Hansika Motwani-Sohael Kathuriya: যে বান্ধবীর বিয়ে খেয়েছিলেন, তাঁরই স্বামীকে বিয়ে হনসিকার! এবার বিস্ফোরক নায়িকা
- Published by:Teesta Barman
Last Updated:
Hansika Motwani-Sohael Kathuriya: বিয়ের পরেই শোনা গিয়েছিল, যে বান্ধবীর বিয়ে খেতে গিয়েছিলেন, তাঁর প্রাক্তন স্বামীকে ‘চুরি’ করেছেন হংসিকা। সেই সোহেল কাঠুরিয়াকেই বিয়ে করেছেন তিনি। গত সপ্তাহেই গাঁটছড়া বেঁধেছেন ঘটা করে।
advertisement
advertisement
হংসিকার কথায় জানা গেল, সোহেল তাঁর দাদার বন্ধু। বাকি যা যা বলা হচ্ছে, তা মিথ্যে এবং লোকে বাড়িয়ে বলছে বলে অভিযোগ করেন তিনি। দাদার বন্ধু বলে অনেকদিন ধরেই সোহেলের সঙ্গে তাঁর বন্ধুত্ব। হংসিকার কথায়, ‘‘চিরকাল ও আমার আশপাশেই ছিল। তবে হ্যাঁ, আমরা এর আগে অন্যান্য অনেকের সঙ্গে প্রেম করেছি। কিন্তু আমি আর সোহেল চিরকালই খুব ভাল বন্ধু ছিলাম।’’
advertisement
advertisement
সোহেলের কথায়, ‘‘খবরে বলা হয়েছে, আমার বিচ্ছেদ হয়েছে হংসিকার জন্য। কিন্তু তা সম্পূর্ণ মিথ্য এবং ভিত্তিহীন।’’ জয়পুরের মান্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে গাঁটছড়া বেঁধেছেন ‘শাকা লাকা বুম বুম’-এর অভিনেত্রী। পেশায় ব্যবসায়ী সোহেল প্যারিসে আইফেট টাওয়ারের নীচে প্রোপোজ করেছিলেন হংসিকাকে। তার পরেই ধুমধাম করে বিয়ে।