‘ভাল কিছু আসতে চলেছে জীবনে’; কেমোথেরাপির দাগ দেখিয়ে আচমকা কেন এমন ইঙ্গিত দিলেন হিনা খান?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Hina Khan Life: সম্প্রতি একটি নতুন ছবিতে নিজের ঘাড়ে কেমোথেরাপির দাগ ভাগ করে নিলেন হিনা। ছবিতে হাস্যোজ্জ্বল অভিনেত্রীকে ভারি মিষ্টি দেখাচ্ছে।
কঠিন সময় পার করছেন টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। কিন্তু এই প্রতিকূল মুহূর্তেও ইতিবাচক থাকার চেষ্টা করছেন তিনি। বিভিন্ন ভাবে ভক্তদেরও মনের জোর বাড়াচ্ছেন ‘ইয়ে রিশতা ক্যয়া কহেলতা হ্যায়’-এর ‘অক্ষরা’। সম্প্রতি একটি নতুন ছবিতে নিজের ঘাড়ে কেমোথেরাপির দাগ ভাগ করে নিলেন হিনা। ছবিতে হাস্যোজ্জ্বল অভিনেত্রীকে ভারি মিষ্টি দেখাচ্ছে। তাঁর চোখেমুখে আতঙ্কের লেশমাত্র নেই। একটি ছবি দিয়ে হিনা যেন বার্তা দিলেন যে, তাঁর জীবনে ভাল কিছু আসতে চলেছে।
advertisement
advertisement
সাম্প্রতিক কালে হিনা খান জানিয়েছিলেন যে, তিনি স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। আবার সম্প্রতি কোকিলাবেন হাসপাতালের হাউজকিপিং ডিপার্টমেন্টের তরফে হিনার জন্য একটি আবেগঘন নোটও শেয়ার করা হয়েছে। সেখানে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হাতে লেখা সেই নোটের ছবিও ভাগ করে নিয়েছেন খোদ অভিনেত্রী। ব্যাখ্যা করে বলেন যে, এই ধরনের বিষয়গুলি কীভাবে এই সময় তাঁর মনোবল বাড়াচ্ছে এবং তাঁকে উৎসাহ দিচ্ছে!
advertisement
advertisement
এর আগে ক্যানসারের চিকিৎসার যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন হিনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, “অবিরত যন্ত্রণার মধ্যে রয়েছি। হ্যাঁ সব সময়… প্রত্যেকটা মুহূর্তে। মানুষটা হাসছেন? কিন্তু তা-ও যন্ত্রণার মধ্যেই। মানুষটা প্রকাশ করছেন না? কিন্তু তিনি যন্ত্রণার মধ্যেই রয়েছেন। মানুষটা বলছেন, আমি ঠিক আছি.. কিন্তু তবুও তিনি যন্ত্রণার মধ্যে দিয়েই যাচ্ছেন।” তবে এই রোগযন্ত্রণার মুহূর্তেও নিজের কাজ থামাননি হিনা। বরং চিকিৎসার পাশাপাশি চুটিয়ে শ্যুটিংও করে চলেছেন অভিনেত্রী।