বাংলাদেশি অভিনেত্রীর গলায় মালা দিলেন ঋষি কৌশিক, ছবি ভাইরাল বাংলাদেশি মিডিয়ায়

Last Updated:
মুচমুচে গসিপের তাজা ছবির অ্যালবাম!
1/7
Tollywood-র সিরিয়াল দুনিয়ার  অন‍্যতম পপুলার মুখ  ঋষি কৌশিক। বেশ কয়েক বছর ধরে  অত‍্যন্ত জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।  স্টার জলসার সুপারহিট সিরিয়াল ‘ইষ্টি কুটুম’ এ অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন তিনি।  সে সময় তাঁর পরিচিতিই হয়েছিল বাহার স্বামী হিসেবে৷ Photo- Instagram
Tollywood-র সিরিয়াল দুনিয়ার অন‍্যতম পপুলার মুখ ঋষি কৌশিক। বেশ কয়েক বছর ধরে অত‍্যন্ত জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। স্টার জলসার সুপারহিট সিরিয়াল ‘ইষ্টি কুটুম’ এ অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন তিনি। সে সময় তাঁর পরিচিতিই হয়েছিল বাহার স্বামী হিসেবে৷ Photo- Instagram
advertisement
2/7
 ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকেও দুর্দান্ত অভিনয় নজর কেড়েছিল৷ প্রধানত শান্ত স্বভাবের ছেলের চরিত্রেই অভিনয় করেন ঋষি কৌশিক৷ আর তাই একদম ঘরের ছেলে ইমেজেই ঘরে ঘরে পৌঁছেছেন ঋষি৷ Photo- Instagram
‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকেও দুর্দান্ত অভিনয় নজর কেড়েছিল৷ প্রধানত শান্ত স্বভাবের ছেলের চরিত্রেই অভিনয় করেন ঋষি কৌশিক৷ আর তাই একদম ঘরের ছেলে ইমেজেই ঘরে ঘরে পৌঁছেছেন ঋষি৷ Photo- Instagram
advertisement
3/7
এই মুহূর্তে সিনেমা ও ছোট পর্দার তারকা অভিনেত্রী পার্নোর সঙ্গেও তাঁর অভিনীত ধারাবহিক কোড়াপাখি রমরমিয়ে চলছে৷ Photo- Instagram
এই মুহূর্তে সিনেমা ও ছোট পর্দার তারকা অভিনেত্রী পার্নোর সঙ্গেও তাঁর অভিনীত ধারাবহিক কোড়াপাখি রমরমিয়ে চলছে৷ Photo- Instagram
advertisement
4/7
এই অবস্থায় কী হল যে এরকম জনপ্রিয় ও হিট তারকাকে লুকিয়ে বিয়ে সেরে ফেলতে হল বাংলাদেশে গিয়ে৷  Photo- Instagram
এই অবস্থায় কী হল যে এরকম জনপ্রিয় ও হিট তারকাকে লুকিয়ে বিয়ে সেরে ফেলতে হল বাংলাদেশে গিয়ে৷ Photo- Instagram
advertisement
5/7
তবে কি এবার বাংলাদেশি অভিনেত্রী সাফা কবির কলকাতার ঋষি কৌশিককে বিয়ে করেছেন? হ্যাঁ, ছবি দেখে এমনটাই মনে হবে সবার। Photo- Instagram
তবে কি এবার বাংলাদেশি অভিনেত্রী সাফা কবির কলকাতার ঋষি কৌশিককে বিয়ে করেছেন? হ্যাঁ, ছবি দেখে এমনটাই মনে হবে সবার। Photo- Instagram
advertisement
6/7
কলকাতার এই ঋষি এবার কাজ করলেন বাংলাদেশের নাটকে।কারণ যে সিরিয়াল গুলির জন্য তিনি এপার বাংলায় পপুলার সেই একইভাবে পদ্মাপাড়েও তাঁর জনপ্রিয়তা খুবই৷ Photo- Instagram
কলকাতার এই ঋষি এবার কাজ করলেন বাংলাদেশের নাটকে।কারণ যে সিরিয়াল গুলির জন্য তিনি এপার বাংলায় পপুলার সেই একইভাবে পদ্মাপাড়েও তাঁর জনপ্রিয়তা খুবই৷ Photo- Instagram
advertisement
7/7
তাই তিনি নায়ক হিসেবে জুটি বেঁধেছেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে। নাটকের নাম ‘চিলেকোঠার ভালোবাসা’। আফরিন জামান লীনার রচনা ও রাকেশ বসুর পরিচালনায় এর কাজ  চলছে এখন৷ তাই সেই নাটকের দৃশ্য অভিনয়ের সূত্রেই সাফার গলায় মালা দিলেন ঋষি কৌশিক৷ Photo- Instagram
তাই তিনি নায়ক হিসেবে জুটি বেঁধেছেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে। নাটকের নাম ‘চিলেকোঠার ভালোবাসা’। আফরিন জামান লীনার রচনা ও রাকেশ বসুর পরিচালনায় এর কাজ চলছে এখন৷ তাই সেই নাটকের দৃশ্য অভিনয়ের সূত্রেই সাফার গলায় মালা দিলেন ঋষি কৌশিক৷ Photo- Instagram
advertisement
advertisement
advertisement