নেহা কক্করের আজ বিশেষ দিন, আজ যে গায়িকার ৩৪তম জন্মদিন
2/ 8
বাবার সঙ্গে নেহা কক্কর। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের অত্যন্ত সাধারণ একটা মেয়ে ছিলেন নেহা। অভাব-অভিযোগের মধ্য দিয়েই কেটেছে ছোটবেলা
3/ 8
নেহা কক্করের জন্ম ১৯৮৮ সালে ৬ জুন উত্তরপ্রদেশের ঋষিকেশে। প্লেব্যাক সিঙ্গার সনু কক্করের ছোট বোন তিনি। তাঁদের একটা ভাইও রয়েছে, নাম টনি কক্কর। টনিও গায়ক।
4/ 8
প্রচুর অভাব-অনটন ছিল নেহাদের সংসারে। ঋষিকেশে একটা এক কামরার ঘরে ভাড়া থাকতেন তাঁরা... বাবা-মা আর তিন ভাইবোন
5/ 8
নেহার বাবা ছিলেন শিঙাড়া বিক্রেতা। তাঁর দিদি, সনু কক্কর যে কলেজে পড়তেন, তার গেটের বাইরেই শিঙাড়া নিয়ে বসতেন তাঁদের বাবা। এ নিয়ে বন্ধুবান্ধবেরা হাসাহাসিও করতেন।
6/ 8
সনু, নেহা আর টনি- তিন ভাইবোনই উৎসবের সময় মন্দিরে ভজন গাইতেন। পরিবর্তে তাঁরা ৫০ টাকা করে পেতেন। বাড়ি ফিরে সেই টাকা তাঁরা মায়ের হাতে তুলে দিতেন।
7/ 8
পরে তাঁরা ঋষিকেশ থেকে দিল্লি চলে আসেন, সেখানে নিউ হলি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন নেহা। মাত্র ৪ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন তিনি
8/ 8
নেহার গায়িকা হয়ে ওঠার জার্নি শুরু হয়েছিল একাদশ শ্রেণি থেকে। তখন ইন্ডিয়ান আইডল সিজন ২-এর প্রতিযোগী বাছাই চলছিল। খবর পেয়ে সেটে চলে যান নেহা। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে যান বিচারকেরা। সিজন ২-এর প্রতিযোগী হিসাবে নির্বাচিত হয়ে যান।