Salman Khan: এলোপাথাড়ি গুলি সলমনের বাড়ির বাইরে, সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড! আবারও কি তবে খুনের চেষ্টা? তদন্তে পুলিশ

Last Updated:
Salman Khan: বলিউডের ভাইজান সলমন খানের মুম্বইয়ের বাড়ির বাইরে ভয়ঙ্কর কাণ্ড৷ গ্যালাক্সির বাইরে শোনা গেল এলোপাথাড়ি গুলির শব্দ৷ ঘটনা জানাজানি হতেই বিরাট আতঙ্ক শুরু হয়েছে৷
1/7
বলিউডের ভাইজান সলমন খানের মুম্বইয়ের বাড়ির বাইরে ভয়ঙ্কর কাণ্ড৷ গ্যালাক্সির বাইরে শোনা গেল এলোপাথাড়ি গুলির শব্দ৷ ঘটনা জানাজানি হতেই বিরাট আতঙ্ক শুরু হয়েছে৷
বলিউডের ভাইজান সলমন খানের মুম্বইয়ের বাড়ির বাইরে ভয়ঙ্কর কাণ্ড৷ গ্যালাক্সির বাইরে শোনা গেল এলোপাথাড়ি গুলির শব্দ৷ ঘটনা জানাজানি হতেই বিরাট আতঙ্ক শুরু হয়েছে৷
advertisement
2/7
রবিবার সকাল ৫ টায় মোটরসাইকেল করে এক ব্যক্তি বান্দ্রায় সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সেখান থেকে  পালিয়ে যায়৷ তারপরই ধুন্ধুমার শুরু হয়৷
রবিবার সকাল ৫ টায় মোটরসাইকেল করে এক ব্যক্তি বান্দ্রায় সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সেখান থেকে পালিয়ে যায়৷ তারপরই ধুন্ধুমার শুরু হয়৷
advertisement
3/7
কে এই ব্যক্তি? কী উদ্দেশ্য নিয়ে সলমন খানের বাড়ির বাইরে গুলি ছুড়ে পালিয়ে গেলেন ওই ব্যক্তি তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ৷ এবং ওই ব্যক্তিকেও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে৷
কে এই ব্যক্তি? কী উদ্দেশ্য নিয়ে সলমন খানের বাড়ির বাইরে গুলি ছুড়ে পালিয়ে গেলেন ওই ব্যক্তি তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ৷ এবং ওই ব্যক্তিকেও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে৷
advertisement
4/7
বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চার থেকে চিন্তায় পড়েছেন ভক্তরা ৷  এর আগেও একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন ভাইজান৷
বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চার থেকে চিন্তায় পড়েছেন ভক্তরা ৷ এর আগেও একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন ভাইজান৷
advertisement
5/7
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রারের  নজরে রয়েছেন সলমন খান৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ৷  ফের আবারও নতুন বিপদ সলমন খানের জীবনে৷ তা নিয়েই চিন্তা বাড়ছে ভক্তদের৷
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রারের নজরে রয়েছেন সলমন খান৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ৷ ফের আবারও নতুন বিপদ সলমন খানের জীবনে৷ তা নিয়েই চিন্তা বাড়ছে ভক্তদের৷
advertisement
6/7
দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে। যে কোনও সময়েই খুন হয়ে যেতে পারেন সলমন খান। সলমনের বান্দ্রার বাড়ির ওপরও চলছিল নিয়মিত নজরদারি। এমনকী রেইকি পর্যন্তও করা হয়েছিল সলমনের বাড়িতে। কোথায়, কখন যাচ্ছেন, কে কখন আসছে ভাইজানের বাড়িতে সবকিছুর উপরই চলছে কড়া নজরদারি। কড়া নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করেন ভাইজান৷
দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে। যে কোনও সময়েই খুন হয়ে যেতে পারেন সলমন খান। সলমনের বান্দ্রার বাড়ির ওপরও চলছিল নিয়মিত নজরদারি। এমনকী রেইকি পর্যন্তও করা হয়েছিল সলমনের বাড়িতে। কোথায়, কখন যাচ্ছেন, কে কখন আসছে ভাইজানের বাড়িতে সবকিছুর উপরই চলছে কড়া নজরদারি। কড়া নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করেন ভাইজান৷
advertisement
7/7
সলমনের এই বুলেটপ্রুফ গাড়িতে বি৬ কিংবা বি৭ স্তরের সুরক্ষা রয়েছে ৷  বি৬ ব্যালিস্টিক সুরক্ষার জন্য দারুণ কার্যকরী৷ যেটি একটি ৪১ মিমি পুরু কাচের উচ্চ-ক্ষমতা সম্পন্ন রাইফেল থেকে গুলি ছুটলেও ভিতরে থাকা গাড়ির যাত্রীদের রক্ষা করতে পারে৷ এবং বি৭ ও ৭৮ মিমি পুরু কাঁচের বেষ্টনীতে মোড়া৷ জানা গিয়েছে, সলমনের আগের টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০-এর থেকেও অনেক বেশি নিরাপত্তায় মোড়া৷ আপাতত কড়া নিরাপত্তার মধ্যেই রয়েছেন সলমন খান৷ সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
সলমনের এই বুলেটপ্রুফ গাড়িতে বি৬ কিংবা বি৭ স্তরের সুরক্ষা রয়েছে ৷ বি৬ ব্যালিস্টিক সুরক্ষার জন্য দারুণ কার্যকরী৷ যেটি একটি ৪১ মিমি পুরু কাচের উচ্চ-ক্ষমতা সম্পন্ন রাইফেল থেকে গুলি ছুটলেও ভিতরে থাকা গাড়ির যাত্রীদের রক্ষা করতে পারে৷ এবং বি৭ ও ৭৮ মিমি পুরু কাঁচের বেষ্টনীতে মোড়া৷ জানা গিয়েছে, সলমনের আগের টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০-এর থেকেও অনেক বেশি নিরাপত্তায় মোড়া৷ আপাতত কড়া নিরাপত্তার মধ্যেই রয়েছেন সলমন খান৷ সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
advertisement
advertisement
advertisement