এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) ৷ টিভি শো থেকে বলিউড সেলিব্রিটিরা একে একে পৌঁছেছেন প্রয়াত অভিনেতাকে শেষ চোখের দেখা দেখতে ৷ এরই মাঝে সিদ্ধার্থ শুক্লার কথিত গার্লফ্রেন্ড শাহনাজ গিল (Shenaaz Gill) ও ভাই শাহজাদ বাদেশা তাঁর বাড়িতে পৌঁছেছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ও বিগ বস ১৩ (Bigg Boss 13 winner)-এর বিজায়ী সিদ্ধার্থ শুক্লা আজ অর্থাৎ ২ সেপ্টেম্বর ২০২১ (September 02, 2021) বৃহস্পতিবার (Thursday) হৃদরোগে আক্রাম্ত হয়ে প্রয়াত হয়েছেন (Siddhartha Shukla Died by Heart Attack) ৷ সিদ্ধার্থ শুক্লা বলিউডের অন্যতম উঠতি তারকা ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷