সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী হিনা খান৷ (Image: Instagram) সবুজ সালোয়ার স্যুটে বেশ সুন্দর দেখাচ্ছিল তাঁকে৷ (Image: Instagram) এরপর তিনি বেছে নিয়েছিলেন প্রিন্টেড সারারা৷. (Image: Instagram) লাল বরাবরই তাঁর প্রিয়৷ আর ফ্যাশন নিয়ে তিনি এতটাই সচেতন যে, যেকোনও পোশাকই তাঁর সৌন্দর্যকে অন্য মাত্রা দেয়৷ (Image: Instagram) সবুজ সালওয়ারে ভক্তদের মন জয় করলেন বিগবসের বিজেতা৷ (Image: Instagram) সাদা ও সোনালী ল্যাহেঙ্গায় পবিত্র ইদকে আরও সুন্দর করে তুললেন ইয়ে রিশতা ক্যাহেলাতা হ্যায়ের নায়িকা৷ (Image: Instagram) নীল ল্যাহেঙ্গায় তিনি অপরূপা৷ (Image: Instagram) চিকনকারী কুর্তায় তাঁর স্নিগ্ধতা ও আভিজাত্য বেড়ে গিয়েছে কয়েকগুণ৷ (Image: Instagram) টাই-ডাই শাড়িকে যেন অন্য মাত্রা দিয়েছেন হিনা৷ (Image: Instagram) শাড়িতে তিনি বরাবরই মানানসই৷. (Image: Instagram)