সত্যজিৎ রায় এই নামটাই যেন যথেষ্ঠ। তাকে নিয়ে যতটা বলা হবে ততই যেন কম হবে। বাঙালি শুধু নয়, গোটা বিশ্ববাসীর কাছে তিনি জনপ্রিয়। তার প্রতিটা সিনেমার পিছনেই রয়েছে কোনও না কোনও ইতিহাস। তেমনই একটি কালজয়ী সিনেমা হল 'পথের পাঁচালী'। পরিচালক ভিত্তোরিও ডি সিকা-র 'দ্য বাইসাইকেল থিভস' দেখেই 'পথের পাঁচালী' তৈরি করার সিদ্ধান্ত নেন। আর এই সিনেমা ভারতীয় সিনেমার প্রেক্ষাপটকেই বদলে দিয়েছিল।