Bollywood Actress: বন্ধ ঘরে স্বামীর অত‍্যাচার! ১ বছরেই বিয়ে যেন দু:স্বপ্ন! চোখে আঘাত, ক্ষতবিক্ষত, নায়িকার জীবন হার মানায় সিনেমাকেও, চিনতে পারছেন?

Last Updated:
Bollywood Actress: বলিউড কাঁপিয়েছেন নায়িকা। অপরূপ সৌন্দর্য, অসাধারণ নাচ, সাহসী অভিনয়ে তিনি ছিলেন অন‍্যদের চেয়ে খানিক আলাদা। তবে সফল নায়িকার ব‍্যক্তিগত জীবন ছিল বহু যন্ত্রণায় ভরা।
1/13
একসময় হিন্দি সিনেমার সাহসী অভিনেত্রীদের তালিকায় তিনি ছিলেন অন‍্যতম। বলিউড কাঁপিয়েছেন নায়িকা। অপরূপ সৌন্দর্য, অসাধারণ নাচ, সাহসী অভিনয়ে তিনি ছিলেন অন‍্যদের চেয়ে খানিক আলাদা। তবে সফল নায়িকার ব‍্যক্তিগত জীবন ছিল বহু ক্ষত-বিক্ষতে ভরা।
একসময় হিন্দি সিনেমার সাহসী অভিনেত্রীদের তালিকায় তিনি ছিলেন অন‍্যতম। বলিউড কাঁপিয়েছেন নায়িকা। অপরূপ সৌন্দর্য, অসাধারণ নাচ, সাহসী অভিনয়ে তিনি ছিলেন অন‍্যদের চেয়ে খানিক আলাদা। তবে সফল নায়িকার ব‍্যক্তিগত জীবন ছিল বহু যন্ত্রণায় ভরা।
advertisement
2/13
নায়িকার জীবন একসময় চর্চার কেন্দ্র হয়ে উঠেছিল। তিনি জিনাত আমান। ৭০ থেকে ৮০-র দশকে পর্দায় বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন জিনাত। ‘দম মারো দম’-এর ছন্দে আজও কোমর দোলায় আট থেকে আশি।
নায়িকার জীবন একসময় চর্চার কেন্দ্র হয়ে উঠেছিল। তিনি জিনাত আমান। ৭০ থেকে ৮০-র দশকে পর্দায় বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন জিনাত। ‘দম মারো দম’-এর ছন্দে আজও কোমর দোলায় আট থেকে আশি।
advertisement
3/13
সেকালের অন‍্যান‍্য নায়িকাদের ভিড়েও বলিউডে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন জিনাত। তাঁর পোশাক থেকে নাচ, অভিনয়, সবই ছিল চর্চার কেন্দ্রে। এহেন বলি অভিনেত্রীর ব‍্যক্তিগত জীবন নিয়েও ভক্তকুলের আগ্রহ ছিল প্রবল।
সেকালের অন‍্যান‍্য নায়িকাদের ভিড়েও বলিউডে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন জিনাত। তাঁর পোশাক থেকে নাচ, অভিনয়, সবই ছিল চর্চার কেন্দ্রে। এহেন বলি অভিনেত্রীর ব‍্যক্তিগত জীবন নিয়েও ভক্তকুলের আগ্রহ ছিল প্রবল।
advertisement
4/13
বলিউডে তিনি সফল হলেও ব‍্যক্তিগত জীবন কিন্ত মোটেই খুব সুখের ছিল জিনাতের। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন মাজহার খানকে বিয়ে করেন নায়িকা।
বলিউডে তিনি সফল হলেও ব‍্যক্তিগত জীবন কিন্ত মোটেই খুব সুখের ছিল জিনাতের। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন মাজহার খানকে বিয়ে করেন নায়িকা।
advertisement
5/13
তবে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সমস‍্যা শুরু হয়। চিড় ধরে দু'জনের সম্পর্কে। সবার বিরুদ্ধে গিয়েই মাজহারকে বিয়ে করেছিলেন জিনাত। ভালবাসায় ভরা সংসার পরিণত হয়েছিল রাতের দু:স্বপ্নে।
তবে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সমস‍্যা শুরু হয়। চিড় ধরে দু'জনের সম্পর্কে। সবার বিরুদ্ধে গিয়েই মাজহারকে বিয়ে করেছিলেন জিনাত। ভালবাসায় ভরা সংসার পরিণত হয়েছিল রাতের দু:স্বপ্নে।
advertisement
6/13
সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাত্‍কারে জিনাত জানিয়েছিলেন, বিয়ের এক বছরের মধ‍্যেই তিনি বুঝতে পারেন, বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল।
সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাত্‍কারে জিনাত জানিয়েছিলেন, বিয়ের এক বছরের মধ‍্যেই তিনি বুঝতে পারেন, বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল।
advertisement
7/13
খুব তাড়াতাড়ি জিনাত বুঝতে পারেন তাঁকে ঠকাচ্ছেন স্বামী মাজহার। অন‍্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মাজহার। অবিশ্বাসের প্রবেশ ভালবাসায়। ধরল ফাটল। একটি ম‍্যাগাজিনে দেওয়া সাক্ষাত্‍কারে স্বামীর প্রতারণার কথা নিজেই বলেছিলেন জিনাত। তবে চিড় ধরা সম্পর্ককেই ১২ বছর টিকিয়ে রেখেছিলেন জিনাত।
খুব তাড়াতাড়ি জিনাত বুঝতে পারেন তাঁকে ঠকাচ্ছেন স্বামী মাজহার। অন‍্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মাজহার। অবিশ্বাসের প্রবেশ ভালবাসায়। ধরল ফাটল। একটি ম‍্যাগাজিনে দেওয়া সাক্ষাত্‍কারে স্বামীর প্রতারণার কথা নিজেই বলেছিলেন জিনাত। তবে চিড় ধরা সম্পর্ককেই ১২ বছর টিকিয়ে রেখেছিলেন জিনাত।
advertisement
8/13
জিনাত বলেন, 'যখন আমার ছেলের জন্ম হয়, আমি ভেবেছিলাম এই বিয়েটা শেষ করা উচিত। আমরা এই বিষয়েও আলোচনা করেছি, কিন্তু তারপর আমি ভাবলাম যে আমার সন্তানের সুযোগ পাওয়া উচিত, তাই আমি বিবাহ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি থেমে যাইনি এবং চলে যাইনি, এই সম্পর্কের উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করেছি।’’
জিনাত বলেন, 'যখন আমার ছেলের জন্ম হয়, আমি ভেবেছিলাম এই বিয়েটা শেষ করা উচিত। আমরা এই বিষয়েও আলোচনা করেছি, কিন্তু তারপর আমি ভাবলাম যে আমার সন্তানের সুযোগ পাওয়া উচিত, তাই আমি বিবাহ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি থেমে যাইনি এবং চলে যাইনি, এই সম্পর্কের উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করেছি।’’
advertisement
9/13
জিনাত আরও জানিয়েছিলেন, 'আমার ছোট ছেলের বয়স যখন পাঁচ বছর হল, আমি কাজ করার কথা ভাবি, কিন্তু তার আগেই মাজহার অসুস্থ হয়ে পড়ে। এর পরে, আমি পাঁচ বছর ধরে তার স্বাস্থ্য এবং জীবনের জন্য সংগ্রাম করেছি, সেটা খুব কঠিন সময় ছিল।’’
জিনাত আরও জানিয়েছিলেন, 'আমার ছোট ছেলের বয়স যখন পাঁচ বছর হল, আমি কাজ করার কথা ভাবি, কিন্তু তার আগেই মাজহার অসুস্থ হয়ে পড়ে। এর পরে, আমি পাঁচ বছর ধরে তার স্বাস্থ্য এবং জীবনের জন্য সংগ্রাম করেছি, সেটা খুব কঠিন সময় ছিল।’’
advertisement
10/13
কঠিন সময়ের কথা জানিয়ে জিনাত বলেছিলেন, ‘‘এমনকি বিদেশে গিয়েছিলাম এবং সেরা ডাক্তার খুঁজেছি। মাজহারের সমস‍্যার সমাধান হল। সবকিছু ঠিকঠাকও হয়ে গিয়েছিল। কিন্ত আমার উপর এর বড় প্রভাব পড়েছিল।
কঠিন সময়ের কথা জানিয়ে জিনাত বলেছিলেন, ‘‘এমনকি বিদেশে গিয়েছিলাম এবং সেরা ডাক্তার খুঁজেছি। মাজহারের সমস‍্যার সমাধান হল। সবকিছু ঠিকঠাকও হয়ে গিয়েছিল। কিন্ত আমার উপর এর বড় প্রভাব পড়েছিল।
advertisement
11/13
জিনাতের কথায়,‘‘মানসিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। ১২ বছর ধরে আমার এমন কেউ ছিল না যে আমাকে জিজ্ঞেস করে, 'কেমন আছো?'’’
জিনাতের কথায়,‘‘মানসিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। ১২ বছর ধরে আমার এমন কেউ ছিল না যে আমাকে জিজ্ঞেস করে, 'কেমন আছো?'’’
advertisement
12/13
অবশ‍্য মাজহারের আগে জিনাত বিয়ে করেছিলেন সঞ্জয় খানকে। তাঁর সঙ্গে বিয়েও টেকেনি জিনাতের। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, জিনাতকে রীতিমতো শারীরিক অত‍্যাচার করতেন সঞ্জয়।
অবশ‍্য মাজহারের আগে জিনাত বিয়ে করেছিলেন সঞ্জয় খানকে। তাঁর সঙ্গে বিয়েও টেকেনি জিনাতের। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, জিনাতকে রীতিমতো শারীরিক অত‍্যাচার করতেন সঞ্জয়।
advertisement
13/13
পিপিংমুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, একবার সঞ্জয় খান একটি হোটেলে পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন এবং জিনাত যখন এটি জানতে পারেন, তখন তিনি তাকে খুঁজতে সেখানে যান। এর পর সঞ্জয় খান তাকে একটি ঘরে টেনে নিয়ে মারধর করেন। সঞ্জয় খানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন জিনাত আমান।
পিপিংমুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, একবার সঞ্জয় খান একটি হোটেলে পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন এবং জিনাত যখন এটি জানতে পারেন, তখন তিনি তাকে খুঁজতে সেখানে যান। এর পর সঞ্জয় খান তাকে একটি ঘরে টেনে নিয়ে মারধর করেন। সঞ্জয় খানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন জিনাত আমান।
advertisement
advertisement
advertisement