শাহিদ কাপুরের অভিনয় করা প্রথম ওয়েব সিরিজ 'ফারজি' নিয়ে উন্মাদনা তুঙ্গে সকলের। সিরিজের গল্প হচ্ছে এক সামান্য চিত্রশিল্পী থেকে গোটা দেশের জাল নোটের কারবারিদের অন্যতম হয়ে ওঠা। সামান্য চিত্রশিল্পী যে জাল নোটের নকশা হুবহু বানিয়ে কীভাবে বোকা বানাতে পারে দেশের গোয়েন্দাদের, তা এই ওয়েব সিরিজের কাহিনিতে প্রতিটি মোড়ে মোড়ে আছে।