প্রিয়াঙ্কা নয়, এমন বুক খোলা পোশাক পরেছিলেন এই অভিনেত্রী, ২০ বছর আগেই! দেখুন ছবি...

Last Updated:
শরীরের ওপরভাগে যেন কাপড় নেই, সেই ফ্যাশনও চুরি হল...
1/11
প্রিয়াঙ্কার ছবি দেখে এত মাতামাতি করছেন সকলে৷ কিন্তু এই অভিনেত্রীকে দেখলে কী বলবেন?
প্রিয়াঙ্কার ছবি দেখে এত মাতামাতি করছেন সকলে৷ কিন্তু এই অভিনেত্রীকে দেখলে কী বলবেন?
advertisement
2/11
ইনি জেনিফার লোপেজ৷ হলিউডের খ্যাতনামা অভিনেত্রী, গায়িক৷ দেখুন তার পোশাক৷
ইনি জেনিফার লোপেজ৷ হলিউডের খ্যাতনামা অভিনেত্রী, গায়িক৷ দেখুন তার পোশাক৷
advertisement
3/11
২০০০-এ গ্র্যামি অ্যাওয়ার্ডে তিনি পরেছিলেন এই পোশাক৷
২০০০-এ গ্র্যামি অ্যাওয়ার্ডে তিনি পরেছিলেন এই পোশাক৷
advertisement
4/11
কুড়ি বছর পর সেই পোশাকের রেপ্লিকা দেখা গেল প্রিয়াঙ্কার শরীরে৷
কুড়ি বছর পর সেই পোশাকের রেপ্লিকা দেখা গেল প্রিয়াঙ্কার শরীরে৷
advertisement
5/11
জেনিফাররে পোশারে যেন হুবহু নকল করলেন পিগি চপস৷
জেনিফাররে পোশারে যেন হুবহু নকল করলেন পিগি চপস৷
advertisement
6/11
২০০০ গ্র্যামি অ্যাওয়ার্ডের সন্ধায় এভাবে সকলকে তাক লাগিয়েছিলেন জেনিফার৷ সাহসী পোশাক বললেও যেন কম বলা চলে৷
২০০০ গ্র্যামি অ্যাওয়ার্ডের সন্ধায় এভাবে সকলকে তাক লাগিয়েছিলেন জেনিফার৷ সাহসী পোশাক বললেও যেন কম বলা চলে৷
advertisement
7/11
একইভাবে ২০২০-র গ্র্যামি অ্যাওয়ার্ডের সন্ধায় প্রিয়াঙ্কাও হলেন আবক্ষ৷ বক্ষযুগল পুরোই স্পষ্ট৷ এই পোশাকেই প্রিয়াঙ্কা চলে এলেন খবরের শীরোনামে৷
একইভাবে ২০২০-র গ্র্যামি অ্যাওয়ার্ডের সন্ধায় প্রিয়াঙ্কাও হলেন আবক্ষ৷ বক্ষযুগল পুরোই স্পষ্ট৷ এই পোশাকেই প্রিয়াঙ্কা চলে এলেন খবরের শীরোনামে৷
advertisement
8/11
তবে শুধু গ্র্যামির অনুষ্ঠানে নয়৷ এমন সাহসী অবতারে জেনিফারকে বহুবার দেখা গিয়েছে৷ যেমন এই ফ্যাশন শোয়ে৷ ২০২০-র একটি ফ্যাশন শোয়ের মঞ্চে এভাবেই নিজেক মেলে ধরেছিলেন সুন্দরী৷
তবে শুধু গ্র্যামির অনুষ্ঠানে নয়৷ এমন সাহসী অবতারে জেনিফারকে বহুবার দেখা গিয়েছে৷ যেমন এই ফ্যাশন শোয়ে৷ ২০২০-র একটি ফ্যাশন শোয়ের মঞ্চে এভাবেই নিজেক মেলে ধরেছিলেন সুন্দরী৷
advertisement
9/11
তবে সবথেকে সাহসী পোশাক হয়ত ছিল তার এটিই৷ একটি গাঢ় সবুজ জ্যাকেট৷ সেই জ্যাকেটে নিজেকে কিছুটা ঢেকে নিয়েছিলেন তিনি৷ Image Source: InStyle / Anthony Maule
তবে সবথেকে সাহসী পোশাক হয়ত ছিল তার এটিই৷ একটি গাঢ় সবুজ জ্যাকেট৷ সেই জ্যাকেটে নিজেকে কিছুটা ঢেকে নিয়েছিলেন তিনি৷ Image Source: InStyle / Anthony Maule
advertisement
10/11
একটি ফ্যাশন ম্যাগাজিনের পাতায় এই পোশাকে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে৷ উন্মুক্ত জেনিফারকে দেখতে সকলেই চোখ রেখেছিল ম্যাগাজিনের পাতায়৷ হলিউডে জেনিফারের খ্যাতি কম নয়, কিন্তু এই পোশাকে যেন সেই খ্যাতি বহুগুণ বেড়েছিল৷
একটি ফ্যাশন ম্যাগাজিনের পাতায় এই পোশাকে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে৷ উন্মুক্ত জেনিফারকে দেখতে সকলেই চোখ রেখেছিল ম্যাগাজিনের পাতায়৷ হলিউডে জেনিফারের খ্যাতি কম নয়, কিন্তু এই পোশাকে যেন সেই খ্যাতি বহুগুণ বেড়েছিল৷
advertisement
11/11
পিগি ভক্তদের প্রশ্ন যে এভাবেও কী তাকে কোনও না কোনও দিন দেখা যাবে? ২০ বছর আগের ফ্যাশন টুকেছেন তিনি, এই নিয়ে বিশেষভাবে ট্রোলড হচ্ছেন প্রিয়াঙ্কা৷ এবার নতুন ট্রোল, যে তিনি কী নিজেকে জেনিফারের মতো এতোটা খোলামেলা করতে পারবেন? উত্তর সময় দেবে৷
পিগি ভক্তদের প্রশ্ন যে এভাবেও কী তাকে কোনও না কোনও দিন দেখা যাবে? ২০ বছর আগের ফ্যাশন টুকেছেন তিনি, এই নিয়ে বিশেষভাবে ট্রোলড হচ্ছেন প্রিয়াঙ্কা৷ এবার নতুন ট্রোল, যে তিনি কী নিজেকে জেনিফারের মতো এতোটা খোলামেলা করতে পারবেন? উত্তর সময় দেবে৷
advertisement
advertisement
advertisement