Satyajit Ray Birth Anniversary: সত্যজিতের নারীরা কেন এত প্রাসঙ্গিক? জন্মবার্ষিকীতে ফিরে দেখা কিংবদন্তীর কালজয়ী সৃষ্টিকে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Satyajit Ray Birth Anniversary: ২ রা মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। তাঁর সিনেমার নারী চরিত্ররাও আজও জীবন্ত এবং একইরকম উজ্জ্বল। কিংবদন্তীর কালজয়ী সৃষ্টি আজও সকলের মনে গাথা।
advertisement
advertisement
সত্যজিৎ রায় এই নামটাই যেন যথেষ্ঠ। তাকে নিয়ে যতটা বলা হবে ততই যেন কম হবে। বাঙালি শুধু নয়, গোটা বিশ্ববাসীর কাছে তিনি জনপ্রিয়। তার প্রতিটা সিনেমার পিছনেই রয়েছে কোনও না কোনও ইতিহাস। তেমনই একটি কালজয়ী সিনেমা হল 'পথের পাঁচালী'। পরিচালক ভিত্তোরিও ডি সিকা-র 'দ্য বাইসাইকেল থিভস' দেখেই 'পথের পাঁচালী' তৈরি করার সিদ্ধান্ত নেন। আর এই সিনেমা ভারতীয় সিনেমার প্রেক্ষাপটকেই বদলে দিয়েছিল।
advertisement
advertisement