ফিরছে একাধিক দর্শকপ্রিয় সিরিজ—কালরাত্রি ২ (স্ট্রিমিং ৯ জানুয়ারি থেকে)পরিচালক: অয়ন চক্রবর্তী | অভিনয়ে: সৌমিতৃষা
advertisement
4/14
নিকষ ছায়া ২ (স্ট্রিমিং ২৩ জানুয়ারি থেকে)পরিচালক: সায়ন্তন ঘোষাল | অভিনয়ে: চিরঞ্জিৎ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বোস
নিকষ ছায়া ২ (স্ট্রিমিং ২৩ জানুয়ারি থেকে)পরিচালক: সায়ন্তন ঘোষাল | অভিনয়ে: চিরঞ্জিৎ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বোস
advertisement
5/14
মন্টু পাইলট ৩পরিচালক: দেবালয় ভট্টাচার্য | অভিনয়ে: সৌরভ দাস, সোলাঙ্কি রায়
মন্টু পাইলট ৩পরিচালক: দেবালয় ভট্টাচার্য | অভিনয়ে: সৌরভ দাস, সোলাঙ্কি রায়
advertisement
6/14
এখন বাবু: পুরুলিয়া-এ-পাকড়াওপরিচালক: জয়দীপ মুখোপাধ্যায় | অভিনয়ে: অনির্বাণ চক্রবর্তী
এখন বাবু: পুরুলিয়া-এ-পাকড়াওপরিচালক: জয়দীপ মুখোপাধ্যায় | অভিনয়ে: অনির্বাণ চক্রবর্তী
advertisement
7/14
অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩পরিচালক: জয়দীপ মুখোপাধ্যায় | অভিনয়ে: ঋত্বিক চক্রবর্তী
অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩পরিচালক: জয়দীপ মুখোপাধ্যায় | অভিনয়ে: ঋত্বিক চক্রবর্তী
advertisement
8/14
বীরাঙ্গনা ২পরিচালক: নির্ঝর মিত্র | অভিনয়ে: সন্দীপ্তা সেন
বীরাঙ্গনা ২পরিচালক: নির্ঝর মিত্র | অভিনয়ে: সন্দীপ্তা সেন
advertisement
9/14
নতুন গল্পেও ভরসা হইচইয়েরএছাড়াও ছয়টি নতুন অরিজিনাল সিরিজ নিয়ে আসছে হইচই—

আদালত ও একটি মেয়ে
পরিচালক: কমলেশ্বর মুখোপাধ্যায় | অভিনয়ে: কৌশানি মুখোপাধ্যায়
নতুন গল্পেও ভরসা হইচইয়েরএছাড়াও ছয়টি নতুন অরিজিনাল সিরিজ নিয়ে আসছে হইচই—আদালত ও একটি মেয়েপরিচালক: কমলেশ্বর মুখোপাধ্যায় | অভিনয়ে: কৌশানি মুখোপাধ্যায়
advertisement
10/14
ঠাকুমার ঝুলিপরিচালক: অয়ন চক্রবর্তী | অভিনয়ে: শ্রাবন্তী চট্টোপাধ্যায়
ঠাকুমার ঝুলিপরিচালক: অয়ন চক্রবর্তী | অভিনয়ে: শ্রাবন্তী চট্টোপাধ্যায়
advertisement
11/14
রক্তফলকপরিচালক: পরমব্রত চট্টোপাধ্যায় | অভিনয়ে: শাশ্বত চট্টোপাধ্যায়
রক্তফলকপরিচালক: পরমব্রত চট্টোপাধ্যায় | অভিনয়ে: শাশ্বত চট্টোপাধ্যায়
advertisement
12/14
কুইন্সপরিচালক: নির্ঝর মিত্র | অভিনয়ে: মিমি চক্রবর্তী
কুইন্সপরিচালক: নির্ঝর মিত্র | অভিনয়ে: মিমি চক্রবর্তী
advertisement
13/14
গোয়েন্দা আদিত্য মজুমদারপরিচালক: অরিত্র সেন | অভিনয়ে: পরমব্রত চট্টোপাধ্যায়
গোয়েন্দা আদিত্য মজুমদারপরিচালক: অরিত্র সেন | অভিনয়ে: পরমব্রত চট্টোপাধ্যায়
advertisement
14/14
কুহেলিপরিচালক: অদিতি রায় | অভিনয়ে: ঋদ্ধিমা ঘোষ, সুস্মিতা দে, অঙ্গনা রায়
কুহেলিপরিচালক: অদিতি রায় | অভিনয়ে: ঋদ্ধিমা ঘোষ, সুস্মিতা দে, অঙ্গনা রায়
advertisement
advertisement
advertisement