হোম » ছবি » বিনোদন » বলি নায়িকার সঙ্গে সাংবাদিকের দুরন্ত প্রেম, গোপন করতে চাইলেও খবর হল ফাঁস!
বলি নায়িকার সঙ্গে সাংবাদিকের দুরন্ত প্রেম, গোপন করতে চাইলেও খবর হল ফাঁস!
Bangla Editor
1/ 7
নামী নায়িকা৷ একটু অন্য ধরণের ছবি করতেই দেখা যায় তাঁকে৷ সাহসী তিনি৷ সম্পর্কের ক্ষেত্রেও একইভাবে সাহসী তিনি৷
2/ 7
বেশ কিছু ছবিতে সাহসী অভিনয় করছেন স্বরা৷ ভিরে দি ওয়েডিং ছবিতে তাঁর হস্তমৈথুনের ছবি নিয়ে বেশ চর্চা হয়েছে৷ তবে তিনি জানিয়েছেন যে অভিনয়ের জন্য কোনও ছুৎমার্গ নেই তাঁর৷
3/ 7
এছাড়াও আনারকলি অব আরাহ ছবিতে বেশ সাহসী দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে৷
4/ 7
তবে আপাতত তিনি মন দেওয়া নেওয়ার মজেছেন৷ প্রেম ভেঙেছে কিছুদিন আগেই৷ আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন নায়িকা৷ এবারের বয়ফ্রেন্ড আবার সাংবাদিক! নিজেরা খবর গোপন করতে চাইলেও, দু’জনের প্রেম চোখে পড়ছে সকলেরই৷
5/ 7
রাঞ্ঝনা না বা ভিরে দি ওয়েডিং ছবির নায়িকা স্বরা ভাস্কর এখন চুটিয়ে প্রেম করছেন সাংবাদিক রঘু করনাডের সঙ্গে৷ যিনি প্রয়াত নাট্যকার গিরিশ কারনাডের পুত্র৷ সাংবাদিকতা ছাড়াও তিনি লেখক৷
6/ 7
বেশকিছু ছবি একসঙ্গে দেখতে গিয়েছেন এরা দু’জনে৷ ছবি দেখতে যাওয়ার পর তারা একসঙ্গে ডিনারে গিয়েছেন৷
7/ 7
এখন একসঙ্গে সময় কাটাচ্ছেন স্বরা ও রঘু৷ নিজেদের ভাল বন্ধু বলে পরিচয় দিচ্ছেন ঠিকই, কিন্তু তাঁদের এই বন্ধুত্ব দিনদিন গাঢ় হচ্ছে বলেই জানাচ্ছেন তাদের কাছের মানুষরা৷