Guess the Actress: ছবির এই খুদেকে চিনতে পারছেন? বলিউড কাঁপিয়েছেন অজয়-অক্ষয়ের নায়িকা, বলুন তো কে

Last Updated:
ছবিতে ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বলিউড তো বটেই দক্ষিণী ইন্ডাস্ট্রিরও জনপ্রিয় মুখ এই খুদে। এখন যদিও তিনি আর খুুদেটি নেই। তাঁকে চেনার জন্য কয়েকটি সূত্র দেওয়া যাক।
1/5
ছবিতে ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বলিউড তো বটেই দক্ষিণী ইন্ডাস্ট্রিরও জনপ্রিয় মুখ এই খুদে। এখন যদিও তিনি আর খুুদেটি নেই। তাঁকে চেনার জন্য কয়েকটি সূত্র দেওয়া যাক।
ছবিতে ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বলিউড তো বটেই দক্ষিণী ইন্ডাস্ট্রিরও জনপ্রিয় মুখ এই খুদে। এখন যদিও তিনি আর খুুদেটি নেই। তাঁকে চেনার জন্য কয়েকটি সূত্র দেওয়া যাক।
advertisement
2/5
বক্স অফিসে তাঁর ছবি মানেই হিট। অজয় দেবগণের সঙ্গে একটি ব্লকবাস্টার ছবি করতেই ঘুরে যায় কেরিয়ারের অভিমুখ। শুধু তা-ই নয়। 'আরআরআর'-এর পরিচালক এস এস রাজামৌলির সঙ্গেও কাজ করেছেন তিনি।
বক্স অফিসে তাঁর ছবি মানেই হিট। অজয় দেবগণের সঙ্গে একটি ব্লকবাস্টার ছবি করতেই ঘুরে যায় কেরিয়ারের অভিমুখ। শুধু তা-ই নয়। 'আরআরআর'-এর পরিচালক এস এস রাজামৌলির সঙ্গেও কাজ করেছেন তিনি।
advertisement
3/5
ছবির এই খুদের অভিনয়ে হাতেখড়ি কিন্তু হয়েছিল বলিউডের হাত ধরেই। ২০০৪ সালে বিবেক ওবেরয় এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত 'কিঁউ! হো গয়া না'-ছবিতে প্রথম অভিনয় করেছিলেন  তিনি।
ছবির এই খুদের অভিনয়ে হাতেখড়ি কিন্তু হয়েছিল বলিউডের হাত ধরেই। ২০০৪ সালে বিবেক ওবেরয় এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত 'কিঁউ! হো গয়া না'-ছবিতে প্রথম অভিনয় করেছিলেন তিনি।
advertisement
4/5
রাম চরণ, অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গেও সফল ছবি করেছেন এই নায়িকা। প্রথম ছবি সফল না হলেও পরবর্তীতে হিট ছবির অভাব হয়নি এই নায়িকার।
রাম চরণ, অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গেও সফল ছবি করেছেন এই নায়িকা। প্রথম ছবি সফল না হলেও পরবর্তীতে হিট ছবির অভাব হয়নি এই নায়িকার।
advertisement
5/5
এত ক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। ছবির এই খুদেটি কাজল আগরওয়াল। দক্ষিণী ইন্ডাস্ট্রি তথা বলিউডের জনপ্রিয় অভিনেতা। 'স্পেশ্যাল ২৬', 'মগধীরা', 'মার্সাল'-এর ছবি রয়েছে তাঁর ঝুলিতে।
এত ক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। ছবির এই খুদেটি কাজল আগরওয়াল। দক্ষিণী ইন্ডাস্ট্রি তথা বলিউডের জনপ্রিয় অভিনেতা। 'স্পেশ্যাল ২৬', 'মগধীরা', 'মার্সাল'-এর ছবি রয়েছে তাঁর ঝুলিতে।
advertisement
advertisement
advertisement