Jaya Bachchan: স্বামীর জন্য নিজের কেরিয়ার জলাঞ্জলি দিয়েছেন, সংসার-সন্তান সামলেছেন, মায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে শুভেচ্ছা অভিনেতা ছেলের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Happy Birthday Jaya Bachchan: স্বামীর সঙ্গে অন্য নায়িকার সম্পর্কের মধ্যেও নিজেকে সামলেছেন৷ সন্তানদের মুখের দিকে চেয়ে শক্ত হাত সংসারে মন দিয়েছেন৷
৯ এপ্রিল নিজের জন্মদিন পালন করছেন জয়া বচ্চন৷ স্বামী-সন্তান, নাতি-নাতনিদের নিয়ে সুখের সময় কাটাচ্ছেন বচ্চন ঘরণী৷ স্বামীর জন্য তিনি নিজের কেরিয়ার হাসি মুখে ত্যাগ করেছিলেন৷ শক্ত হাতে সামলেছিলেন সংসার-সন্তান৷ অভিনয়ের জন্য অমিতাভের ব্যস্ততা কোনওভাবে ছাপ ফেলতে দেয়নি তাঁদের সংসারে৷ এখন জয়া সফল মা, সফল দিদা-ঠাকুমা৷ বচ্চন পরিবারের তিনিই শেষ কথা৷
advertisement
advertisement
কারণ অমিতাভ বচ্চনকে বিয়ের পর, বচ্চনের ঘর সামলাতে অভিনয়কে দূরে সরিয়ে দেন জয়া৷ জয়া ছিলেন অত্যন্ত প্রতিভাশালী৷ ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার থেকে স্নাতক জয়া তাঁর সময়ের নামী অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন৷ অভিনয় থেকে সরে না গিয়ে নিজের কেরিয়ার অন্যভাবে সাজাতে পারতেন জয়া৷ কিন্তু নিজেকে কাজের থেকে দূরে রেখে তিনি সামলেছেন সংসার৷ সন্তানদের বড় করেছেন৷ বচ্চন পরিবারকে শক্ত হাতে এক করে রেখেছেন তিনি৷ এমনকী অমিতাভ-রেখার রোম্যান্সের গুঞ্জনকে পাত্তা না দিয়ে তিনি মন দিয়েছেন অভিষেক-শ্বেতার দিকে৷
advertisement
advertisement
advertisement
স্ত্রীর জন্মদিনে স্বামী অমিতাভ সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেছেন৷ তিনি লিখেছেন, 'এই দিনে আমরা তোমাকে শুভকামনা জানাই... পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং ভালবাসা...'। তিনি আরও লিখেছেন, 'এটি আরেকটি পরিবারের জন্মের সকাল, যার কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই। আজ আমার সঙ্গীর জন্মদিন এবং আমি তার জন্য প্রাপ্ত সমস্ত শুভেচ্ছার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাঝরাতে পুরো পরিবার জড়ো হব।
advertisement
সত্যজিৎ রায়ের 'মহানগর' ছবি দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন জয়া বচ্চন। তখন জয়ার বয়স ছিল মাত্র ১৫ বছর। এরপর বলিউডের ছবিতে কাজ করেন। 'গুড্ডি' থেকে ইদানিং 'রকি অর রানি কি প্রেম কাহানি' পর্যন্ত বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের জুটি বাস্তব জীবনের পাশাপাশি পর্দায়ও খুব জনপ্রিয়। 'অভিমান', 'শোলে', 'জাঞ্জির' এবং 'কভি খুশি কখনো গম' সহ বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন। আজও ভক্তরা তাদের একসঙ্গে ছবিতে দেখতে আগ্রহী।
advertisement
advertisement
চলচ্চিত্রের পর এখন রাজনীতিতেও সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী। তিনি সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য। রাজ্যসভার সদস্য হিসেবে এটি তার পঞ্চম মেয়াদ। এ ছাড়া জয়া বচ্চন প্রায়ই তাঁর মন্তব্য নিয়ে আলোচনায় আসেন। সাম্প্রতিক সময়ে, তাকে তার নাতনী নভ্যা নাভেলি নন্দার পডকাস্টে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে।