কখনও তিনি মা, কখনও প্রেমিকা আবার কখনও স্ত্রী! এই এক অভিনেত্রী বদলে দিয়েছিলেন নায়কের ধসে যাওয়া ক্যারিয়ার!

Last Updated:
Guess the Celebrity: ফলে ভক্তদের মধ্যেও কমেছে এই তেলুগু অভিনেতার জনপ্রিয়তা। একটা সময় কিছু হিট ছবি দিলেও বিগত দশ বছর ধরে তাঁর কেরিয়ার গ্রাফ নিম্নমুখী। 
1/7
তেলুগু ছবির দুনিয়ার ‘মাস মহারাজা’ হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা রবি তেজা। যদিও এখন তাঁর উন্মাদনা অবশ্য কমে গিয়েছে। ফলে ভক্তদের মধ্যেও কমেছে এই তেলুগু অভিনেতার জনপ্রিয়তা। একটা সময় কিছু হিট ছবি দিলেও বিগত দশ বছর ধরে তাঁর কেরিয়ার গ্রাফ নিম্নমুখী।
তেলুগু ছবির দুনিয়ার ‘মাস মহারাজা’ (mass Maharaja) হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা রবি তেজা। যদিও এখন তাঁর উন্মাদনা অবশ্য কমে গিয়েছে। ফলে ভক্তদের মধ্যেও কমেছে এই তেলুগু অভিনেতার জনপ্রিয়তা। একটা সময় কিছু হিট ছবি দিলেও বিগত দশ বছর ধরে তাঁর কেরিয়ার গ্রাফ নিম্নমুখী।
advertisement
2/7
‘ক্র্যাক’ এবং ‘ধামাকা’-র মতো ১-২টো হিট ছবি দিয়েছেন রবি তেজা। কিন্তু একের পর এক ফ্লপ ছবির কারণে দর্শকরা অভিনেতার হিট ছবিগুলির কথা পর্যন্ত ভুলে গিয়েছেন। আসলে এর একটা বড় কারণ হল রবি তেজার অসুস্থতা। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, চলতি বছর ডান হাতে মাসল টিয়ার হয়েছে তাঁর। ফলে সার্জারি হয়েছে তাঁর। এমনকী চিকিৎসরা ৬ সপ্তাহের বেড রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
‘ক্র্যাক’ এবং ‘ধামাকা’-র মতো ১-২টো হিট ছবি দিয়েছেন রবি তেজা। কিন্তু একের পর এক ফ্লপ ছবির কারণে দর্শকরা অভিনেতার হিট ছবিগুলির কথা পর্যন্ত ভুলে গিয়েছেন। আসলে এর একটা বড় কারণ হল রবি তেজার অসুস্থতা। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, চলতি বছর ডান হাতে মাসল টিয়ার হয়েছে তাঁর। ফলে সার্জারি হয়েছে তাঁর। এমনকী চিকিৎসরা ৬ সপ্তাহের বেড রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
advertisement
3/7
যাইহোক, আপাতত রবি তেজার একটা দুর্ধর্ষ হিট ছবির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা। ফলে একটা হিট ছবি দিলেই আবারও জনপ্রিয়তার শিখরে উঠে যাবেন অভিনেতা। তবে আজ রবি তেজার কেরিয়ারের এমন এক তারকা অভিনেত্রীর বিষয়ে কথা বলা যাক, যিনি একই সঙ্গে অভিনেতার প্রেমিকা, স্ত্রী এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু কে সেই তারকা অভিনেত্রী?
যাইহোক, আপাতত রবি তেজার একটা দুর্ধর্ষ হিট ছবির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা। ফলে একটা হিট ছবি দিলেই আবারও জনপ্রিয়তার শিখরে উঠে যাবেন অভিনেতা। তবে আজ রবি তেজার কেরিয়ারের এমন এক তারকা অভিনেত্রীর বিষয়ে কথা বলা যাক, যিনি একই সঙ্গে অভিনেতার প্রেমিকা, স্ত্রী এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু কে সেই তারকা অভিনেত্রী?
advertisement
4/7
এই অভিনেত্রী আর কেউ নয়, তিনি হলেন শ্রুতি হাসান। অসাধারণ সৌন্দর্য এবং দক্ষ অভিনয়ের জোরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। রবি তেজার বিপরীতে শ্রুতি তিনটি আলাদা আলাদা ছবিতে কাজ করেছেন। আর প্রতিটি ছবিতে শ্রুতি রবি তেজার বিপরীতে আলাদা আলাদা ভূমিকায় অভিনয় করেছেন। কোনও ছবিতে মা, তো আবার কোনও ছবিতে স্ত্রী কিংবা প্রেমিকা।
এই অভিনেত্রী আর কেউ নয়, তিনি হলেন শ্রুতি হাসান। অসাধারণ সৌন্দর্য এবং দক্ষ অভিনয়ের জোরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। রবি তেজার বিপরীতে শ্রুতি তিনটি আলাদা আলাদা ছবিতে কাজ করেছেন। আর প্রতিটি ছবিতে শ্রুতি রবি তেজার বিপরীতে আলাদা আলাদা ভূমিকায় অভিনয় করেছেন। কোনও ছবিতে মা, তো আবার কোনও ছবিতে স্ত্রী কিংবা প্রেমিকা।
advertisement
5/7
এবার প্রথমেই আসা যাক ‘বালুপু’ ছবির প্রসঙ্গে। গোপীচাঁদ মালিনেনি পরিচালিত এই ছবিতে শ্রুতি হাসানের পাশাপাশি রয়েছেন অঞ্জলিও। অ্যাকশন কমেডি এই ছবিতে প্রেমিক-প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল রবি তেজা এবং শ্রুতি হাসানকে। বাণিজ্যিক ভাবে এই ছবিটি বাম্পার হিট হয়েছিল।
এবার প্রথমেই আসা যাক ‘বালুপু’ ছবির প্রসঙ্গে। গোপীচাঁদ মালিনেনি পরিচালিত এই ছবিতে শ্রুতি হাসানের পাশাপাশি রয়েছেন অঞ্জলিও। অ্যাকশন কমেডি এই ছবিতে প্রেমিক-প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল রবি তেজা এবং শ্রুতি হাসানকে। বাণিজ্যিক ভাবে এই ছবিটি বাম্পার হিট হয়েছিল।
advertisement
6/7
এরপরের তালিকায় রয়েছে ‘ক্র্যাক’। করোনা অতিমারীর প্রথম ঢেউয়ের পরে মুক্তি পেয়েছিল ছবিটি। সেখানে অবশ্য সম্পূর্ণ অন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শ্রুতি হাসান এবং রবি তেজা। আসলে এই ‘ক্র্যাক’ ছবিতে রবির স্ত্রী-র ভূমিকায় দেখা গিয়েছিল শ্রুতিকে।
এরপরের তালিকায় রয়েছে ‘ক্র্যাক’। করোনা অতিমারীর প্রথম ঢেউয়ের পরে মুক্তি পেয়েছিল ছবিটি। সেখানে অবশ্য সম্পূর্ণ অন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শ্রুতি হাসান এবং রবি তেজা। আসলে এই ‘ক্র্যাক’ ছবিতে রবির স্ত্রী-র ভূমিকায় দেখা গিয়েছিল শ্রুতিকে।
advertisement
7/7
এখানেই শেষ নয়, তারপরেও রবি তেজার কেরিয়ার গ্রাফ নিম্নমুখীই ছিল। কিন্তু আচমকাই আরও একবার উপরে উঠতে দেখা যায় অভিনেতার কেরিয়ার গ্রাফ। কারণ তৃতীয় বারের জন্য একই ছবিতে দেখা গিয়েছিল রবি তেজা এবং শ্রুতিকে। আর সেই ছবিটি হল ‘ওয়ালটেয়ার বীরাইয়া’। সেখানে অবশ্য নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল সুপারস্টার চিরঞ্জীবীকে।
এখানেই শেষ নয়, তারপরেও রবি তেজার কেরিয়ার গ্রাফ নিম্নমুখীই ছিল। কিন্তু আচমকাই আরও একবার উপরে উঠতে দেখা যায় অভিনেতার কেরিয়ার গ্রাফ। কারণ তৃতীয় বারের জন্য একই ছবিতে দেখা গিয়েছিল রবি তেজা এবং শ্রুতিকে। আর সেই ছবিটি হল ‘ওয়ালটেয়ার বীরাইয়া’। সেখানে অবশ্য নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল সুপারস্টার চিরঞ্জীবীকে।
advertisement
advertisement
advertisement