Dilip Kumar Hospitalized: নিঃশ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

Last Updated:
মুম্বইয়ের খারে হিন্দুজা হাসপাতালে (Mumbai’s Khar Hinduja hospital) ভর্তি হলেন দিলীপ (Dilip Kumar)৷ বয়েস জনিত সমস্যা ছিলই, তার সঙ্গে যুক্ত হয়েছে নিঃশ্বাসের সমস্যা৷
1/5
•বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার হাসপাতালে ভর্তি৷ রবিবার তাঁকে মুম্বইয়ের খারে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসক জলিল পারকর৷
•বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার হাসপাতালে ভর্তি৷ রবিবার তাঁকে মুম্বইয়ের খারে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসক জলিল পারকর৷
advertisement
2/5
•৯৮ বছরের অভিনেতার বয়স জনিত সমস্যা ছিল৷ অনেক দিন ধরেই ভুগছেন তিনি৷ করোনার সময় তাঁকে পুরোপুরি আইসোলেশনে রাখা হয়েছিল৷ জানিয়েছিলেন স্ত্রী সায়রা বানু৷
•৯৮ বছরের অভিনেতার বয়স জনিত সমস্যা ছিল৷ অনেক দিন ধরেই ভুগছেন তিনি৷ করোনার সময় তাঁকে পুরোপুরি আইসোলেশনে রাখা হয়েছিল৷ জানিয়েছিলেন স্ত্রী সায়রা বানু৷
advertisement
3/5
•গত মাসে এই একই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় নিয়মমাফিক চেকআপের জন্য৷ যদিও সমস্যা শারীরির পরীক্ষানিরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়৷
•গত মাসে এই একই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় নিয়মমাফিক চেকআপের জন্য৷ যদিও সমস্যা শারীরির পরীক্ষানিরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়৷
advertisement
4/5
•গত বছর তাঁর দুই ভাইয়ের মৃত্যু হয়৷ আসলম খান এবং ইশান খান করোনা আক্রান্ত হয়ে মারা যান৷
•গত বছর তাঁর দুই ভাইয়ের মৃত্যু হয়৷ আসলম খান এবং ইশান খান করোনা আক্রান্ত হয়ে মারা যান৷
advertisement
5/5
•তিনি বলিউডের জীবিত কিংবদন্তী৷ ১৯৪৪-এ জোয়ার ভাটা ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি৷ প্রচুর জনপ্রিয় ও ক্ল্যাসিক ছবি উপহার দিয়েছেন দর্শকদের৷ কোহিনুর, মুঘল-এ-আজম, দেবদাস, নয়া দৌড়, রাম অউর শ্যামের মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে৷ ১৯৯৮-এ তাঁকে শেষ দেখা গিয়েছে হিন্দি ছবি কিলা-তে৷
•তিনি বলিউডের জীবিত কিংবদন্তী৷ ১৯৪৪-এ জোয়ার ভাটা ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি৷ প্রচুর জনপ্রিয় ও ক্ল্যাসিক ছবি উপহার দিয়েছেন দর্শকদের৷ কোহিনুর, মুঘল-এ-আজম, দেবদাস, নয়া দৌড়, রাম অউর শ্যামের মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে৷ ১৯৯৮-এ তাঁকে শেষ দেখা গিয়েছে হিন্দি ছবি কিলা-তে৷
advertisement
advertisement
advertisement