‘তুমিই আমার মা, তুমিই আমার বাবা’, হিরণের দ্বিতীয় বিয়ের পরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট কন্যা নিয়াসার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এই সব কিছুর মাঝে কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন হিরণের কন্যা নিয়াসা চট্টোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে মা অনিন্দিতা পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন নিয়াসা। নিয়াসা লেখেন, “বহুদিন হল আমরা দু’জনেই আছি। ভালবাসা দিয়ে প্রতিটা ভূমিকা পালন করছ তুমি। তুমিই আমার মা, তুমিই বাবা। তুমি আমার পথপ্রদর্শক। সবকিছুর জন্য ধন্যবাদ। তুমিই আমার হিরো মা।”
advertisement
advertisement
মারাত্মক অভিযোগ করেন হিরণের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা। জানান, '২০০০ সালে বিয়ে হয়েছে। গত বছর ২৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু আইনত কোনও ডিভোর্স হয়নি এবং ডিভোর্সের মামলাও চলছে না। সেক্ষেত্রে প্রথম স্ত্রী থাকতে আইন অনুযায়ী কী করে হিরণ আরেকবার বিয়ে করেন?' তাদের ১৯ বছরের একটা মেয়ে রয়েছে। মেয়ের থেকে দ্বিতীয় স্ত্রী মাত্র দুই বছরের বড়।
advertisement
এই সব কিছুর মাঝে কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন হিরণের কন্যা নিয়াসা চট্টোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে মা অনিন্দিতা পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন নিয়াসা। নিয়াসা লেখেন, “বহুদিন হল আমরা দু’জনেই আছি। ভালবাসা দিয়ে প্রতিটা ভূমিকা পালন করছ তুমি। তুমিই আমার মা, তুমিই বাবা। তুমি আমার পথপ্রদর্শক। সবকিছুর জন্য ধন্যবাদ। তুমিই আমার হিরো মা।”
advertisement
advertisement
গত লোকসভা নির্বাচনে ঘাটালে দেবের কাছে পরাজয়ের পর হিরণকে রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি। তবে এটাও ঠিক, তিনি যে নতুন সম্পর্কে আছেন, তাও ঘুণাক্ষরে জানা যায়নি। তাঁর স্ত্রীর অভিযোগ, হিরণ মাঝেমধ্যে তার প্রথম স্ত্রীর আবাসনে মেয়ের সঙ্গে দেখা করতে আসেন কিন্তু তারা দুজনেই আলাদা থাকেন। অনিন্দিতা জানিয়েছেন, তুমূল মানসিক অশান্তির মধ্যে দিয়ে তিনি এবং তার মেয়ে যাচ্ছেন। হিরণ তাদের নানাভাবে মানসিক অত্যাচার করেছে। আপাতত তিনি আইনি বিচ্ছেদের বিষয়ে ভাবছেন না। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তারপর ডিভোর্সের মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
advertisement






