Satyajit Ray Birth Anniversary: সত্যজিতের নারীরা কেন এত প্রাসঙ্গিক? জন্মবার্ষিকীতে ফিরে দেখা কিংবদন্তীর কালজয়ী সৃষ্টিকে

Last Updated:
Satyajit Ray Birth Anniversary: ২ রা মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। তাঁর সিনেমার নারী চরিত্ররাও আজও জীবন্ত এবং একইরকম উজ্জ্বল। কিংবদন্তীর কালজয়ী সৃষ্টি আজও সকলের মনে গাথা।
1/5
চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র যিনি গোটা চলচ্চিত্র  তো বটেই এমনকী পুরো ভারতীয় সিনেমার প্রেক্ষাপটকেই বদলে দিয়েছিলেন।  এক বাঙালি কিংবদন্তি যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ  চলচ্চিত্রকার, তিনি হলেন সত্যজিৎ রায় ৷২ রা মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী।
চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র যিনি গোটা চলচ্চিত্র তো বটেই এমনকী পুরো ভারতীয় সিনেমার প্রেক্ষাপটকেই বদলে দিয়েছিলেন। এক বাঙালি কিংবদন্তি যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার, তিনি হলেন সত্যজিৎ রায় ৷২ রা মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী।
advertisement
2/5
ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন সত্যজিৎ রায়। তাঁর কাজ নিয়ে চর্চার শেষ নেই। আসলে তাঁর প্রতিটা কাজই অনুপ্রেরণা জোগায়। তাঁর সিনেমার নারী চরিত্ররাও আজও জীবন্ত এবং একইরকম উজ্জ্বল। কিংবদন্তীর কালজয়ী সৃষ্টি আজও সকলের মনে গাথা৷
ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন সত্যজিৎ রায়। তাঁর কাজ নিয়ে চর্চার শেষ নেই। আসলে তাঁর প্রতিটা কাজই অনুপ্রেরণা জোগায়। তাঁর সিনেমার নারী চরিত্ররাও আজও জীবন্ত এবং একইরকম উজ্জ্বল। কিংবদন্তীর কালজয়ী সৃষ্টি আজও সকলের মনে গাথা৷
advertisement
3/5
সত্যজিৎ রায় এই নামটাই যেন যথেষ্ঠ। তাকে নিয়ে যতটা বলা হবে ততই যেন কম হবে।  বাঙালি শুধু নয়, গোটা বিশ্ববাসীর কাছে তিনি জনপ্রিয়। তার প্রতিটা সিনেমার পিছনেই রয়েছে কোনও না কোনও ইতিহাস। তেমনই একটি কালজয়ী সিনেমা হল 'পথের পাঁচালী'। পরিচালক ভিত্তোরিও ডি সিকা-র 'দ্য বাইসাইকেল থিভস' দেখেই 'পথের পাঁচালী' তৈরি করার সিদ্ধান্ত নেন। আর এই  সিনেমা  ভারতীয় সিনেমার প্রেক্ষাপটকেই বদলে দিয়েছিল।
সত্যজিৎ রায় এই নামটাই যেন যথেষ্ঠ। তাকে নিয়ে যতটা বলা হবে ততই যেন কম হবে। বাঙালি শুধু নয়, গোটা বিশ্ববাসীর কাছে তিনি জনপ্রিয়। তার প্রতিটা সিনেমার পিছনেই রয়েছে কোনও না কোনও ইতিহাস। তেমনই একটি কালজয়ী সিনেমা হল 'পথের পাঁচালী'। পরিচালক ভিত্তোরিও ডি সিকা-র 'দ্য বাইসাইকেল থিভস' দেখেই 'পথের পাঁচালী' তৈরি করার সিদ্ধান্ত নেন। আর এই সিনেমা ভারতীয় সিনেমার প্রেক্ষাপটকেই বদলে দিয়েছিল।
advertisement
4/5
সত্যজিৎ রায়ের সিনেমা মানেই নারী চরিত্রদের অস্বীকার করা যায় না৷ কখনও মাধবী মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন প্রতিটা চরিত্রগুলো আজও সকলের মণিকোঠায় উজ্জ্বল৷
সত্যজিৎ রায়ের সিনেমা মানেই নারী চরিত্রদের অস্বীকার করা যায় না৷ কখনও মাধবী মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন প্রতিটা চরিত্রগুলো আজও সকলের মণিকোঠায় উজ্জ্বল৷
advertisement
5/5
একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতার পাশাপাশি, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, লেখক, গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও তিনি গোটা বিশ্বে পরিচিত। সর্ব গুণে সম্পন্ন মানুষটি আজও সকলের মণিকোঠায় উজ্জ্বল ।
একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতার পাশাপাশি, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, লেখক, গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও তিনি গোটা বিশ্বে পরিচিত। সর্ব গুণে সম্পন্ন মানুষটি আজও সকলের মণিকোঠায় উজ্জ্বল ।
advertisement
advertisement
advertisement