শ্রীদেবীর দুই মেয়ের মধ্যে চুলোচুলি! খুশির সৌন্দর্যে তীব্র ভাবে জ্বলছেন জাহ্নবী কাপুর, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
শ্রীদেবীর দুই মেয়ের সৌন্দর্য আপাতত বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে
বনি কাপুর (Bony Kapoor) ও শ্রীদেবীর (Younger daughter of Sridevi) ছোট মেয়ে খুশি কাপুর কবে সিনেমায় এন্ট্রি নেবেন তা পরিষ্কার নয় ৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ারের সংখ্যা মোটেই কম নয় ৷ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন খুশি কাপুর ৷ মাঝে মধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি ৷ সম্প্রতি খুশি তাঁর গ্ল্যামারে পরিপূর্ণ বেশ কিছু ছবি শেয়ার করেছেন যা দেখে বড় বোন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) হয়ত চ্যালেঞ্জের মুখে পড়বেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement
জাহ্নবী-খুশির ছোট কাকা সঞ্জয় কাপুর (Sanjay Kapoor) ও তাঁর স্ত্রী মহিপ কাপুর ছবিগুলি দেখে খুশির প্রশংসা করেছে ৷ শানায়া কাপুর খুশির ছবি দেখে লিখেছেন 'Wooooooowoooooo' খুশির সব থেকে প্রিয় বন্ধু লিখেছেন নব্যা নবেলি নন্দা লিখেছেন 'Oh okayyyyy'. আলিয়া কাশ্যপ লিখেছেন, কেমন আছো? ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement
advertisement