ভক্তদের চোখের মণি কিন্তু স্বামীর হাতে খেতেন মার, হট অভিনেত্রীর যন্ত্রণাময় প্রেমগাঁথা
Last Updated:
তিনি হট ৷ সাতের দশকে এমন বোল্ড অভিনেত্রী কমই ছিলেন ৷ তিনি স্ক্রিনে আসলেই চড়তো উষ্ণতার পারদ ৷ পোশাকেও ছিল আধুনিকতার ছোঁয়া ৷ বিকিনি হোক বা শর্ট ড্রেস তিনি ছিল সবেতেই স্বচ্ছন্দ ৷ তাই অন্যধারার অভিনেত্রীদের তিনি পথিকৃত ৷ সেই জিনাত আমনের জন্মদিনে রইল শুভেচ্ছা ৷ ৬৮-এ পা দিলেন বলি সুন্দরী ৷ জীবেন অনেক ভালবাসা পেয়েছেন ৷ কিন্তু বাস্তবে এই ভালবাসাই তাঁকে সারা জীবন দুঃখ দিয়ে এসেছে ৷ জন্মদিনে ফিরে দেখা জিনাত আমনের যন্ত্রণাময় প্রেমগাঁথা ৷ Photo Collected
advertisement
তখন তিনি স্ক্রিনে ঝড় তুলেছেন ৷ প্রথম সারির নায়িকা ৷ জীবনে এলেন সঞ্জয় খান ৷ ১৯৭০-এ আব্দুল্লাহ ছবি থেকেই তাঁদের আলাপ ৷ এই সুপুরুষের প্রেমে পড়লেন জিনাত ৷ শোনা যায় যে তাঁরা নাকি বিয়েও করেছিলেন ৷ যদিও তাজ হোটেলের একটি পার্টিতে সঞ্জয় ভীষণ অপমান করেন জিনাতকে ৷ সঞ্জয়ের স্ত্রী তাঁকে জিনাতের থেকে দূরত্ব বজায় রাখর জন্য চাপ দিতে থাকেন ৷ নিজেরে সরিয়ে আনেন জিনাত ৷ ভেঙে যায় সঞ্জয়-জিনাত প্রেম ৷ Photo Collected
advertisement
advertisement
advertisement